বাদী ও বিবাদী পক্ষে সোলেনামা।  

Post No- 99

মাননীয়,

       সিনিয়র সহকারী জজ আদালত ছাগলনাইয়া, ফেনী

              জেলা-ফেনী।

দেওয়ানী মামলা নং- ৪১০ /১৮ইং।

       মোঃ মফিজুর রহমান শেয়ান         বনাম        মোঃ জয়নাল আবেদীন গং

                             বাদী                                     বিবাদীগন

                     বাদী ও ১/২নং বিবাদী পক্ষে সোলেনামা।          

নিবেদন এই,

            অত্র মোকদ্দমা দলিল এর মোকদ্দমা হয়। মামলা মোকদ্দমা করা কষ্টকর ও ব্যয় বহুল। তদুপরি বাদী ও ১/২নং বিবাদীগন পরস্পর প্রতিবেশী হওয়ায় উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলিতে থাকিলে অদূর ভবিষ্যতে পক্ষদ্বয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটার সম্ভবনা রহিয়াছে। তদকারনে স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উভয় পক্ষের সম্মতিতে উভয় পক্ষের নিযুক্তীয় আইনজীবির মধ্যস্থতায় পক্ষদ্বয়ের ভুমি বিরোধ অত্যন্ত সন্তোষজনক ভাবে মিমাংসা করিয়া দিয়াছে। বর্তমানে পক্ষদ্বয়ের মধ্যে কোন বিরোধ না থাকায় বাদী ও বিবাদীগন নিম্মমত ভাবে সোলেনামা সম্পাদান করিলেক।

                           সোলেনামার শর্ত সমূহঃ

১।বাদী ও সোলেহকারী বিবাদীগনের মধ্যে বিগত ১২/৮/২০১৩ইং তারিখে ছাগলনাইয়া সাব-রেজিষ্ট্রি অফিসে ২৮৪৪নং যে এওজ বদলপত্র নামা দলিল সম্পাদান ও রেজিষ্ট্রি হইয়াছে। তাহা Cancell হইবে। এওজ দলিলের আবৃত ‘ক’ তফসিলের ভূমি বাদীর স্বত্ত্ব দখলে পর্যাপ্ত হইবে এবং ‘খ’ তফসিলের ভূমি ১/২নং বিবাদীর স্বত্ত্ব দখলে পর্যাপ্ত হইবে। ইহাতে বাদী ও বিবাদীগনের কোন ওজর আপত্তি নাই। অদূর ভবিষ্যতে কেহ কাহারো বর্নিত ভূমিতে দাবী দাওয়া করিবেনা, করিলে তাহা সর্ববস্থায় অগ্রাহ্য হইবে।

২। সোলেসূত্রে মামলা ডিক্রী হইবে এবং সোলেনামা ডিক্রীর একাংশ হিসাবে গন্য হইবে। সোলে ডিক্রীর একপ্রস্থ সংশ্লিষ্ট এসআর অফিসে প্রেরণ পূর্বক দলিলের সংশ্লিষ্ট বালামে আদেশ নোট হইবে।

৩। মামলা খরচ পক্ষগনের নিজ নিজ ক্ষতি হইবে।

              অতএব,বর্নিত অবস্থা ও কারণাধীনে অত্র সোলেনামা গ্রহন করতঃ সোলেসূত্রে মামলা ডিক্রী দানের আদেশ দানের মর্জি হয়।

সত্যপাঠ  

অত্র সোলেনামার যাবতীয় বিবরণ সত্য জ্ঞানে

নিম্মে নিজ নাম স্বাক্ষর করিয়া সম্পাদান করিলাম।

ইতি তাং-