সাধারণ ডায়রীভূক্তির আবেদন। GD। General Diary। Part 02.

Post no- 142

বরাবর,

        অফিসার ইন-চার্জ,

        ছাগলনাইয়া থানা, জেলা-ফেনী।

        বিষয়ঃ সাধারণ ডায়রীভূক্ত করিবার আবেদন,

জনাব,

        যথাবিহীত সম্মান পূর্বক নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মিজানুর রহমান, পিতাঃ ইকবাল, গ্রাম- পাঠানগড়, জেলা- ফেনী। আমি ফেনী জেলাধীন ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী ইউনিয়নের উত্তর সতর গ্রামে ‘ইকবাল এগ্রোফার্ম’ নামীয় পৈতৃক পুরানো ব্যবসা সুনামের সহিত পরিচালনা করিয়া আসিতেছি। অদ্য ১৫-জানুয়ারি-২০২২ইং আনুমানিক দুপুর ০৩ ঘটিকার দিকে আমার খামারের ম্যানেজার মুন্না আমাকে ফোন করিয়া জানায় যে তানভির হাছানসহ কয়েকজন লোক আসিয়া অফিসে ঝামেলা করিতেছে এবং খুব দ্রুত আমি যেন খামারে উপস্থিত হইয়া তাদের সাথে কথা বলি। টিপু সুলতানের ফোন পাইবার পর আমি দ্রুত ঘটনাস্থল তথা আমার খামারের অফিসে তিনজন অপরিচিত লোকের পাশে তানভির হাছান কে আমার চেয়ারে বসা অবস্থায় দেখিতে পাই এবং আমার অফিসের চেয়ারে তাহারা কি কারণে বসিয়াছে জিজ্ঞাস করিলে তানভির হাছান উত্তরে বলে যে, এখন থেকে তাহাই অত্র অফিসে বসিবে এবং আমি যদি এই ব্যবসা চালাইয়া যাইতে চাই তাহা হইলে তাহাদেরকে ০১ কোটি টাকা চাঁদা প্রদান করিতে হইবে, নচেৎ আমার খামার ভাংচুর করিয়া সব কিছু তছনছ করিয়া দিবে এবং আমাকে আর ব্যবসা পরিচালনা করিতে দিবেনা। তানভির হাছান আরো বলে যে, ০১ কোটি টাকার সহিত তাহাকে আরো ৫০ হাজার টাকা করিয়া প্রতি মাসে মাসোয়ারা হিসাবে প্রদান করিতে হইবে। আমি তাহাদেরকে ইহা বোঝনোর চেষ্টা করি যে, তাহাদের দাবি মেটানো আমার পক্ষে সম্ভব নহে। ইহা শুনিয়া তাহারা আরো ক্ষিপ্ত হইয়া ক্রুদ্ধস্বরে বলে যে, তুই আমাকে এক সপ্তাহের মধ্যে ০১ কোটি টাকা পৌঁছাইয়া দিবি, তাহা না হইলে তোকে সহ তোর স্ত্রী-সন্তানদের মারিয়া ঘুম করিয়া ফেলিবো। অতঃপর ইহা বলিয়া তাহারা ঘটনাস্থল ত্যাগ করে। উল্লেখ্য যে, ঘটনার সময় আমি তানভির হাছানকে চিনিতাম না, ঘটনার সময় খামারের কর্মচারীগণ ও আশে পাশের উপস্থিত লোকজন হইতে জানিতে পারি যে হুমকি দাতার নাম তানভির হাছান। অত্র ঘটনার সময় আমার খামারের ম্যানেজার টিপু সুলতানসহ অন্যান্য কর্মচারীগণ ও প্রতিবেশীগন উপস্থিত ছিল। আমি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগিতেছি বিধায় বিষয়টি আপনার থানায় সাধারণ ডায়েরীভূক্ত করা একান্ত প্রয়োজন।

        অতএব, মহোদয় উপরোক্ত অবস্থা ও কারণাধীনে বিষয়টি সাধারণ ডায়রীভূক্ত করার জন্য আপনার একান্ত মর্জি কামনা করছি।

তারিখঃ ১৫-জানুয়ারি-২০২২ইং                                          

 নিবেদক,

(মিজানুর রহমান),

গ্রাম-পাঠানগড়,

থানা-ছাগলনাইয়া,

জেলা- ফেনী, ফোনঃ ০১-