তামাদি আইনের ৫ ধারার বিধান মতে তামাদি মওকুফের দরখাস্ত।

হাজতী আসামী পক্ষে জামিনের দরখাস্ত।

Post No- 41

Disclaimer: বাদী-বিবাদীর নাম ঠিকানা পরিবর্তন করে বাস্তব ড্রাফটিং থেকে প্রস্তুত করা হলো ।

মাননীয়,

        চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, ফেনী

        জেলা- ফেনী।

সূত্রঃ ফৌজদারী আপীল নং–       /২০২২ইং

উদ্ভূতঃ মহামায়া/ফৌজদারী/২৬/২০২০ইং তারিখ ০৯/১২/২০২০ইং

সাইফুদ্দিন

          ……… আপীল্যান্টগণ

—বনাম—

  ডিপজল

………রেসপনডেন্ট

বিষয়ঃ তামাদি আইনের ৫ ধারার বিধান মতে তামাদি মওকুফের প্রার্থণাঃ

নিবেদন এই,

আপীল্যান্টগণ ৫নং মহামায়া ইউপি এর গ্রাম আদালত, ছাগলনাইয়া ফেনী কর্তৃক মহামায়া/ফৌজদারী/২৬/২০২০ইং নং মামলা এর বিগত ১১/০৩/২০২১ইং তারিখের তর্কিত রায় আদেশ আপীল্যান্টগণকে ৪-০ ভোটে দোষী সাব্যস্থ্য করিয়া এখতিয়ার বহির্ভূতভাবে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা ক্ষতিপূরণের যে বে-আইনি তর্কিত রায় ও আদেশ প্রদান করিয়াছেন তাহার অসন্তুষ্টিতে অত্র আপীল মামলা আনায়ন করিতেছে। আপীল্যান্টগণ অত্র মামলায় ধার্য্য তারিখ সম্পর্কে অবগত না থাকায় তাহাদের অনুপস্থিতিতে রায় ঘোষিত হওয়ায় আপীল্যান্টগণ অত্র মামলার সম্পর্কে অবগত ছিলনা।

রেসপনডেন্টগণ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও ছাগলনাইয়া আমলী আদালত, ফেনীতে সি.আর মামলা নং- ১৪৬/২০২১ইং দায়ের করিলে বিগত ১৭/০১/২০২২ইং তারিখে আপীল্যান্টগণ সমনের নোটিশ পাইয়া ১৮/০১/২০২২ইং তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ছাগলনাইয়া আমলী আদালতে হাজির হইয়া জামিনের প্রাথনা করিবার দিনে অত্র ৫নং মহামায়া ইউপি এর গ্রাম আদালত, ছাগলনাইয়া ফেনী কর্তৃক এখতিয়ার বহিঃভূত ও বে-আইনী রায় আদেশের জানিতে পারেন। অত্র আদেশের সহি-মোহর-নকল প্রাপ্ত হইয়া আপীল্যান্টগণ অদ্য বিজ্ঞ আদালতে বর্তমান আপীল মামলা আনায়নে ৩২৯ দিন বিলম্ব হইয়াছে। এমতাবস্থায় আপীল্যান্টপক্ষে অত্র আপীল মোকদ্দমা আনায়নের জন্য উল্লেখিত অনিচ্ছাকৃত তামাদি মওকুফের আদেশ হওয়া একান্ত আবশ্যক।

        অতএব, বিনীত প্রার্থনা এই যে, উপরোক্ত অবস্থা ও কারণাধীনে ৩২৯ দিনের তামাদি মার্জনা পূর্বক অত্র আপীল মোকদ্দমা গ্রহণের আদেশ দানে বিজ্ঞ আদালতের মর্জি হয়।

                                                                    ইতি তাং-

Unique Flag Counter