এন, আই এ্যাক্টের ১৩৮ ধারা মতে লিগ্যাল নোটিশ । চেকের নোটিশ।

Post No-63

তারিখঃ

“এন, আই এ্যাক্টের ১৩৮ ধারা মতে লিগ্যাল নোটিশ”

প্রাপকঃ

মোঃ আকাশ হোসেন, পিতা: জহির খান, সাং বরিশাল, ইউনিয়নঃ বরিশাল,  থানা: বরিশাল, জেলা: বরিশাল।

——-লিগ্যাল নোটিশ গ্রহীতা।

প্রেরকঃ

মোঃ কালাম হোসেন, পিতা: লাবলু খান, সাং বরিশাল, ইউনিয়নঃ বরিশাল,  থানা: বরিশাল, জেলা: বরিশাল।

——-লিগ্যাল নোটিশ দাতা।

জনাব,

আমার উপরোক্ত মোয়াক্কেলের পক্ষে আমি এমর্মে নোটিশ প্রদান করছি যে,

আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতার নিকট হইতে আমার মক্কেল টাকা পাওনা থাকায় উক্ত টাকা ফেরত চাহিলে আপনি নোটিশ গ্রহীতা পাওনা টাকা পরিশোধের নিমিত্তে আপনার নামীয় সোনালী ব্যাংক লিমিটেড বরিশাল শহর শাখার সঞ্চয়ী হিসাব নং ৪৫৮৬৫ এর একটি চেক  প্রদান করেন। যাহার চেক নম্বর- ঘঙ গঝঝ ৫৪৮৫৪৫৮, তারিখ-৩০/১২/২০২১ টাকার পরিমান- ১০,০০,০০০/- দশ লক্ষ টাকা। আমার মোয়াকক্কেল সরল বিশ্বাসে গ্রহন করছে। কিন্তু দুঃখের ও লজ্জার বিষয় এই যে,গত ০১/০১/২০২২ তারিখে  আপনার দেয়া উক্ত চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর যেহেতু আপনার তহবিলে টাকা নেই সেজন্য প্রত্যাখ্যাত হয়েছে।

এই ব্যাপারে আমার মক্কেল আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতার প্রদান করেন নাই। বর্তমানে আমার মক্কেলের এই বিশ্বাস জবাব পর্যাপ্ত টাকা না থাকা সত্তেও প্রতারণার উদ্দেশ্যে আমার মক্কেলকে চেকটি প্রদান করিয়া এন, আই এ্যাক্টের জন্মিয়াছে যে, আপনি নোটিশ গ্রহীতা আপনার এ্যাকাউন্টে সাথে বারবার যোগাযোগ করিয়া তাগাদা প্রদান করিলেও আপনি সন্তোজনক ১৩৮ ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে আমি আমার মোক্কেলের পক্ষে উল্লিখিত ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা নগদ টাকা সরাসরি আমার  মোয়াক্কেলের নিকট অত্র নোটিশ প্রাপ্তির ২০ (বিশ) দিনের মধ্যে প্রদান করার জন্য দাবী জানাচ্ছি। অন্যথায়,আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহন করা হবে এবং এজন্য আপনি যাবতীয় খরচ ও পরিনতির জন্য দায়ী থাকবেন।

বিঃদ্রঃ ভবিষ্যৎ কার্যার্থে অত্র লিগ্যাল নোটিশের এককপি আমার সেরেস্তায় সংরক্ষিত থাকিবে।

     ধন্যবাদান্তে

(নাছের উদ্দিন মিয়াজী)

এডভোকেট

জেলা ও দায়রা জজ আদালত, ফেনী।

মোবাইলঃ ০১৯ ০০ ০০ ০০ ০০ ০০