159

Post-159

বাংলাদেশ ফরম নং-৩৮৫৭

দেওয়ানী মামলা নং-৯৬/২৩

হাইকোর্ট ক্রিমিনাল ফরম নং (এম) ৮৩-বি

জবান বন্দি লিখিবার ধারা

আন্দাজী

*আবশ্যকমতশব্দ

উঠাইয়া দাও

বয়স্ক র

আইনের বিধানমত শপথ বা

অদ্য সন ২০ সালের

আমার নাম- সাহেনা আক্তার

আমার পিতার নাম- মৃত নছির আহাম্মদ

আমি জাতিতে- মুসলমান

জেলা- ফেনী।

জবানবন্দি সন ১৮৭৩ খ্রিষ্টাব্দের ১০

প্রতিজ্ঞা পূর্বক আমি  র সমক্ষে

তারিখে গৃহীত হই।

আমার বাসস্থান- উত্তর সতর

জেলা- ফেনী

পুলিশ স্টেশন- ছাগলনাইয়া

আমি অত্র মামলার ১নং বাদী।২-৪নং বাদীগণ আমার বোন। ৫নং বাদী আমার মাতা। আমি সবার পক্ষ হতে আমার জবানবন্দি প্রদান করিলাম।অত্র আদালতের অর্ন্তগত উত্তর সতর মৌজার বি,এস ৫৬১নং খতিয়ানের বিএস ৫৫৫ দাগে ৯ শতক, বিএস ৫৬৪ দাগে ১৫ শতক, ৫৬৬ দাগে ৯ শতক, বিএস ৫৬৮ দাগে ১৯ শতক, বিএস ৫৮৯ দাগে ১০ শতক, বিএস ৫৯১ দাগে ৮ শতক, বিএস ৫৯২ দাগে ১৫ শতক, বিএস ৫৯৩ দাগে ০৫ শতক, বিএস ৫৯৪ দাগে ০৫ শতক, বিএস ৬১৩ দাগে ০৬ শতক একুনে ১০১ শতক ভূমিতে খতিয়ানের রেকর্ডীয় ব্যক্তি হিসাবে সোলতান আহাম্মদ, মঞ্জু মিয়া, নাছির আহাম্মদ মালিক দখলকার। রেকর্ডীয় ব্যক্তিগনের প্রত্যেকে সমান অংশে ৩৩.৬৬ ডিং ভূমিতে মালিক দখলকার ছিলেন। নাছির আহাম্মদ ৩৩.৬৬ ডিং ভূমিতে মালিক থাকিয়া মৃত্যুকালে ৫নং বাদী আনোয়ারা বেগম কে স্ত্রী,১/২নং বিবাদী আবদুর রহমান ও মফিজুর রহমানকে ২ পুত্র, সাজেদা আক্তার, রিনা আক্তার, রহিমা আক্তার ও আমাকে ১-৪নং বাদীকে চার কন্যা ওয়ারিশ রাখিয়া যায়। নাছির আহাম্মদের ত্যাজ্যবিত্তে স্ত্রী ৫নং বাদী আনোয়ারা বেগম ৪.২০ ডিং, সাজেদা আক্তার, রিনা আক্তার, রহিমা আক্তার ও আমি ১-৪নং বাদী প্রত্যেক কন্যা ৩.৬৮ ডিং, আবদুর রহমান ও মফিজুর রহমান ১/২নং বিবাদী প্রত্যেক পুত্র ৭.৩৭ ডিং  ভূমিতে মালিক দখলকার হয় ও আছে। আমি ৩.৬৮ডিং ভূমিতে মালিক আছি। ২নং বাদী

৩.৬৮ ডিং ভূমিতে মালিক আছে। ৩নং বাদী ৩.৬৮ ডিং ভূমিতে মালিক আছে। ৪নং বাদী ৩.৬৮ ডিং ভূমিতে মালিক আছে। ৫নং বাদী ৪.২০ ডিং ভূমিতে মালিক আছে। আমরা ১-৫নং বাদী ১৮.৯২ ডিং ভূমিতে মালিক দখলকার হইয়া বিবাদীগন ও এলাকার সর্ব সাধারণের জানা ও দেখামতে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করিয়া আসিতেছি। আমার এবং ২-৫নং বাদীগনের সাথে বিবাদীগনের কোন সীমানা যুক্তে পাকাপাকি বন্টন বা সীমানা চৌহুদ্দী নাই। পাকাপাকি বন্টন বা সীমানা চৌহুদ্দী না থাকায় আমার এবং ২-৫নং বাদীগনের সাথে বিবাদীগনের ঝগড়া বিবাদ লাগিয়া রহিয়াছে। আমি এবং ২-৫নং বাদীগন বিবাদীগনকে আপোষে বন্টনের কথা বলিলে বিবাদীগন আমাদেরকে ১৮.৯২ ভূমি বাবদ বন্টন দিতে অস্বীকার করে। আমরা সর্বশেষ বিগত ১৪/০৭/২০২৩ ইং তারিখে বিবাদীগনের নিকট বন্টনের তলব করি এবং বিবাদীগন বন্টন করিতে অস্বীকার করেন। নালিশী ১৮.৯২ডিং ভূমির মূল্য ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা।আইনের বিধানমতে যথাযথ কোর্ট ফি দাখিল করিয়াছি। আমি এবং ২-৫নং বাদীগন ফেনী জেলার ছাগলনাইয়া থানার উত্তর সতর মৌজার বিএস ৫৬১নং খতিয়ান ফিরিস্তি আকারে দাখিল করিলাম, যাহা প্রদ-     । আমি এবং ২-৫নং বাদীগন ০৫নং মহামায়া ইউনিয়ন পরিষদ প্রদত্ত ওয়রিশ সনদ পত্র দাখিল করিলাম , যাহা প্রদ-   । আমি এবং ২-৫নং বাদীগন প্রার্থীত মতে বন্টন পাইবার আইনত হকদার ও অধিকারী।

ইহাই আমার জবানবন্দি।