হাজতী আসামী/প্রার্থীপক্ষে অন্তবর্তীকালীন জামিনের দরখাস্ত। মিস কেস।

হাজতী-আসামীপ্রার্থীপক্ষে-অন্তবর্তীকালীন-জামিনের-দরখাস্ত।-মিস-কেস।

Post No-55

মাননীয়,

        দায়রা  জজ  আদালত ,  ফেনী

                জেলা- ফেনী।

ফৌজদারী বিবিধ মামলা নং-      / ২০২১ইং

ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১১(গ)/৩০ ধারা।

মোঃ দ্বীন ইসলাম

                                ………………… প্রার্থী/আসামী।

          বনাম

           রাষ্ট্র

                                                                                 ………………… প্রতিপক্ষ/বাদী

বিষয়ঃ  হাজতী আসামী/প্রার্থীপক্ষে অন্তবর্তীকালীন জামিনের প্রার্থনাঃ

নিবেদন এই,

আসামী/প্রার্থী সম্পূর্ণ নির্দোষ এবং অপরাধজনক কোন কাজ করে নাই। আসামী ফেনী শহরের ইসলামপুর রোড়স্থ্ একজন ইলেকট্রনিক্স্‌ ব্যবসায়ী।  আসামী এবং অত্র মামলার এজহারকারিনী পরস্পর স্বামী-স্ত্রী হয়। আসামীর সহিত বাদীর ইসলামী শরিয়া ও সামাজিক রীতিনীতি অনুযায়ী গত ২৬/১১/২০২০ইং সনে বিবাহ হয় । আসামীর নাকে সাইনোসাইটিসের সমস্যার কারণে আসামীর নাক প্রায়সই বন্ধ হইয়া থাকে ফলে বিষণ মাথা ব্যাথার সৃষ্টি হয় এমতাবস্থায় প্রত্যেক সকাল বেলা গরম পানি ও কিষ্টালের চেকা নিতে হয়। আসামীর ঠাণ্ডাজনিত সমস্যার কারণে জেল হাজতে প্রায়সই রাতে প্রচন্ড জ্বর আসে। এছাড়া আসামী অনেক লোন নিয়া একটি ইলেকট্রনিক্সে পর্ণের ব্যবসা প্রতিষ্ঠান করিয়াছে। আসামীর অনুপস্থিতে তাহার ব্যবসার লোকসানসহ আসামীর পরিবার অনাহারে দিনানিপাত করিতেছে। বিগত ৩০/০৭/২০২১ইং তারিখে আসামীর সহিত এজহারকারী/বাদী পিত্রালয়ে বেড়াতে যায় এবং আসামী বাদীকে তাহার পিত্রালয়ে রাখিয়া আসামী তাহার কর্মস্থলে চলিয়া আসে। পরবর্তীতে বারংবার স্বামীগৃহে আনিবার চেস্টা করা শর্তেও বাদিনী স্বামীগৃহে আসে নাই।  কিন্তু এজহারে ঘটনার তারিখ দেখানো হয় ১৭/১০/২০২১ইং তারিখে, যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এজাহারকারী শুধুমাত্র আসামীকে হয়রানী করার জন্য অত্র মামলায় আনায়ন করিয়াছে। এজাহারকারী সম্পূর্ণ মিথ্যা উক্তিতে আসামী/প্রার্থীসহ তদ পিতামাতার বিরুদ্ধে থানায় অত্র মামলা দায়ের করিলে মামলা সম্পর্কে অবগত হওয়ার পূর্বেই বিগত ২১/১০/২০২১ইং তারিখে পুলিশ আসামী/প্রার্থীকে ধৃত করিয়া বিজ্ঞ আদালতে ফরওয়ার্ড করে। বিজ্ঞ নিম্নাদালতে ২৪/১০/২০২১ইং তারিখে আসামী/প্রার্থীর জামিনের প্রার্থনা না-মঞ্জুর হওয়ার প্রেক্ষিতে আসামী/প্রার্থী বিজ্ঞ আদালতে জামিনের প্রার্থনা আনায়ন করিয়াছে। উক্ত প্রার্থনা শুনানী সাপেক্ষে আসামী/প্রার্থীপক্ষে অত্র অন্তর্বর্তীকালীন জামিনের প্রার্থনা আনায়ন করা হইতেছে। অত্রসঙ্গে ফিরিস্তিযোগে আসামী/প্রার্থীর জন্ম সনদ ও ব্যাবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সংযুক্ত করা হইল।

       অতএব, বিনীত প্রার্থনা এই যে, উপরোক্ত বর্ণিত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে অত্র হাজতি আসামী/প্রার্থীকে প্রার্থনামতে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তির আদেশ দানে  বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়।  ইতি/ তাং-

Unique Flag Counter