157

Post-157

বরাবর,

নোটারী পাবলিকের কার্যালয়,

ফেনী- বাংলাদেশ।

বিবাহের ঘোষণাপত্র

আমরা (১) আবু সুফিয়ান সোহাগ, পিতা- মোঃ জামাল মিয়া, মাতা- শরিফা খাতুন, সাং- প্রতাপপুর, ডাকঘর- প্রতাপপুর, থানা- দাগনভূঁঞা, জেলা- ফেনী, জন্ম তারিখ- ১১/০২/২০০১ইং, ধর্ম- ইসলাম, জাতীয়তা- বাংলাদেশী, জাতীয় পরিচয়পত্র নং- ৯১৭২২৭৩৬৬৭।

(২) নেহা আক্তার, পিতা- রহিম উদ্দিন, মাতা- নাছিমা খাতুন, সাং- কাজীর হাট, ডাকঘর- বগাদানা, থানা- সোনাগাজী, জেলা- ফেনী, জন্ম তারিখ- ০১/০২/২০০২ইং, ধর্ম- ইসলাম, পেশা- গৃহিনী, জাতীয়তা- বাংলাদেশী, জন্ম নিবন্ধন নং- ২০০২৩০১৯৪১৯০০৫০৮৭।

আমরা শপথ পূর্বক ঘোষণা করিতেছি যে,

১) আমরা উভয়ে পরিবারের সম্মতিক্রমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্তে উপনীত হই।

২) আমরা পরিবারের আত্মীয় স্বজনের উপস্থিতিতে ও অভিভাবকের সম্মতিতে উভয় পক্ষের আলাপ আলোচনা ও সিদ্ধান্ত মোতাবেক পরস্পর পরস্পরকে বিবাহ করিয়া দাম্পত্য জীবন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়াছি।

৩) আমরা স্বাক্ষীগনের মোকাবেলায় ইসলামী শরা-শরিয়ত মোতাবেক কলেমা পড়িয়া অদ্য স্বাক্ষীদের মোকাবেলায় বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম। অদ্য ০৭/০৩/২০২৪ইং হইতে আমরা ইসলামী শরা-শরিয়ত মোতাবেক স্বামী ও স্ত্রী। আমাদের বিবাহের দেন মোহর ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা উসুল স্বাব্যস্তে আমরা উভয়ে কাজী অফিসে উপস্থিত হইয়া স্বাক্ষীগনের সম্মুখে আমাদের বিবাহের কাবিন রেজিস্ট্রি করিয়া নিলাম।

৪) আমি ০১ নং ঘোষণাকারী ০২ নং ঘোষণাকারীনি কে আমার স্ত্রী হিসাবে পূর্ণ মর্যাদা দিয়া স্ব- সম্মানে আমার সংসারে নিয়া যাইব। তাহার যাবতীয় হক ও অধিকার পূরণ করিতে সর্বদা সচেষ্ট থাকিব। তাহাকে কারনে অকারনে যৌতুকের দাবীতে কোন প্রকার শারীরিক কিংবা মানসিক ভাবে অত্যাচার নির্যাতন করিব না। আমার স্ত্রী কে নিয়া সুখে শান্তিতে ঘর সংসার করিব।

৫) আমি ০২ নং ঘোষনাকারী ঘোষণা করিতেছি যে, ১ নং ঘোষনাকারীর যাবতীয় আদেশ নিষেধ মানিয়া চলিবো। তাহার হক যথাযথভাবে আদায় করিব।

৬) আমরা ১ ও ২ নং ঘোষণাকারী সম্পূর্ণ স্বেচ্ছায়, স্বজ্ঞানে, অন্যের বিনা প্ররোচনায় উভয় পক্ষের পারিবারিক সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম।

৭) আমি ০২ নং ঘোষণাপত্র প্রদানকারী সম্পূর্ণ স্বেচ্ছায় ও স্বজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় ০১ নং ঘোষণাপত্র প্রদানকারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম। অত্র বিবাহ বন্ধনে আমাকে কেউ কোন প্রকার চাপ সৃষ্টি করে নাই ।

স্বাক্ষীগণের স্বাক্ষর:

০১।

০২।

 

সত্যপাঠ

অত্র ঘোষণাপত্রের যাবতীয় বিবরন সত্য অত্র সত্যতায় নিজ নাম স্বাক্ষর করিলাম

১।

২।

ঘোষণা প্রদানকারীগণের স্বাক্ষর

অ্যাডভোকেট