Post- 152
নাছের উদ্দিন মিয়াজী
এল.এল.বি অর্নাস এল এল এম
অ্যাডভোকেট জজ
জজ কোর্ট ফেনী
কোর্ট বা চেম্বার
রুম নং ১, ২য় তলা, আইনজীবী ভবন, জজ কোর্ট ফেনী।
রুম ১২, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ট্যাংক রোড় ফেনী।
মোবাইল: ০১৮১২-৯৯৩৭৬১
০১৭৫০-১৪১১৩৪
লিগ্যাল নোটিশ
হস্তান্তরযোগ্য দলিল আইন,১৮৮১ এর ১৩৮ ধারা মতে…
প্রেরক- শরীফুল ইসলাম ভূঁইয়া,
পিতাঃ- অহিদ উল্লাহ ভূঁইয়া,
গ্রামঃ- পাঠানগড়, পাঠান নগর-৩৯০০,
থানাঃ- ছাগলনাইয়া, জেলাঃ- ফেনী ।
…………নোটিশ দাতা
প্রাপক- মোঃ হায়দার আলী,
পিতাঃ- মৃত ছনেমুদ্দীন,
গ্রামঃ- আজিজপুর, পোঃ- কাউয়ামারী – ৫৫৪০,
থানাঃ- পাটগ্রাম, জেলাঃ- লালমনিরহাট।
(আইডিঃ ৩০১১৪৭৬৯৩১১১৪)
…………নোটিশ গ্রহীতা
বিষয়ঃ- বিগত ১৫/১২/২০১৯ ইং তারিখে প্রদত্ত চেক নং NCC/SB S5427448 (160520583) এর বর্ণিত টাকা পরিশোধের জন্য হস্তান্তরযোগ্য দলিল আইন ১৮৮১ এর ১৩৮ ধারার বিধান মোতাবেক নোটিশ।
জনাব,
আমি আমার উপরোক্ত মক্কেলের পরামর্শ মতে অত্র নোটিশের মাধ্যমে আপনাকে জানাইতেছি যে,
১। আপনি এসবিএম (শান্তির বাজার ব্রিক্স), উত্তর কুহুমা, ছাগলনাইয়া, ফেনী তে মাঝি হিসাবে দায়িত্বে থাকাকালীন আমার উপরোক্ত মক্কেলের সহিত আপনার সুসম্পর্ক গড়িয়া উঠে। আপনি বিগত ১২/০৩/২০১৯ইং তারিখ আমার মক্কেলকে ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ) ইট ভাটা থেকে বাহির (আনলোড) করিয়া দিবেন মর্মে অগ্রীম অর্থ প্রদানের জন্য অনুরোধ করিয়াছেন। আমার মক্কেল আপনাকে সরল বিশ্বাসে পঞ্চাশ লক্ষ ইট আনলোড করিয়া দেওয়ার শর্তে ১৩,৭০,০০০/- (তের লক্ষ সত্তর হাজার) টাকা ১৬/০৩/২০১৯ইং তারিখ নগদে অগ্রীম প্রদান করিয়াছেন।
২। অতঃপর আমার মক্কেলের সাথে তিন মাসের মধ্যে পঞ্চাশ লক্ষ ইট আনলোড করিয়া দেওয়ার চুক্তি থাকা শর্তেও দিমু দিচ্ছি করিয়া গড়িমসি করিয়া ঘুরাইয়াছেন। এমতাবস্থায় আমার মক্কেল আপনাকে উক্ত টাকা ফেরত দেওয়ার জন্য বার বার অনুরোধ করিলে আপনি বিগত ১৫/১২/২০১৯ইং তারিখ আপনার এনসিসি ব্যাংক এর আপনার নিজ নামীয় একাউন্ট নাম্বার ০৩৭০৩১০০৫০৫৭৩ এর একটি চেক প্রদান করিয়াছেন।
৩। অতঃপর আমার মক্কেল আপনার দেয় চেকটি নগদানের জন্য সোনালী ব্যাংক ছাগলনাইয়া শাখায় উপস্থাপন করিলে বিগত ১১/০২/২০২০ইং তারিখে ব্যাংক কর্তৃপক্ষ একটি স্লিপ মারফত আমার মক্কেলকে জানাইয়া দেন যে, সংশ্লিষ্ট হিসাব নম্বরে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। ফলে আমার উক্ত মক্কেল মোবাইল ফোন মারফত বিষয়টি আপনাকে অবহিত করিয়াছেন এবং উক্ত চেকে বর্ণিত টাকা পরিশোধ করিবার জন্য আমার মক্কেল আপনাকে বারংবার তাগিদ দেন ও বিনীতভাবে অনুরোধ করেন। কিন্তু আপনি আমার মক্কেলের কোন কথায় কর্ণপাত করেন নাই।
অতএব, আমার মক্কেল নিরুপায় হইয়া অদ্য ০৩/০৩/২০২০ইং তারিখে আপনার বরাবরে এইমর্মে নোটিশ করিতেছেন যে, আপনি অত্র নোটিশ প্রাপ্তির ৩০(ত্রিশ) দিনের মধ্যে চেকে বর্ণিত ১৩,৭০,০০০/- টাকা পরিশোধ করিবেন। অন্যথায় উক্ত মেয়াদ অন্তে আমার মক্কেল আপনার বিরুদ্ধে হস্তান্তরযোগ্য দলিল আইন, ১৮৮১ (N.I. Act 1881) এর বিধানমতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী মামলা দায়ের করিতে বাধ্য হইবে এবং এর যাবতীয় ঝুঁকি ও দায়–দায়িত্ব আপনাকেই বহন করিতে হইবে।
নাছের উদ্দিন মিয়াজী
অ্যাডভোকেট
জজ কোর্ট, ফেনী
Our Official facebook id : https://www.facebook.com/landcalculation
Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla
Our Official Playstore ID: https://play.google.com/store/apps/dev?id=4698126341534001801
Our Official Apps: https://play.google.com/store/apps/details?id=com.landbookbangla.miazi
- Advocate Enrollment Preparation
- Aminship Math
- Aminship Theory
- Bar Enrollment Preparation
- Civil Case Drafing
- Criminal Case Drafting
- Family Case Drafting
- High Court Enrollment Preparation
- Income Tax
- Land Survey Study
- Law and Rules
- Necessary Document (Daily Life)
- Others Case Drafting
- Product Review
- Uncategorized
- অন্যান্য মামলার ড্রাফটিং
- অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট প্রস্তুতি
- আইন-কানুন
- আমিনশীপ গনিত প্রশিক্ষণ
- আমিনশীপ থিউরি
- আয়কর
- দেওয়ানী মামলার নমুনা
- নিম্ন আদালত তালিকাভুক্তি পরীক্ষা প্রস্তুতি
- পারিবারিক সংক্রান্ত
- প্রোডাক্ট রিভিউ
- প্রয়োজনীয় দৈনন্দিন কাগজপত্র
- ফৌজদারী মামলার ড্রাফটিং
- ভুমি জরিপ
- হাইকোর্ট তালিকাভুক্তি পরীক্ষা প্রস্তুতি
বাংলাদেশ ফরম নং-৩৮৫৭