স্থাবর সম্পত্তিতে স্বত্ব ঘোষণার প্রার্থনা।

Post No-44

মাননীয়,

            দাগনভূঞা সিনিয়র সহকারী জজ আদালত, ফেনী

             জেলা- ফেনী।

            স্থাবর সম্পত্তিতে স্বত্ব ঘোষণার প্রার্থনা।

তায়দাদ মং

১। মোঃ000000,                                         

২। মোঃ000000,                                              

সর্ব পিতা- 000000- 0000000, থানা- দাগনভূঁঞা, জেলা- ফেনী।

—— বাদী

—- বনাম —-

১। 00000000,

২। 0000000,

৩ । 00000000,

৪। 000000000

৫। 00000

৬। 00000000

৭। ফরিদ উদ্দিন,

৮। 0000000

সর্ব পিতা- 000000000 সাং-00000, ডাকঘর- 000000000, থানা- দাগনভূঁঞা, জেলা- ফেনী।

৯। কামাল উদ্দিন,

১০। রেহানা আক্তার,

১১। শাহেনা আক্তার,

১২। বিবি কুলছুম,                                                              ——– বিবাদীগণ

নিবেদন এই

১। অত্র আদালতের এলাকাধীন ফেনী জেলার দাগনভূঞা থানাধীন সি.এস/ এস.এ ১৩৭ বি.এস ৫৩নং জায়লস্কর মৌজার সিএস ১৪৫ নং খতিয়ানের ভূমি আন্দরে চারআনা অংশে জান বক্স মালিক ছিলেন, উক্ত খতিয়ানের ১৯০৮ দাগের ৭ডিং এবং ১৮৮৫ দাগের ৩ডিং ভূমিতে খতিয়ানের মন্তব্য কলামের লিপিমতে জানবক্স একক দখলকার ছিলেন। জানবক্স মৃত্যুকালে নুরুলহক, আবদুর রব, নুরুল আমিন, নুরের জামান ও আবদুল কাদেরকে ৫ পুত্র ওয়ারিশ রাখিয়া গেলে ১৯০৮ দাগের ৭ডিং আন্দরে প্রত্যেক পুত্র ১.৪০ ডিং এবং ১৮৮৫ দাগে ৩ডিং আন্দরে প্রত্যেক পুত্র ০.৬০ ডিং হারে মালিক হন। তত্বস্থায় ১১/১১/১৯৫৮ ইং তারিখে ৪৯৯৩ নং এওজ দলিল মূলে নুরুল হক ও আবদুর রব তাহাদের মালিকানাধীন ১৯০৮ দাগের ২.৮০ ডিং এবং ১৮৮৫ দাগে ০.৬০ ডিং ভূমি নুর আহম্মদ ও মকবুল আহম্মদকে এওজ প্রদান করেন। নুরুল আমিন বিগত ২৫/০৪/১৯৫৯ইং তারিখ ২৫০৫ নং ছাপ কবলা মূলে ১৯০৮ দাগের ১.৪০ ডিং ১৮৮৫ দাগের ০.৬০ ডিং ভূমি নুর আহম্মদ গং ৪ জনের নিকট বিক্রি করেন। উক্তরূপে নুর আহম্মদ মকবুল আহম্মদ এবং তাদের অপর দুই ভ্রাতা ১৯০৮ দাগের ৪.২০ ডিং ১৮৮৫ দাগের ১.২০ ডিং ভূমিতে মালিক হইয়া পারিবারিক আপোষে বাদীগণকে উক্ত ভূমি এককভাবে দখল প্রদান করিলে বাদীগণ তাহাতে বসতবাড়ীর কাছারীঘরের সামনের উঠান হিসাবে ভোগ দখলে রহিয়াছেন। বাদীগণ বিএস জরিপ সমসাময়িককালে প্রবাসে থাকায় নালিশী ভূমি বিবাদীগণ অন্যায়ভাবে তাহাদের নামীয় বি.এস ১৩৮ খতিয়ানে ৪৩৯৫ দাগ স্বরূপ সাবেক ১৯০৮ দাগে বাদীগণের মালিকানাধীন ৪.২০ ডিংসহ ৭ ডিং ভূমি এবং বি.এস ১০০৯ নং খতিয়ানে ৪৩৭৯ দাগ স্বরূপ সাবেক ১৮৮৫ দাগে বাদীগণের মালিকানাধীন ১.২০ ডিংসহ ১.৩৭ ডিং ভূমি রেকর্ড করাইয়া রাখায় বাদীগণের স্বত্ত্বের উপর কালিমা আরোপিত হইয়াছে বিধায় বাদীগণ স্বীয় স্বত্ব ঘোষণার প্রার্থনায় অত্র মামলা আনয়ন করিতে বাধ্য হইয়াছেন।

২।  নালিশী ভুল রেকর্ডমূলে বিবাদীগণ নালিশীভূমিতে মালিকানা দাবী করায় নালিশী খতিয়ান সমূহের সহিমোহর নকলের জন্য দরখাস্ত দিয়া ২৯/১২/২০১২ইং এবং ০৬/০৬/২০২৩ইং তারিখ নকল প্রাপ্ত হইয়া সঠিকভাবে অবগত হওয়ায় উক্ত তারিখ সমূহে মামলার কারণ উদ্ভব হইয়াছে। নালিশী ভূমির অনুমান মূল্য ৩,০০,০০০/- তায়দাদ ধরিয়া ঠিকা মং- ৩০০/- কোর্ট ফিযুক্তে অত্র মামলা দায়ের করা হইল।

অতএব বাদীগণ বিনীতভাবে প্রার্থনা করেন যে,

ক) নিম্ন তফছিল বর্ণিত ভূমিবাবত বাদীগণের স্বত্বঘোষণার ডিক্রি দানের;

খ) সম্যক ব্যয় প্রতিযোগী বিবাদীগণের বিরুদ্ধে ডিক্রি দানের;

গ) আদালতের ন্যায় বিচারে বাদীগণ আর যে যে উপকার বা প্রতিকার যতটুকু পাইতে পারেন তদমর্মে ডিক্রি দানের;

তফছিল নালিশী ভূমির পরিচয়

ফেনী জেলার দাগনভূঞা থানাধীন সি.এস/ এস.এ ১৩৭ বি.এস ৫৩ নং জায়লস্কর মৌজার সি.এস ১৪৫ এস এ ১৪৮ বি.এস ১৩৮ খতিয়ানের সাবেক ১৯০৮ হাল ৪৩৯৫ দাগ ভিটি ৭ডিং আন্দরে ৪.২০ ডিং যাহার উত্তরে চলাচলের পথ, দক্ষিণে— ইছমাইল গং, পূর্বে- ইছমাইল গং, পশ্চিমে- বাদীগণ, কাছারীঘর। বি.এস ১০০৯ নং খতিয়ানের সাবেক ১৮৮৫ হাল ৪৩৭৯ দাগ ১.৩৭ ডিং আন্দরে ১.২ ডিং যাহার উত্তরে- বিবাদী ফরিদ গং, দক্ষিণে- চলাচলের রাস্তা, পূর্বে- চলাচলের রাস্তা, পশ্চিমে- বাদীগণ।

সত্যপাঠ

অত্র দরখাস্তের যাবতীয় বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাসমতে সত্য। অত্র সত্যতা ও শুদ্ধস্বীকারে নিম্নে নিজ নাম স্বাক্ষর করিলাম।

Unique Flag Counter