Post 153
১৯৬১ ইং সনের মুসলিম শরিয়তের বিধানমতে তালাকের নোটিশ
মাননীয়
চেয়ারম্যান
৫নং ভান্ডারকোট ইউনিয়ন পরিষদ,
পোঃ ভান্ডারকোট ৯২৬০, থানা-বটিয়াঘাটা, জেলা- খুলনা ।
—–নোটিস গ্রহীতা
রাবেয়া আক্তার, পিতাঃ ফাকির শেখ, মাতাঃ আছিয়া বেগম, সাং- বিরিঞ্চি- মকবুল আহাং রোড, ফেনী পৌরসভা, থানা-ফেনী সদর, জেলা-ফেনী।
—– নোটিশ দাতা ।
বিষয়ঃ তালাক নোটিশ ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্স স্বাক্ষরকারী আপনার বরাবরে এই মর্মে অত্র তালাক নোটিশ প্রদান করিতেছি যে, আপনার ইউনিয়নস্থ মোঃ কামাল শেখ, পিং- মোঃ রহমান শেখ, সাং- ভান্দরকোর্ট, ডাকঘর-ভান্ডারকোট, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা এর সহিত ২,০০,০০০/- (দুই লক্ষ ) টাকা দেনমোহরানা ধার্যে রেজিষ্ট্রিকৃত কাবিননামা মূলে বিগত ১৯/০৫/২০১৭ইং তারিখে ইসলামী শরা-শরিয়ত ও সামাজিক রীতি-নীতি মোতাবেক আমার বিবাহ হয়। বিবাহের পর বুঝিতে পারিলাম, আমার স্বামী একজন প্রতারক, বখাটে, যৌতুক লোভী, চরিত্রহীন ও নেশাগ্রস্থ লোক । সে মাতাল হইয়া রাত্র করিয়া ঘরে ফিরিয়া আমাকে প্রায় সময় মারধর করিত। আমি আমার ভবিষৎত সুখের কথা ভাবিয়া তাহার এসব মারধর ও অত্যাচার নির্যাতন নিরবে সহ্য করিয়া আসিতেছি। সে সার্বক্ষনিক অসামাজিক কাজে লিপ্ত থাকিত। সে তার কোন জীবিকা-কর্ম ঠিকভাবে করিতনা বরং যখন তখন যৌতুকের জন্য গালাগাল করিয়া আসিতেছে। তাহার সকল অত্যাচার ও নির্যাতন আমি বর্তমানে পিতার গলগ্রহ হইয়া আছি। সে আমার কোনরূপ খোঁজ খবর রাখে না, ঠিকমত ভরণ পোষন প্রদান করে না। প্রায় সময় আমাকে ও আমার পিতা-মাতাকে অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া থাকে। আমি অনেক বুঝাইয়াছি, কিন্তু সে ভাল পথে আসেনা। এমতাবস্থায় আমি ভবিষৎত চিন্তা করিয়া দেখিয়াছি যে, তাহার সাথে আমার দাম্পত্য জীবন অতিবাহিত করা সম্ভব নহে।
আমি আমার কাবিনের অর্পিত ক্ষমতা বলে আমার স্বামী মোঃ আজিম শেখ কে অদ্য ০৬/০১/২০২১ইং তারিখ স্বাক্ষীগণের উপস্থিতিতে ১/২/৩ তালাকে তৌফিজ বলে তালাক প্রদান করিলাম। অদ্য হইতে সে আমার স্বামী নহে এবং আমিও তাহার স্ত্রী নহে। ভবিষৎতে এইরূপ কেহ দাবী করিতে পারিবে না। দাবী করিলে আইনগত ভাবে তাহা অগ্রাহ্য বলিয়া গণ্য হইবে।
এতদ্বার্থে, স্বেচ্ছায় স্বজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় অত্র তালাকের নোটিশ সম্পাদন করিয়া দিলাম। ইতি/তাং- ০৬/০১/২০২১ইং ।
রাবেয়া আক্তার,
পিতাঃ ফাকির শেখ, মাতাঃ আছিয়া বেগম, সাং- বিরিঞ্চি- মকবুল আহাং রোড, ফেনী পৌরসভা, থানা-ফেনী সদর, জেলা-ফেনী।
স্বাক্ষীগণের স্বাক্ষরঃ
১।
২।
অনুলিপিঃ
১। মোঃ কামাল শেখ, পিং- মোঃ রহমান শেখ, সাং- ভান্দরকোর্ট, ডাকঘর-ভান্ডারকোট, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা।
২। চেয়ারম্যান, ৫নং ভান্ডারকোট ইউনিয়ন পরিষদ, পোঃ ভান্ডারকোট ৯২৬০, থানা-বটিয়াঘাটা, জেলা- খুলনা ।
Our Official facebook id : https://www.facebook.com/landcalculation
Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla
Our Official Playstore ID: https://play.google.com/store/apps/dev?id=4698126341534001801
Our Official Apps: https://play.google.com/store/apps/details?id=com.landbookbangla.miazi
- Advocate Enrollment Preparation
- Aminship Math
- Aminship Theory
- Bar Enrollment Preparation
- Civil Case Drafing
- Criminal Case Drafting
- Family Case Drafting
- High Court Enrollment Preparation
- Income Tax
- Land Survey Study
- Law and Rules
- Necessary Document (Daily Life)
- Others Case Drafting
- Product Review
- Uncategorized
- অন্যান্য মামলার ড্রাফটিং
- অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট প্রস্তুতি
- আইন-কানুন
- আমিনশীপ গনিত প্রশিক্ষণ
- আমিনশীপ থিউরি
- আয়কর
- দেওয়ানী মামলার নমুনা
- নিম্ন আদালত তালিকাভুক্তি পরীক্ষা প্রস্তুতি
- পারিবারিক সংক্রান্ত
- প্রোডাক্ট রিভিউ
- প্রয়োজনীয় দৈনন্দিন কাগজপত্র
- ফৌজদারী মামলার ড্রাফটিং
- ভুমি জরিপ
- হাইকোর্ট তালিকাভুক্তি পরীক্ষা প্রস্তুতি