বিবিধ প্রশ্নমালা । প্রশ্ন : 64´ লম্বা একটি সুপারী গাছ ঝড়ে ভাঙ্গিয়া উহার অগ্রভাগ গোড়া হইতে 16 দূরে গিয়া মাটি স্পর্শ করিল। গাছটি কতফুট উপরে ভাঙ্গিয়া ছিল ?

Post No-014

প্রশ্ন : 64´ লম্বা একটি সুপারী গাছ ঝড়ে ভাঙ্গিয়া উহার অগ্রভাগ গোড়া হইতে 16 দূরে গিয়া মাটি স্পর্শ করিল। গাছটি কতফুট উপরে ভাঙ্গিয়া ছিল।

চিত্রে AB একটি সুপারী গাছ। AC গাছের অগ্রভাগ যেখান থেকে গাছটি ভাঙ্গিয়া গিয়াছে। D বিন্দুতে গাছের অগ্রভাগ মাটির সহিত লাগিয়া আছে।

সমাধানঃ

এখন মনে করি, BCD একটি সমকোণী ত্রিভূজ।

উহার          BC বাহু = লম্ব, ধরি x ফুট

BD বাহু = ভূমি = 16 ফুট

CD বাহু = অতিভূজ = (64 – x ) ফুট

আমরা জানি

সমকোণী ত্রিভূজের

বা, (অতিভূজ)2 = (ভূমি)2 + (লম্ব)2

বা, (64-x)2 = (16)2 + (x)2

বা, (64)2 – 2.64. x + x2 = 256 + x2

বা, 4096 – 128x + x2 = 256 + x2

বা, -128x + x2 – x2 = 256 – 4096

বা, -128x = -3840

বা, x = 3840/128

বা, x = 30 ফুট

উত্তর : – গাছটি ৩০ ফুট উপরে ভাঙ্গিয়াছিল।

Our Official facebook id : https://www.facebook.com/landcalculation

Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *