নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিবাদী পক্ষে এফিডেভিট ।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিবাদী পক্ষে এফিডেভিট ।

Post No.26

মাননীয়,

         দাগনভূঞা সিনিয়র সহকারী জজ আদালত

         জেলা-ফেনী ।

দেং-১*৯ /২৩ইং

মোহাম্মদ নুরুল আমিন                                 —- বনাম —-                              মোহাম্মদ তানভির

      ——বাদী                                                                                              ——বিবাধী

বিবাদী পক্ষে এফিডেভিট

আমি অত্র মামলার ২ নং বিবাদী আবদুর রহিম, পিতা- মৃত আবদুল কাদের, সাং- উত্তর জায়লস্কর, থানা/উপজেলা- দাগনভূঁঞা, জেলা-ফেনী। বয়স- ৪৭ বৎসর, পেশা- চাকুরী (প্রবাস), ধর্ম- ইসলাম, জাতীয়তা- বাংলাদেশী। অত্র মামলার বিষয় অবগত থাকিয়া হলফ পূর্বক ঘোষনা করিতেছি যে,

১।     বাদীগনের অস্হায়ী নিষেধাজ্ঞার প্রার্থনার বর্ণিত বিবরন মিথ্যা ও বানোয়াট হয়।

২।     অত্র সঙ্গে দাখিলীয় লিখিত আপত্তির বর্ণিত বিবরন সঠিক ও সত্য হয়।

৩।     বাদীগনের মিথ্যা অভিযোগের ভিত্তিতে স্থিতাবস্হার আদেশ দ্বারা আপত্তিকারী বিবাদী পক্ষের অপূরনীয় ক্ষতির কারন সৃষ্টি হইয়াছে।

৪।     আপত্তিকারী বিবাদীগনের উপর প্রদত্ত একতরফা স্থিতাবস্হা বজায় রাখিবার আদেশ বাতিল করার জন্য বিনীত ভাবে প্রার্থনা করি।

সত্যপাঠ

অত্র এফিডেভিটের যাবতীয় লিখিত বিবরন আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। অত্র সত্যতায় শুদ্ধ স্বীকারে নিম্নে আমার নিজ নাম স্বাক্ষর করিলাম ।

ইতি তাং

Unique Flag Counter