অ্যাপীল্যান্টগন পক্ষে মৃত রেসপনডেন্টগনের ওয়ারিশগনকে কায়মোকামের মাধ্যমে রেসপনডেন্ট শ্রেনী ভুক্তকরার প্রার্থনা।

Post No-100

মাননীয়,

         জেলা জজ আদালত,ফেনী।

           জেলা- ফেনী।

দেওয়ানী আপীল নং- ৪২/১৬ইং।

       রেজাউর রহমান দুলাল গং        বনাম         ফাতেমা খাতুন গং

                         অ্যাপীল্যান্ট                                রেসপনডেন্ট

অ্যাপীল্যান্টগন পক্ষে মৃত রেসপনডেন্টগনের ওয়ারিশগনকে

কায়মোকামের মাধ্যমে রেসপনডেন্ট শ্রেনী ভুক্তকরার প্রার্থনা।

নিবেদন এই,

       উপরোক্ত মোকদ্দমার ৫৩/৭২/৮৩নং রেসপনডেন্টগন অত্র আপীল মামলা দায়েরের পূর্বে মৃত্যুবরণ করায় এবং সমন জারীর প্রতিবেদন হইতে অবগত হইয়া উক্ত মৃত রেসপনডেন্টগনের নিম্ম তপছিলে বর্নিত ওয়ারিশগনকে কায়মোকামের মাধ্যমে রেসপনডেন্ট শ্রেনীভুক্তকরা একান্ত আবশ্যক। তদার্থে আপীল্যান্টগন পক্ষে অত্র প্রার্থনা আনয়ন করিতেছে।

       অতএব,আদালত বর্নিত অবস্থা ও কারণাধীনে অ্যাপীল্যান্টগন পক্ষে ৫৩/৭২/৮৩নং মৃত রেসপনডেন্টগনের নিম্ম তফসিলে বর্নিত ওয়ারিশগনকে কায়মোকামের মাধ্যমে রেসপনডেন্ট শ্রেনীভুক্তকরার আদেশ দানের মর্জি হয়।

                           তফসিল ওয়ারিশগনের নাম-ধাম

৫৩।     (ক) মাসুম

      ৫৩(খ)  নয়ন

      ৫৩(গ)  হৃদয়

      ৫৩(ঘ)  আবদুল হামিদ

      ৫৩(ঙ)  জয়নাল আবদীন

      ৫৩(চ)  বিবি হালেমা

      ৫৩(ছ)  বিবি ফাতেমা

      ৫৩(জ)  আলমগীর হাজারী

      ৫৩(ঝ)  জাহাঙ্গীঁর হাজারী

      ৫৩(ঞ) খুরশীদ হাজারী

      ৫৩(ট)  শহিদ হাজারী

৭২।    (ক) এ.এইচ.এম. কামরুল হুদা

      ৭২(খ)  জান্নাতুল নাঈম

      ৭২(গ) নাজমুল হুদা

৮৩।    (ক) আতোয়ার হোসেন

         (খ) কোহিনুর বেগম

                                                       সত্যপাঠ

                                      অত্র দরখাস্তের যাবতীয় বিবরণ সত্যজ্ঞানে

                                         নিম্মে নিজ নাম স্বাক্ষর প্রদান করিলাম।

                                                ইতি তাং-