জামিন নামা।

জামিন-নামা।

Post No-61

মোকাম বিজ্ঞ অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালত নং-৫, ঢাকা

পারিবারিক মোকদ্দমা নং- ৯৭২/২০১৭

হোসনে তানবিনা সুলতানা

————-দরখাস্তকারী/বাদী

=বনাম=

মোছাঃ ছালেমা বেগম গং

————-প্রতিপক্ষ/বিবাদীগণ

জামিননামা

আমি হোসনে তানবিনা সুলতানা, স্বামী- মৃত শাহ আলম (শাহীন), পিতা- হাজী মোঃ আব্দুল হালিম খান, সাং- ৩৫৮ নদ্দাপাড়া, থানা- দক্ষিণখান, জেলা- ঢাকা, ধর্ম- ইসলাম, পেশা-গৃহিণী, জাতীয়তা- বাংলাদেশী- অত্র জামিন নামার প্রধান।

এবং

আমি ড. শিব্বির আহমদ (শামীম), পিতা- মৃত আব্দুস সালাম, সর্ব সাং- ৩৫৮ নদ্দাপাড়া, থানা- দক্ষিণখান, জেলা- ঢাকা, ধর্ম- ইসলাম, পেশা- চাকুরী, জাতীয়তা- বাংলাদেশী- অত্র জামিন নামার জামিনদার।

একক ও যুগ্নভাবে অত্র ৫ম অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালত, ঢাকা এর উত্তরাধীকারী আদেশে আদিষ্ট হইয়া নাবালিকার শরীর ও সম্পত্তির রক্ষনা বেক্ষণের জন্য বাধ্য রহিলাম।

এবং

আমি উক্ত নাবালিকার শরীর ও সম্পত্তির রক্ষনা বেক্ষনের জন্য জামিনদার রহিলাম।

অত্র জামিন নামা আমাদের ওয়ারিশগণ ও অন্যান্য আইনানুগ ব্যক্তিগণের উপর বর্তাইবে। অদ্য আমরা জামিন নামা সহি সম্পাদন করিয়া দিলাম। তাং-000000000

————————

 (প্রধান)

————————-

      জামিনদার

      অত্র ৫ম অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালত, ঢাকা পারিবারিক আদালত অর্ডিন্যান্স ১৯৮৫ আইন মতে ———————–ইং তারিখে আদিষ্ট হইয়া আমি প্রধান এবং আমার সঙ্গীয় জামিনদার সহকারে নাবালিকা যথা- সোমাইয়া তাসনিম স্নেহা, পিতা- মৃত শাহ আলম (শাহীন), সাং- ৩৫৮ নদ্দাপাড়া, থানা- দক্ষিণখান, জেলা- ঢাকা এর শরীর ও সম্পত্তি হেফাজত ও রক্ষণাবেক্ষণের জন্য বাধ্য রহিলাম।

      অত্র জামিননামার শর্ত মোতাবেক যদি প্রধান জামিননামার নাবালিকার শরীর ও সম্পত্তির রক্ষণাবেক্ষণে ব্যর্থ হয় যাহার জন্য প্রধান অভিভাবিকা নিযুক্ত করা হয় সেক্ষেত্রে আমি জামিনদার উক্ত জামিননামার শর্ত মোতাবেক রক্ষণাবেক্ষণ করিতে বাধ্য থাকিব। যদি নিযুক্তিয় অভিভাবিকা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে এবং সৎ ব্যবহার করে সেক্ষেত্রে অত্র জামিননামা বা তার কোন অংশের শর্ত সমূহ কার্য্যকর হইবে না এর্ব বাতিল বলিয়া গণ্য হইবে, অন্যথায় অত্র জামিন নামা আমাদের উপর সম্পূর্ণভাবে কার্য্যকর ও বলবৎ থাকিবে।

অদ্য আমরা উভয় পক্ষ অত্র জামিননামা সহি সম্পাদন করিয়া দিলাম।         

      স্বাক্ষীগণের নাম ও ঠিকানাঃ 

১।                                             

      ————————

      প্রধান

২।

———————–

       জামিনদার

প্রধান এবং জামিনদার আমার পরিচিত। আমি তাহাদিগকে জামিননামা পড়িয়া শুনাইলাম এবং তাহাদিগকে সনাক্ত করিলাম।

————————

     আইনজীবী

Unique Flag Counter