Post No-81
মাননীয়,
ফেনী সদর সিনিয়র সহকারী জজ আদালত,ফেনী
জেলা-ফেনী
দেওয়ানী মামলা নং- /১৪ইং
মাহমুদুল হক মৃত স্থলে
১(৬) রাশেদা আক্তার গং বনাম নুরেরজমান গং
বাদী বিবাদী
বাদী পক্ষে নিম্ম তফছিল বর্নিত ছাপ কবলা দলিলের দাতার স্বাক্ষর এবং টিপ হস্তলিপি ও হস্তরেখা বিশারদের নিকট পরীক্ষার জন্য প্রেরণের আদেশ পাওয়ার প্রার্থনা।
নিবেদন এই,
উপরোক্ত মোকদ্দমা দলিল ঘঁষষ ্ ঠড়রফ সাব্যস্তে রদ ও রহিতের ডিক্রীর জন্য আনিত মামলা বটে। উক্ত মামলা সংক্রান্ত বিগত ২৫/১১/৮৪ইং তারিখের রেজিঃ ফেনী এস.আর অফিসের ১১৯৪৫নং ছাপ কবলা দলিলে বাদী মাহমুদুল হক স্বাক্ষর/টিপ দিয়ে তিনি দাতা স্বরুপে এবং গ্রহীতা মোহাং ছাদেক বরাবরে রেজিষ্ট্রি করে দেন নাই। উক্ত ১১৯৪৫নং ছাপকবলা মোহাং মাহমুদুল হক দাতার স্থানে আছে। বাদী মাহমুদুল হক তাহার নামের আগে কখনও মোহাং শব্দটি লিখিতেন না। তিনি শুধু নিজের নাম মাহমুদুল হক লিখিতেন। মোহাং ছাদেক বাদীর স্বাক্ষর ও টিপ False Personaltion ক্রমে উক্ত ১১৯৪৫ নং ছাপ কবলা দলিলটি সৃজন করিয়াছে। বাদীপক্ষ ইতিপূর্বে নালিশী ১১৯৪৫নং দলিলের সহিত বাদীর আর্জির ও ওকালতনাম সহ হস্তলিপি ও হস্তরেখা বিশারদের নিকট আদালত যোগে পরীক্ষার জন্য সি,আই,ডি ঢাকাতে পাঠানো হইলে পুলিশ পরিদর্শক ও হস্তলিপি ও হস্তরেখা বিশারদ স্বরুপে মতামত দিয়ে পাঠান যে বিতর্কিত স্বাক্ষর সম-সাময়িক কালের আরো কতেক নমুনা স্বাক্ষর সংক্রান্ত কাগজ পত্র পাঠানোর জন্য। মোহাং মাহমুদুল হকের স্বাক্ষর ৮/১০টি স্বাক্ষরের কথা বলেন। কিন্তু মাহমুদুল হক নিজে কখনও মোহাং শব্দ নামের সাথে লিখিতেন না বিধায় ঐ রুপ “মোহাং” শব্দ সহ স্বাক্ষর যুক্ত নমুনা সাক্ষর পাঠানো সম্ভব নহে। তবে মাহমুদুল হকের মালিকী দখলীয় ভালুকিয়া মৌজার ৫ ডিং ভুমি দাতা স্বরুপে এবং সাইফুল ইসলাম গং গ্রহীতা নামীয় বিগত ২৬/১২/১৩ইং তারিখের রেজিষ্ট্রিকৃত ফেনী এস,আর অফিসের ৪৬৭০ নং আসল দলিলটি গ্রহীতার নিকট হইতে আদালতে যোগে তলব করায় গ্রহীতা সাইফুল ইসলাম গং তাহা আদালতে দাখিল করা হইয়াছে। এক্ষনে উক্ত ১১৯৪৫নং দলিলে থাকা দাতার স্বাক্ষর থাকা দস্তখত ও দলিলের অপর পৃষ্ঠায় থাকা টিপ/স্বাক্ষর এর যথার্থতা যাচাইয়ের জন্য বিগত ২৬/১১/১৩ইং তারিখের রেজিঃ ৪৬৭০নং দলিলটির দস্তখতের ও দলিলের অপর পৃষ্ঠায় থাকা টিপের সহিত পরীক্ষার নিমিত্তে নমুনা স্বাক্ষর হিসাবে সংশ্লিষ্ট হস্তলিপি ও হস্তরেখা বিশারদের নিকট পাঠানোর আদেশ হওয়া একান্ত আবশ্যক।
অতএব, বাদী পক্ষ হুজুরাদালতের বিনীতভাবে প্রার্থনা করেন যে, উপরোক্ত অবস্থা ও কারণাধীনে নিম্ম তপছিল বর্নিত নালিশী ১১৯৪৫নং ছাপকবলা দলিলটির স্বাক্ষর ও টিপের সহিত ৪৬৭০ নং ছাপকবলা দলিলটির স্বাক্ষর ও টিপের সহিত যথার্থতা যাচাইয়ের জন্য হস্তলিপি ও হস্ত রেখা Hand Writting Finger Print এর নিকট প্রেরণের নিমিত্তে আদেশ দানে বাধিত করার মর্জি হয়।
তপছিল নালিশী ১১৯৪৫নং দলিল এবং ৪৬৭০ নং ছাপকবলা দলিলটি।
মোঃ ছাদেক গ্রহীতা মাহমুদুল হক দাতা নামীয় বিগত ২৫/১১/১৯৮৪ ইং তারিখের রেজিঃ ফেনী এস.আর অফিসের রেজিঃ ১১৯৪৫ ছাপকবলা দলিলটি স্বাক্ষর যাহার সহিত যথার্থতা যাচাই তথা তুলনা মূলক পরীক্ষা হইবে। সেই দলিলটি যাহা সাইফুল ইসলাম গং গ্রহীতা মাহমুদুল হক দাতা নামীয় ফেনী এস,আর অফিসের বিগত ২৬/১১/২০১৩ইং তারিখের রেজিঃ ৪৬৭০নং ছাপকবলা দলিলটি।
সত্যপাঠ
অত্র দরখাস্তের যাবতীয় বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। অত্র সত্যতায় শুদ্ধ স্বীকারে নিম্মে আমার নিজ নাম স্বাক্ষর প্রদান করিলাম। ইতিতাং-
Our Official facebook id : https://www.facebook.com/landcalculation
Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla
- Bar Enrollment Preparation
- Civil Case Drafing
- Criminal Case Drafting
- Family Case Drafting
- High Court Enrollment Preparation
- Income Tax
- Land Survey Study
- Law and Rules
- Necessary Document (Daily Life)
- Others Case Drafting
- Product Review
- Uncategorized
- অন্যান্য মামলার ড্রাফটিং
- অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট প্রস্তুতি
- আইন-কানুন
- আমিনশীপ গনিত প্রশিক্ষণ
- আমিনশীপ থিউরি
- আয়কর
- দেওয়ানী মামলার নমুনা
- নিম্ন আদালত তালিকাভুক্তি পরীক্ষা প্রস্তুতি
- পারিবারিক সংক্রান্ত
- প্রোডাক্ট রিভিউ
- প্রয়োজনীয় দৈনন্দিন কাগজপত্র
- ফৌজদারী মামলার ড্রাফটিং
- ভুমি জরিপ
- হাইকোর্ট তালিকাভুক্তি পরীক্ষা প্রস্তুতি
©All copyright reserved by 7 minutes Bangla .