ওকালত-নামা যোগে যুক্তিতর্কের জন্য সময়ের প্রার্থনা।

মাননীয়,

     নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ফেনী

জেলা- ফেনী।

সূত্রঃ নাঃ শিঃ- ১০২৬/২০২০ইং।

বিবি কাউছার

= বনাম =  

তানভির হাছান গং

………বাদী   

  ……..আসামী

বিষয়ঃ আসামী-পক্ষে যুক্তিতর্কের জন্য সময়ের প্রার্থনা।

নিবেদন এই,

      অদ্য অত্র মামলার ধার্য্য তারিখ বটে। অত্র মামলা যুক্তিতর্কের জন্য ধার্য্য রহিয়াছে। অদ্য জনাব অ্যাডভোকেট নাছের উদ্দিন মিয়াজী ওকালতনামা যোগে নতুন ভাবে নিয়োগ প্রাপ্ত হইয়া হাজির হইয়াছেন। উক্ত মামলার সাক্ষ্য ও কাগজপত্রাদি পর্যালোচনা করিয়া যুক্তিতর্ক শুনানীর জন্য প্রস্তুত হইতে না পারায় সময়ের আদেশ আবশ্যক। নচেৎ আসামীপক্ষের অপূরনীয় ক্ষতি হইবে।

অতএব বিনীত প্রার্থণা, উপরোক্ত কারণাধি বিবেচনা করিয়া আসামীপক্ষে সময়ের আদেশ দানে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়।

                                       ইতি তাং-