আপোষনামার টাকা প্রদানের রশিদপত্র।

Post No-43

Disclaimer: বাদী-বিবাদীর নাম ঠিকানা পরিবর্তন করে বাস্তব ড্রাফটিং থেকে প্রস্তুত করা হলো ।

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহিম

টাকা প্রদানের রশিদপত্র

মোঃ দুলাল , পিতা- ০০০০০০০০, মাতা- কমলা বেগম, সাং- ০০০০০০০০, (স্বর্ণাকার পাড়া), পোঃ০০০০০০০০, থানা- ০০০০০০০০০০, জেলা- চাঁদপুর।

 ……… রশিদপত্র গ্রহীতা

এমদাদুল , পিতা- 000000, সাং- 0000000, থানা ও জেলা- ফেনী।

……… রশিদপত্র দাতা

       অদ্য ০৭/০২/২০২২ইং তারিখে দায়রা মামলা নং ৭১৮/২০২০ইং এর আপোষ বৈঠকের সিদ্ধান্ত মতে দুই পক্ষ সম্মতিক্রমে রশিদপত্র গ্রহীতা ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা্র মধ্যে ২,৩০,০০০/- (দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা  আমি রশিদপত্র দাতাকে নগদে বুঝাইয়া দিলে আমি  ২,৩০,০০০/- টাকা বুঝিয়া পাইয়া অত্র টাকা প্রদানের রশিদপত্র সম্পাদন করিয়া দিলাম।

    অত্র রশিদপত্র পড়িয়া, স্বজ্ঞানে, স্বইচ্ছায়, কাহারো কোন প্ররোচনা ব্যতিরেখে স্বাক্ষীগণের সম্মুখে অত্র টাকা প্রদানের রশিদপত্রে নিজ নাম স্বাক্ষর করিলাম।

স্বাক্ষীগণের নামঃ

১।  

                                            রশিদপত্র দাতার স্বাক্ষর     

২।