আসামী পক্ষে ফৌঃ কাঃ বিঃ ২৪১(ক) ধারার বিধানমতে অব্যাহতির প্রার্থনা ।

ভুমি-জরিপের-বিভিন্ন-প্রশ্নমালা-1

Post no-016

লিখক: অ্যাডভোকেট নাছের মিয়াজী, জজকোর্ট ফেনী, ০১৮১২-৯৯৩৭৬১

মাননীয়

        সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট  আদালত

সি.আর-১*৮/২১ইং    ফেনী সদর, জেলা- ফেনী।

      লাবোনি আক্তার             বনাম             মোঃ সাগর

             (বাদিনী)                                         (আসামী)

ধারাঃ- যৌতুক নিরোধ আইনের ৪ ধারা।

বিষয়ঃআসামী পক্ষে ফৌঃ কাঃ বিঃ ২৪১(ক) ধারার বিধানমতে অব্যাহতির প্রার্থনা। 

   নিবেদন এই,

১। অত্র আসামী সম্পূর্ণ নির্দোষ ব্যক্তি হয়, কোন প্রকার অপরাধজনক কাজ করে নাই। অসৎ উদ্দেশ্যে হয়রানি করিবার জন্য অত্র আসামীকে ষড়যন্ত্রমূলকভাবে অত্র মিথ্যা মামলায় ফাঁসানো হইয়াছে।

২। অত্র মামলার বাদীনি বিগত ০৯/০৮/২০২০ইং তারিখে অত্র আসামীকে তালাক প্রদান করিয়াছে এবং যথারীতি তালাক নোটিশ প্রদান করিয়াছে। অতঃপর বাদীনি বিগত ১০/০৩/২০২১ইং তারিখে রেজিষ্ট্রিকৃত নিকাহনামা মূলে ফেনী সদর থানার পশ্চিম কাজিরবাগ গ্রামের তোফাজ্জল হক, পিতা- ওবায়দুল হকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

৩। অত্র মোকদ্দমার আর্জিতে উল্লেখিত তথাকথিত ১ম ঘটনার তারিখ ০৮/০৫/২০২১ইং এবং ২য় ঘটনার তারিখ ৩০/০৬/২০২১ইং তারিখে অত্র আসামীর সহিত বাদীনির বৈবাহিক সম্পর্ক বহাল ছিলনা। আর্জিতে ২য় ঘটনার তারিখ ও সময় উল্লেখ করা হইয়াছে ৩০/০৬/২০২১ইং বিকাল ৪.০০ ঘটিকা। অথচ ৩০/০৬/২০২১ইং তারিখে ভোর ৩ টার সময় আসামী কুয়েত রওনা হয় এবং বিকাল ৩.০০ টার সময় কুয়েতে (Kuwait) অবস্থান করেন (Qatar Airways QR 1074 সংযুক্ত)। আসামী পক্ষে Alibi এর দাবী দালিলীক প্রমাণ দ্বারা উপস্থাপন করা হইল।

৪। আসামী বিদেশে থাকাবস্থায় পূর্বপরিকল্পিতভাবে বাদীনি আসামীর বাড়ী হইতে নগদ টাকা ও আসামীর মাতার স্বর্ণালংকার চুরি করিয়া পালাইয়া যাইয়া আসামীকে তালাক প্রদান করে।

৫। বাদীনি আসামীকে তালাক দিয়া বিগত ১০/০৩/২০২১ইং তারিখ অন্যত্র দ্বিতীয় বিবাহ করার কথা সম্পুর্ণ গোপন করিয়া অত্র মিথ্যা ও প্রতারণামূলক মামলা করিয়া আসামীর বৈদেশিক কর্মসংস্থান নষ্ট করিয়াছে এবং অত্র আসামীকে আর্থিক, মানসিক ও সামাজিক ভাবে অপদস্থ করিয়াছেন।  যাহা আইনতঃ দন্ডনীয় অপরাধ।

৬। অত্র আসামী কখনও বাদীনির নিকট যৌতুক দাবী করে নাই কিংবা শারীরিক ও মানসিক কোন প্রকার নির্যাতন করে নাই। আসামী যৌতুক আইনের ৪ ধারায় কোন অপরাধ করে নাই।

৭। আসামীকে দেওয়া বাদীনির তালাক নোটিশ, বাদীনির দ্বিতীয় বিবাহের নিকাহ্‌নামা, আসামীর পার্সপোর্ট এর ফটোকপি, ফ্লাইট সিড়িউল এর ফটোকপি পৃথক ফিরিস্থিযোগে দাখিল করা হইল।

৮। বক্রী শুনানীকালে বাচনিক নিবেদন করা হইবে।

           অতএব, বিনীত প্রার্থনা এই যে, হুজুরাদালত দয়া বিতরণে উপরোক্ত অবস্থা ও কারণাধীনে অত্র মামলার দায় হইতে অত্র আসামীকে অব্যাহতি দানে এবং আসামী পক্ষে ক্ষতিপূরণ ও হয়রানী মূলক মিথ্যা মামলা আনায়নের জন্য বাদীনির বিরুদ্ধে শাস্তির আদেশ দানে সুবিচার করিতে মর্জি হয়।

                               ইতি তাং-  ২৪/১০/২০২১ইং   

Our Official facebook id : https://www.facebook.com/landcalculation

Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla

Unique Flag Counter