Post No-53
১ জুলাই, ২০২৩ তারিখে আরদ্ধ করবর্ষের জন্য আয়করের হার
অনুচ্ছেদ-ক
আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ২ (৬৯) এ সংজ্ঞায়িত ব্যক্তিগণের মধ্যে অনিবাসী বাংলাদেশিসহ সকল স্বাভাবিক ব্যক্তি (individual), হিন্দু অবিভক্ত পরিবার ও অংশীদারি ফার্মের ক্ষেত্রে মোট আয়ের উপর আয়করের হার নিম্নরূপ হইবে, যথা:
মোট আয় | হার |
(ক) প্রথম ৩,৫০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর — | শূন্য |
(খ) পরবর্তী ১,০০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর — | ৫% |
(গ) পরবর্তী ৩,০০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর — | ১০% |
(ঘ) পরবর্তী ৪,০০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর — | ১৫% |
(ঙ) পরবর্তী ৫,০০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর– | ২০% |
(চ) অবশিষ্ট মোট আয়ের উপর — | ২৫% |
তবে শর্ত থাকে যে,
(ক) মহিলা করদাতা এবং ৬৫ (পয়ষট্টি) বৎসর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৪,০০,০০০/- টাকা;
(খ) তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত
আয়ের সীমা হইবে ৪,৭৫,০০০/- টাকা;
(গ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৫,০০,০০০/- টাকা;
(ঘ) কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০/- টাকা অধিক হইবে, তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হইলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করিবেন;
(ঙ) মোট আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করিলে ন্যূনতম করের পরিমাণ কোনোভাবেই নিম্নরূপে বর্ণিত হারের কম হইবে না, যথাঃ-
এলাকার বিবরণ | ন্যূনতম করের হার (টাকা) |
ঢাকা উওত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটই কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা | ৫,০০০\- |
অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা | ৪,০০০\- |
সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা | ৩,০০০\- |
Our Official facebook id : https://www.facebook.com/landcalculation
Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla
- Advocateship Preparation
- Barcouncil Enrolment Exam
- Civil
- Civil Appeal
- Civil Revision
- Criminal
- Criminal Appeal
- Criminal Bail Pending Appeal
- Drafting of Necessary Document
- High Court Enrolment Preparation
- Land Survey
- Product Review
- Rules and Regulations
- Sample of Civil case
- Uncategorized
- Writ (Habias Corpus)
- অন্যান্য মামলার ড্রাফটিং
- অ্যাডভোকেটশিপ প্রস্তুতি
- আইন-কানুন
- আয়কর
- গণিত
- দেওয়ানী
- দেওয়ানী আপিল
- দেওয়ানী মামলার নমুনা
- দেওয়ানী রিভিশন
- পারিবারিক সংক্রান্ত
- প্রয়োজনীয় ডকুমেন্ট ড্রাফটিং
- ফৌজদারি আপিল
- ফৌজদারী
- ফৌজদারী
- ফৌজদারী জামিনের বিচারাধীন আপিল
- ফৌজদারী মামলার ড্রাফটিং
- ভুমি জরিপ
- ভূমি জরিপের যন্ত্রপাতি
- রিট হেবিয়াস কর্পাস
- হাইকোর্ট তালিকাভুক্তি পরীক্ষা
©All copyright reserved by 7 minutes Bangla .