সার্টিফিকেট সংশোধনীয় এ্যফিডেভিট । বরিশাল-ঢাকা এর format।

Post No-49

মোকাম বিজ্ঞ নোটারী পাবলিকের কালর্যায়, বরিশাল

এ্যাফিডেভিট

(কন্যার JSC, SSC ও HSC পরীক্ষার মূল সনদপত্র সহ যাবতীয় পত্রাদিতে পিতা ও মাতার নাম সংক্রান্ত)

আমি মোঃ ———-, (MD—————), পিতা- —–, মাতা- —–, জন্ম তারিখঃ ০০/০০/০০০০ ইং, সাং- —-, ডাকঘরঃ —–, উপজেলাঃ —–, জেলাঃ —-। পেশা- ব্যবসা, জাতী- মুসলিম, ধর্ম- ইসলাম, জাতীয়তা- বাংলাদেশী। এনআইডি নাম্বার- ০০০০০০০০০০০০০০। 

এই মর্মে আইনতঃ প্রতিজ্ঞা পূর্বক ঘোষনা প্রদান করিতেছি যে, ——–, পিতা- ——- (MD. —————–),মাতা- মোসাঃ ——-,(MST—————-), সাং- ——, ডাকঘর- ———, উপজেলা- ———-, জেলা- ——- আমার কন্যা ইহাই আমার ঘোষনা।

আমার কন্যা ——– উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অধীন ০০০০ সালে অনুষ্ঠিত ঔঝঈ পরীক্ষায় বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হইতে অংশ গ্রহন করিয়া GPA-৪.১০ পেয়ে উর্ত্তীণ হইয়াছে। তাহার  JSC পরীক্ষার রোল নং- ০০০০, রেজিষ্ট্রেশন নম্বর- ০০০০০০০০০০০০, কেন্দ্র বরিশাল -৩২০।

আমার কন্যা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অধীন ০০০০ সালে অনুষ্ঠিত SSC পরীক্ষায় বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হইতে অংশ গ্রহন করিয়া GPA-০০০ পেয়ে উর্ত্তীণ হইয়াছে। তাহার  SSC পরীক্ষার রোল নং- ০০০০০০, রেজিষ্ট্রেশন নম্বর- ০০০০০০০০, শিক্ষাবর্ষ ০০০০-০০ কেন্দ্র বরিশাল -৩২০।

আমার কন্যা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অধীন ০০০০ সালে অনুষ্ঠিত HSC পরীক্ষায় অংশ গ্রহন করিয়া GPA-০০০ পেয়ে উর্ত্তীণ হইয়াছে। তাহার  HSC পরীক্ষার রোল নং- ০০০০০, রেজিষ্ট্রেশন নম্বর- ০০০০০০০, শিক্ষাবর্ষ ০০০০-০০ কেন্দ্র বরিশাল -৩২০।

আমার কন্যার JSC, SSC ও HSC পরীক্ষার মূল সনদপত্র সহ সকল পত্রাদিতে তার পিতার নাম ভুলবশত (———) ও মাতার নাম ভুলবশত (————-) লিপিবদ্ধ হইয়াছে। পকৃতপক্ষে তার পিতার নাম হইবে মোঃ ——— (MD. ———-) ও মাতার নাম হইবে মোসাঃ ———, (MST ———–) ইহা সত্য এবং সঠিক। সেই মতে আমার কন্যার JSC, SSC ও HSC মুল সনদসহ সকল পত্রাদি সংশোধন হওয়া একান্ত আবশ্যক হইতেছে। ইহাই আমার ঘোষনা।

সত্যপাঠ

অত্র এ্যাফিডেভিটের লিখিত যাবতীয় বিবরণাদি আমার জ্ঞান ও বিশ^াস মতে সত্য। অত্র সত্যতায় আমি সেচ্ছায় স্ব-জ্ঞানে সুস্থ শরীরে সবল মনে অন্য কাহারো প্ররোচনা ব্যতিরেকে নিজ নাম সহি সম্পাদন করিলাম।

ঘোষানাকারীর স্বাক্ষরঃ

ঘোষনাকারী আমার সম্মুখে উপস্থিত হইয়া এফিডেভিটে সহি সম্পাদন করিলাম।

এ্যাডভোকেট

জজ কোর্ট, বরিশাল।