দন্ডিত আসামির বেল পিটিশন। স্বেচ্ছায় আত্মসমার্পন পূর্বক উচ্চ আদালতে আপীলের শর্তে পূণরায় জামিনের আবেদন।

দন্ডিত-আসামির-বেল-পিটিশন।-আপীলের-শর্তে-পূণরায়-জামিনের-আবেদন।

Post No- 021

মোকাম বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা জজ, ১ম আদালত, ঢাকা

দায়রা মামলা নং- ০০০০/২০২০
উদ্ভুতঃ সি. আর নং- ০০০/২০২০

ধারা- দি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এ্যাক্ট, ১৮৮১ এর ১৩৮ ধারা।
মোঃ রাজ্জাক শেখ
———-বাদী
বনাম

আরিফ আজাদ
————–দন্ডিত আসামী

বিষয়ঃ স্বেচ্ছায় আত্মসমার্পন পূর্বক উচ্চ আদালতে আপীলের শর্তে পূণরায় জামিনের আবেদন।

দরখাস্তকারী আসামীপক্ষে বিনীত নিবেদন এই যে,
১। যেহেতু অত্র মামলায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া বিগত ০৬/১১/২০০০ ইং তারিখে আসামীর বিরুদ্ধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ০,০০,০০০/- টাকা জরিমানা আরোপ করতঃ রায় প্রদান করেন।
২। যেহেতু উক্ত রায় প্রচার হওয়ার পরে আসামী বিগত ২৯/১১/২০০০ ইং তারিখে ২৪৯ নং ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে তর্কিত চেকে বর্ণিত টাকার ৫০% টাকা জমা প্রদাণ করেন এবং ঐ দিনই উচ্চ আদালতে আপীলের শর্তে বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করিলে বিজ্ঞ আদালত আসামীকে ১০ দিনের মধ্যে আপীল দায়েরের শর্তে জামিন প্রদান করেন।
৩। যেহেতু ডিসেম্বর, ২০০০ আদালত এবং নকলখানার কার্যক্রম বন্ধ থাকায় পরবর্তীতে আসামীর আবেদনের প্রেক্ষিতে বিগত ১৬/০১/২০০১ ইং তারিখে মামলার সার্টিফাইড কপি প্রাপ্ত হইয়া বিগত ২৫/০১/২০০১ ইং তারিখে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত, ঢাকায় ফৌজদারী আপীল নং ০০০/১৮ দায়ের করিলে গত ২৫/০২/২০০১ ইং তারিখে উক্ত আপীলের গ্রহণযোগ্যতা শুনানী হয়। বিজ্ঞ আদালত উক্ত আপীলটি গ্রহন না করিয়া আসামীকে বিজ্ঞ বিচারিক আদালত হইতে জামিন বর্ধিত করিয়া পূনরায় আপীল দায়ের করিবার পরামর্শ প্রদান করেন।
৪। যেহেতু অত্র আসামী চেকে বর্ণিত টাকার ৫০% টাকা ট্রেজারী চালানের মাধ্যমে জমা প্রদান করিয়া বিজ্ঞ আদালত হইতে জামিন লাভ করেন। কিন্ত ডিসেম্বর, ২০০১ আদালত এবং নকলখানার কার্যক্রম বন্ধ থাকায় আসামী বিজ্ঞ বিচারিক আদালত কর্তৃক প্রদত্ত সময়ের মধ্যে আপীল দায়ের করিতে পারেন নাই। এমতাবস্থায় আপীলের শর্তে পূনরায় আসামীকে জামিনের আদেশ প্রদান করা একান্ত আবশ্যক। অন্যথায় আসামী ন্যায়বিচার হইতে বঞ্চিত হইবেন।

অতএব, বিনীত প্রার্থনা এই যে, ন্যায় বিচারের স্বার্থে উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে আপীলের শর্তে পূনরায় আসামীকে জামিনের আদেশ দানে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়।

Our Official facebook id : https://www.facebook.com/landcalculation

Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla

Unique Flag Counter