আসামীর পক্ষে অত্র আপীল শুনানী পূর্বক নিষ্পতি সাপেক্ষে হাজতী আসামী পক্ষে জামিনের আবেদন।

P-090

Post No-90

মাননীয়,

        জেলা ও দায়রা জজ আদালত, ফেনী ।

               জেলা-ফেনী।

সূত্রঃ ফৌজদারী আপীল নং       /২০২১ ইং।

        উদ্ভূত ফেনী মডেল থানার মামলা  নং- ৬২৯৫(০৮)১৮ ইং ।

        জি.আর মামলা নং-৪২৫৫/২০১৮ইং

                                                        মোঃ রাজ্জাক

                                                        পিতা- মোঃ রাজু সিকদার,

                                                        সাং-সেতুভাঙ্গা,

                                                        (কুদ্দুস সিকদারের বাড়ী), পোঃ- সেতুভাঙ্গা,

                                                        থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী ।

                                                                      ………আপীল্যান্ট/ আসামী।

                                                       –বনাম–

                                                         রাষ্ট্র

                                                                       ………রেসপনডেন্ট/ বাদী।

বিষয়ঃ আপীলকারী / আসামীর পক্ষে অত্র আপীল শুনানী পূর্বক নিষ্পতি সাপেক্ষে হাজতী আসামী পক্ষে জামিনের আবেদন ।

      আপীলকারী / আসামী পক্ষে নিবেদন এই যে,

১। বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত, ফেনী কর্তৃক জি.আর মামলা নং ১৩৬/২০১৭ ইং এর বিগত ০৩/০২/২০২১ ইং তারিখে তর্কিত রায় আদেশে আসামী / আপীল্যান্টকে দোষী সাব্যস্থ করিয়া ১৯৯০ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৭(ক) ধারায় ১ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ (এক) মাস বিনাশ্রম কারাদন্ডে যে তর্কিত রায় ও আদেশে সংক্ষু্দ্ধ হইয়া তাহা বাতিল ও রহিত করার প্রার্থনা বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ৪০৮ ধারা মতে অত্র আপীল মামলা দায়ের করিয়াছেন।

২। সূত্রোক্ত মামলায় আসামী/আপীলকারী রায়ের ওয়ারেন্ট মূলে গ্রেফতার হইয়া বিগত ০৩/০৮/২০২১ হইতে অদ্যাবদি পর্যন্ত প্রায় ৩ মাস যাবত জেলহাজতে মানবেতর জীবনযাপন করিয়া আসিতেছে।

চলমান পাতা-০২

পাতা-০২

৩। আপীলকারী / আসামি বিজ্ঞ নিম্ন আদালতের রায় ও আদেশের সহি্মুহুরি নকলের কপি সংগ্রহ করিয়া বিজ্ঞ আদালতে অত্র ফৌজদারী আপীল মামলা দায়ের করিতেছি।

৪। এই আপীলকারী/আসামী স্থানীয় লোক হন। উপযুক্ত জামিনদার রহিয়াছে। সেহেতু জামিনে মুক্ত হইলে পালাতক হইবেনা।

৫। অপরাপর বিষয়াদি উক্ত মামলার শুনানীকালে বাচনিকভাবে পেশ করা হইবে।

 অতএব বিনীত প্রার্থনা এই যে, সুবিজ্ঞ আদালত দয়াপরবশ হইয়া উপযুরোক্ত কারণে আপীলকারী / আসামীর পক্ষে অত্র  আপীল মামলা নিষ্পতি সাপেক্ষে আসামীর জামিন মঞ্জুর করিতে বিজ্ঞ আদালতের আদেশ দানে বিহীত মর্জি হয়।  ইতি তাং ২৬/১০/২০২১ ইং

Unique Flag Counter