Post No.42
Disclaimer: বাদী-বিবাদীর নাম ঠিকানা পরিবর্তন করে বাস্তব ড্রাফটিং থেকে প্রস্তুত করা হলো ।
বিস্মিল্লাহির রাহ্মানির রাহিম
আপোষনামা
এমদাদুল , পিতা- ০০০০০০০, সাং- ০০০০০০০০, থানা ও জেলা- ফেনী।
……… আপোষনামা গ্রহীতা / ১ম পক্ষ।
মোঃ দুলাল , পিতা- ০০০০০০০০, মাতা- কমলা বেগম, সাং- ০০০০০০০০, (স্বর্ণাকার পাড়া), পোঃ০০০০০০০০, থানা- ০০০০০০০০০০, জেলা- চাঁদপুর।
……… আপোষনামা দাতা / ২য় পক্ষ।
আপোষনামার পক্ষগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের সুবাধে আপোষপত্র দাতা জনাব বোরহান উদ্দিন সবুজের ব্যবসায়িক বিশেষ কারণে নগদ অর্থের প্রয়োজন হওয়ায় আপোষপত্র গ্রহীতা (১ম পক্ষ) জনাব একরামুল হক হইতে বিগত ২৬/০২/২০১৯ইং তারিখে আপোষপত্র দাতার ব্যবসা প্রতিষ্ঠান মায়েশা জুয়েলার্স নামীয় ন্যাশনাল ব্যাংক লিঃ ফেনী শাখার ১০১১০০১৯৯১২৬১ নং হিসাবের অনুকূলে ৩১০৭৬৫৬ নং চেকমূলে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা এবং ৩১০৭৬৬৮ নং চেক মূলে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা একুনে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকার দুই খানা চেক প্রদান করিয়া আপোষনামা গ্রহীতা জনাব একরামুল হক হইতে মোট ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা হাওলাত গ্রহণ করেন। পরবর্তীতে আপোষনামা দাতার পূর্বোল্লিখিত ব্যবসায়িক হিসাবের অনুকুলে পর্যাপ্ত তহবিল না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেক ডিজঅনার করিয়া দেয়। পরবর্তীতে বিগত ১৭/০৪/২০১৯ইং তারিখে আপোষনামা গ্রহীতা বাদী হইয়া এন.আই এক্ট এর ১৩৮ ধারার অধীনে ফেনী সদর সিনিয়র জুডিসিয়া ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে একখানা চেকের মামলা আনায়ন করেন। যাহা বর্তমানে বদলি হইয়া দায়রা মামলা নং ৭১৮/২০২০ইং মূলে যুগ্ম দায়রা জজ ২য় আদালতে বিচারাধীন রহিয়াছে। এমতাবস্থায় অদ্য ০৭/০২/২০২২ইং তারিখে আপোষনামা দাতা ২য় পক্ষ জনাব বোরহান উদ্দিন সবুজ আপোষনামা গ্রহীতা জনাব একরামুল হক ভূঞাকে নগদে ২,৩০,০০০/- (দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা বুঝাইয়া দিয়া টাকা গ্রহণের রশিদপত্র গ্রহণ করেন। আপোষরফা বৈঠকের সিদ্ধান্তের সহিত পক্ষগণ একমত পোষণ করিয়া নিম্নলিখিত শর্তসাপেক্ষে অত্র আপোষনামা সম্পাদন করিতেছেন যে, ১। আপোষনামা দাতা বক্রী ৩,৭০,০০০/-(তিন লক্ষ সত্তর হাজার) টাকা প্রত্যেক মাসের ১০ তারিখের মধ্যে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা করিয়া পরিশোধ করিবে।
২। টাকা পরিশোধের শেষদিন আপোষনামা গ্রহীতা একরামুল হক ভূঞা আপোষনামা দাতা বোরহান উদ্দিন সবুজ কর্তৃক প্রদত্ত ৩ খানা ব্লাংক স্ট্যাম্প এবং ২ খানা চেক ফেরত দিবে।
৩। আপোষনামা গ্রহীতা তাহার বক্রী ৩,৭০,০০০/-(তিন লক্ষ সত্তর হাজার) টাকা বুঝিয়া পাইবার শেষ দিনে অথবা তদপূর্বে বিচারাধীন দায়রা ৭১৮/২০২০ইং মামলা প্রত্যাহার করিয়া নিবেন। অত্র আপোষনামা পড়িয়া, স্বজ্ঞানে, স্বইচ্ছায়, কাহারো কোন প্ররোচনা ব্যতিরেখে আপোষনামার পক্ষগণ নিম্নলিখিত স্বাক্ষীগণের সম্মুখে অত্র আপোষনামায় নিজ নিজ নাম স্বাক্ষর করিলাম।
স্বাক্ষীগণের নামঃ
১।
আপোষনামা গ্রহীতা/প্রথম পক্ষঃ
২।
৩।
আপোষনামা গ্রহীতা/২য় পক্ষঃ
Our Official facebook id : https://www.facebook.com/landcalculation
Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla
- Bar Enrollment Preparation
- Civil Case Drafing
- Criminal Case Drafting
- Family Case Drafting
- High Court Enrollment Preparation
- Income Tax
- Land Survey Study
- Law and Rules
- Necessary Document (Daily Life)
- Others Case Drafting
- Product Review
- Uncategorized
- অন্যান্য মামলার ড্রাফটিং
- অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট প্রস্তুতি
- আইন-কানুন
- আমিনশীপ গনিত প্রশিক্ষণ
- আমিনশীপ থিউরি
- আয়কর
- দেওয়ানী মামলার নমুনা
- নিম্ন আদালত তালিকাভুক্তি পরীক্ষা প্রস্তুতি
- পারিবারিক সংক্রান্ত
- প্রোডাক্ট রিভিউ
- প্রয়োজনীয় দৈনন্দিন কাগজপত্র
- ফৌজদারী মামলার ড্রাফটিং
- ভুমি জরিপ
- হাইকোর্ট তালিকাভুক্তি পরীক্ষা প্রস্তুতি
©All copyright reserved by 7 minutes Bangla .