Post No- 017
প্রশ্ন : ১টি বৃত্তাকার দালানের পরিধি ও ব্যাস একুনে (যোগফল) ৫৮ মিটার হইলে দালানটির ক্ষেত্রফল কত শতাংশ হইবে?
সমাধান
বৃত্তাকার জায়গার ক্ষেত্রফল = r2 বা (ব্যাসার্ধ)২ × 3.1416
বৃত্তাকার জায়গার পরিধি = ব্যাস × ৩.১৪১৬
মনেকরি
ব্যাস = ‘ক’
পরিধি = ক × ৩.১৪১৬
= ৩.১৪১৬ক
প্রশ্নমতে,
ক + ৩.১৪১৬ক = ৫৮ মিঃ
বা, ৪.১৪১৬ ক = ৫৮ মিঃ
বা, ক = ৫৮/৪.১৪১৬
বা, ক = ১৪ মিটার (প্রায়)
বৃত্তাকার দালানের ব্যাস = ১৪ মিটার
বৃত্তাকার দালানের ব্যাসার্ধ = (১৪/২)
= ৭ মিটার
বৃত্তাকার দালানের ক্ষেত্রফল = (৭)২ ৩.১৪১৬
= ৭ ৭ ৩.১৪১৬
= ১৫৩.৯৪ বর্গমিটার (প্রায়)
আমরা জানি,
৪০.৪৭ বর্গমিটার = ১ শতাংশ
১ বর্গমিটার = ১/৪০.৪৭ শতাংশ
১৫৩.৯৪ বর্গমিটার = ১৫৩.৯৪/৪০.৪৭
= ৩.৮০ শতাংশ (প্রায়)