গ্রেফতারী পরোয়ানা জারীর আবেদন। সমন জারীর আবেদন। Law Academy BD।

Post No- 59

মোকামঃ সহকারী জজ আদালত বরিশাল, বরিশাল
ফৌঃ মাঃ নং ০০০/০০

মোঃ ফকির শাহ
পিতা- ফকির শাহ
সাং- ০০০, জগন্নাথ সাহা রোড
থানা- লালবাগ, জেলা-ঢাকা।

——–অভিযোগকারী/বাদী

=বনাম=

মোঃ ফকির শাহ
পিতা- ফকির শাহ
সাং- ০০, জগন্নাথ সাহা রোড
থানা- লালবাগ, জেলা-ঢাকা।

——–আসামী

বিষয়ঃ গ্রেফতারী পরোয়ানা জারীর আবেদন

বাদী পক্ষে প্রার্থনা যে,

১। বাদী মাননীয় আদালতে ১০৭ ধারায় আসামী খ, গ,ঘ এর বিরুদ্ধে ইং তারিখে এক মামলা দায়ের করায় মাননীয় আদালত আসামীদেরকে সমন জারী করেছেন।
২। আসামীগণ সমন প্রাপ্তির পরও হুজুর আদালতে গরহাজির রয়েছে। উপরন্তু বাদীকে অপহরণের ভয় ভীতি প্রদর্শন করতেছে। এমতাবস্থায় বাদীর স্ত্রী থানার শরণাপন্ন হয়েও কর্তৃপক্ষের সহযোগিতা হতে বঞ্চিত হয়েছেন।
৩। বাদী ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যরাও আসামীদেও প্রদর্শন ভয়-ভীতিতে সদা সতন্দগ্রস্থ বিষয়ে হাজির হতে পারেন নাই।

অতএব, বাদীর পক্ষে এবং আসামী খ, গ ও ঘ -এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে আসামীদের মাননীয় আদালতে হাজির করতঃ বাদীর প্রার্থনার সুবিচার করতে মর্জি হয়।
                                                                 ইতি