ফরমেট দেখতে লিংকটি ফলো করুন

মামলার ফরমেটটি নিচের লিংকে দেখুন, আর মামলার ঘটনা নিচের লিখা মত করে সাজাবেন।

https://lawacademybd.com/দন্ডবিধি-আইনের-৪২০-৫০৬৷৷/

এই আরজিতে মূল বিষয় হলো: বাদিনী জমির মালিক, কিন্তু আসামী গোপনে একটি জাল দলিল (Forged Deed) তৈরি করে সেই ভুয়া দলিলের জোরে বাদিনীর জমি দখল করে নিয়েছে বা নেওয়ার চেষ্টা করছে।


মাননীয়,
        সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট ও ফেনী সদর আমলী আদালত, ফেনী
        জেলা- ফেনী।
সূত্রঃ সি আর              /২০২৩ ইং
রাশেদা আক্তার, স্বামীঃ মোঃ আবুল হাসেম, সাং- তারাকুচা, ডাকঘর- তারাকুচা, থানা- পরশুরাম, জেলা- ফেনী।
………….বাদীনি
বনাম
জোৎস আরা বেগম, স্বামীঃ মৃত আবদুল হক (ছুট্টি মিয়া), সাং- তারাকুচা, ডাকঘর- তারাকুচা, থানা- পরশুরাম, জেলা- ফেনী।
……………আসামী
সাক্ষীগণ
১) বাদীনি নিজ।
২) [সাক্ষীর নাম]
৩) [সাক্ষীর নাম]
                                                                           ………সাক্ষীগণ
১ম ঘটনার সময় ও স্থান
[যে তারিখে জাল দলিলটি তৈরি বা রেজিস্ট্রির কথা শোনা গেছে সেই তারিখ দিন, অথবা জানা না থাকলে লিখুন: বিগত ইং ……………….. তারিখ হতে তৎপরবর্তী সময়]।
স্থান: পরশুরাম সাব-রেজিষ্ট্রি অফিস/আসামীর অজ্ঞাত আস্তানা।
২য় ঘটনার সময় ও স্থান
২৮/০৮/২০২৩ ইং, রোজ সোমবার, বিকাল ৪ ঘটিকা।
ঘটনাস্থল: বাদিনীর স্বত্ব দখলীয় নালিশি ভূমিতে।
ধারাঃ দন্ডবিধি আইনের ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৪- ও ৫০৬(।।) ধারা।
নিবেদন এই যে,
১। অত্র মামলার বাদিনী একজন সহজ, সরল ও শান্তিপ্রিয় গৃহবধূ। বাদিনী পৈত্রিক ও খরিদা সূত্রে মালিক হইয়া দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার তারাকুচা মৌজার সি/এস ৩১৬ নং এবং বি/এস ১৩২ নং খতিয়ানের সাবেক ৫৩০ ও ৫০৯ দাগ এবং হাল বি/এস ২১৫ দাগের মোট ৫৪ শতাংশ ভূমি ভোগ দখল করিয়া আসিতেছেন। পক্ষান্তরে আসামী একজন ভূমিদস্যু, জালিয়াত, পরধনলোভী এবং মামলাবাজ প্রকৃতির মহিলা।
২। আসামী বাদিনীর প্রতিবেশী হওয়ায় বাদিনীর উক্ত নিষ্কণ্টক সম্পত্তির ওপর আসামীর কুনজর পড়ে। আসামী বাদিনীর উক্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পাঁয়তারা করিয়া আসিতেছে। এরই ধারাবাহিকতায় আসামী অসৎ উদ্দেশ্যে বাদিনীকে ঠকানোর মানসে এবং বাদিনীর সম্পত্তি গ্রাস করার হীন উদ্দেশ্যে গোপনে একটি জাল ও ভুয়া দলিল (Forged Document) সৃজন করে।
৩। আসামী অত্যন্ত চতুরতার সাথে বাদিনী বা বাদিনীর কোনো ওয়ারিশের অজ্ঞাতে, ভুয়া দাতা সাজিয়ে/ বাদিনীর স্বাক্ষর জাল করে একটি মিথ্যা দলিল (যার দলিল নং-………… তাং-………… [যদি জানা থাকে বসাবেন, না থাকলে ‘অজ্ঞাত’ লিখবেন]) তৈরি করে। আসামী উক্ত জাল দলিলটি খাঁটি হিসেবে ব্যবহার করে বাদিনীর সম্পত্তিতে মালিকানা দাবি করে এবং বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করে (যাহা দন্ডবিধির ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারার অপরাধ)।
৪। বিগত ২৮/০৮/২০২৩ ইং তারিখে আসামী উক্ত জাল ও ভুয়া দলিলের ক্ষমতাবলে বাদিনীর ভোগ দখলীয় নালিশি ভূমিতে জোরপূর্বক অনাধিকার প্রবেশ করে (দখল করার উদ্দেশ্যে)। বাদিনী ও তাঁর পরিবারের লোকজন বাধা প্রদান করিলে আসামী দম্ভোক্তি করিয়া বলে যে, “এই জমির দলিল এখন আমার নামে, তোরা এখান থেকে নেমে যা।”
৫। বাদিনী যখন আসামীর নিকট উক্ত দলিলের বৈধতা চ্যালেঞ্জ করেন এবং বলেন যে তিনি কখনোই জমি বিক্রি করেননি, তখন আসামী উত্তেজিত হইয়া বাদিনীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আসামী হুমকি দিয়া বলে যে, “এই জাল দলিল দিয়েই আমি জমি খাব, তুই কি করতে পারিস কর।” বাদিনী প্রতিবাদ করিলে আসামী বাদিনীকে মারপিট করার জন্য উদ্যত হয় এবং শাসাইয়া বলে, “এই বিষয় নিয়া বাড়াবাড়ী করিলে বা থানা-পুলিশ করিলে তোকে ও তোর স্বামীকে জানে মারিয়া গুম করিয়া ফেলিব এবং মিথ্যা মামলায় জড়াইয়া হয়রানি করিব” (যাহা দন্ডবিধির ৫০৬(।।) ধারার অপরাধ)।
৬। আসামী বাদিনীর সম্পত্তি গ্রাস করার জন্য যে দলিলটি সৃজন করিয়াছে তা সম্পূর্ণ যোগসাজশী, ভুয়া এবং মূল্যবান জামানত জালিয়াতির শামিল। আসামীর এহেন জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকান্ডের কারণে বাদিনী চরমভাবে ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করিতেছেন।
অতএব,
বিনীত প্রার্থনা এই যে, ন্যায় বিচারের স্বার্থে বাদিনীর অত্র নালিশি দরখাস্তটি আমলে লইয়া আসামীর বিরুদ্ধে দন্ডবিধির ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৪৭ ও ৫০৬(।।) ধারায় অপরাধ আমলে লইয়া গ্রেপ্তারী পরোয়ানা জারি করিতে এবং আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করিতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়।
                           
নিবেদক-
(রাশেদা আক্তার)
তারিখঃ ……………………
অতিরিক্ত টিপস:
দলিল নম্বর: যদি আপনি জানেন যে আসামী কোন দলিল মূলে দাবি করছে (যেমন হেবা দলিল বা সাফকবলা), তবে সেই দলিলের নম্বর ও তারিখ ১নং বা ২নং প্যারায় উল্লেখ করলে মামলা শক্তিশালী হবে।
৪৭১ ধারা: এই ড্রাফটে ‘৪৭১’ ধারাটি যুক্ত করা হয়েছে কারণ ৪৬৭/৪৬৮ ধারায় দলিলটি শুধু তৈরি করা বোঝায়, আর ৪৭১ ধারা বোঝায় সেই জাল দলিলটি সত্য হিসেবে ব্যবহার (Use as genuine) করার অপরাধ। জমি দখলের ক্ষেত্রে এটি খুবই জরুরি।