মামলা প্রত্যাহারের দরখাস্ত। যেভাবে মামলা প্রত্যাহারের দরখাস্ত লিখিতে হয়। Law Academy BD.

Post No-87

মাননীয়,

      সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী আমলী আদালত, ফেনী,

      জেলা- ফেনী ।

সোনাগাজী সি/আর– ১১৫৯/২০২১ইং

জাহানারা বেগম               বনাম                জাকির হোসেন গং

           ……বাদী                                       ……..আসামীগণ

বিষয়ঃ– বাদী পক্ষে মামলা প্রত্যাহারের প্রার্থনা ।

নিবেদন এই,

         অদ্য অত্র মামলার ধার্য্য তারিখ বটে। বাদীপক্ষ বিগত ২১/০৭/২০২১ ইং তারিখে অত্রাদালতে সি/আর-১১৫৯/২১ইং  মামলা আনায়ন করেন। অত্র মামলার বাদী ও আসামীগণ আত্নীয়স্বজন ও একই বাড়ির বাসিন্দা হওয়ায় পরস্পর শান্তিপূর্ণভাবে বসবাস করিবার নিমিত্তে স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিরোধ-আপোষ মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়। অত্র বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক উভয় পক্ষ শান্তি বজায় রাখিয়া বসবাস করিবার এবং উভয় পক্ষের মামলা প্রত্যাহার করিবার শর্তে সম্মত হইয়াছে বিধায় অত্র মামলা পরিচালনা করিতে বাদীপক্ষ ইচ্ছুক্ নহে। এমতাবস্থায় বাদীপক্ষকে অত্র মামলা প্রত্যাহারের অনুমতি করা আবশ্যক। নচেৎ প্রার্থীকপক্ষে অপূরণীয় ক্ষতি হইবে।

      অতএব বিনীত নিবেদন এই, উপরোক্ত কারণাদিতে বিজ্ঞ আদালত দয়া বিতরণে উপরোক্ত মামলা প্রত্যাহারের অনুমতি আদেশ দানে মর্জি হয়। ইতি তাং-