অপ্রর্দশিত পরিসম্পদ প্রদর্শন সংক্রান্ত অংশ ৩ সংযোজনঃ

Post no- 140

যদিও আয়কর আইন, ২০২৩ বা অন্য কোনো আইনে যা-ই উল্লেখ থাকুক না কেন, অংশ ৩ এর দফা (১) অনুযায়ী, আয়কর কর্তৃপক্ষসহ অন্য কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ কোনো ব্যক্তির পরিসম্পদ অর্জনের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন তুলতে পারবে না, যদি সেই ব্যক্তি ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ (উভয় দিনসহ) মধ্যে ২০২৪-২০২৫ করবর্ষের রিটার্ন বা সংশোধিত রিটার্ন দাখিলের পূর্বে নিম্নলিখিত সারণীতে উল্লেখিত হারে কর প্রদান করেন এবং রিটার্নে সেই অপ্রদর্শিত পরিসম্পদ প্রদর্শন করেন।, যথা:-

সারণী- ০১

ক্রমিক নংঅবস্থানস্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অয়াপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের করহারভূমির করহার
(১)(২)(৩)(৪)
১।ঢাকা জেলার গুলশান থানা, বনানী থানা, মতিঝিল থানা, তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, ধানমন্ডি থানা, কলাবাগান থানা, নিউমার্কেট থানা, কাফরুল থানা, শাহবাগ থানা, রমনা থানা, পল্টন থানা ও ওয়ারী থানার অন্তর্গত সকল মৌজা।প্রতি বর্গ মিটারে ৬,০০০ (ছয় হাজার) টাকাপ্রতি বর্গ মিটারে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা
২।ঢাকা জেলার মোহাম্মদপুর থানা, বংশাল থানা, সূত্রাপুর থানা, যাত্রাবাড়ী থানা, চকবাজার থানা, কোতোয়ালি থানা, লালবাগ থানা, খিলগাঁও থানা, শ্যামপুর থানা, শাহজাহানপুর থানা, মিরপুর মডেল থানা, দারুস সালাম থানা, উত্তরা মডেল থানা, উত্তরা পশ্চিম থানা, কামরাঙ্গীরচর থানা, হাজারীবাগ থানা, আদাবর থানা, গেন্ডারিয়া থানা, খিলক্ষেত থানা, বিমানবন্দর থানা, ডেমরা থানা, সবুজবাগ থানা, মুগদা থানা, পল্লবী থানা, রূপনগর থানা, ভাষানটেক থানা, ভাটারা থানা, দক্ষিণখান থানা, উত্তরখান থানা, তুরাগ থানা, শাহ আলী থানা, ক্যান্টনমেন্ট থানা, কদমতলী থানা; চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানা, খুলশী থানা, পাঁচলাইশ থানা, হালিশহর থানা ও কোতোয়ালী থানা; নারায়ণগঞ্জ জেলার সদর থানা, সোনারগাঁও থানা, ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানা ও বন্দর থানা এবং গাজীপুর জেলার সদর থানার অন্তর্গত সকল মৌজা।প্রতি বর্গ মিটারে ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) টাকাপ্রতি বর্গ মিটারে ১০,০০০ (দশ হাজার) টাকা
৩।ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ, কেরাণীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলা; চট্টগ্রাম জেলার আকবর শাহ থানা, ইপিজেড থানা, কর্ণফুলী থানা, চকবাজার থানা, চান্দগাঁও থানা, ডবলমুরিং থানা, পতেঙ্গা থানা, বন্দর থানা, বাকলিয়া থানা, বায়েজিদ বোস্তামি থানা ও সদরঘাট থানা; গাজীপুর জেলার জয়দেবপুর থানা, কালীগঞ্জ থানা, বাসন থানা, কোনাবাড়ী থানা, গাছা থানা, টঙ্গী পশ্চিম থানা ও টঙ্গী পূর্ব থানা এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা ও আড়াইহাজার উপজেলার অন্তর্গত সকল মৌজা।প্রতি বর্গ মিটারে ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকাপ্রতি বর্গ মিটারে ৩,০০০ (তিন হাজার) টাকা
৪।ক্রমিক নং ১ থেকে ৩ এর অন্তর্গত নয়, তবে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য সিটি কর্পোরেশন, অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষ এবং জেলা সদরগুলোতে অবস্থিত সকল পৌরসভার অন্তর্গত সকল মৌজা।প্রতি বর্গ মিটারে ১,০০০ (এক হাজার) টাকাপ্রতি বর্গ মিটারে ২,০০০ (দুই হাজার) টাকা
৫।ক্রমিক নং ১ হইতে ৪ এর অন্তর্গত নহে এইরূপ অন্য যেকোনো পৌরসভার অন্তর্গত সকল মৌজাপ্রতি বর্গ মিটারে ৮৫০ (আটশত পঞ্চাশ) টাকাপ্রতি বর্গ মিটারে ১,০০০ (এক হাজার) টাকা
৬।ক্রমিক নং ১ হইতে ৫ এর অন্তর্গত নহে এইরূপ অন্য যেকোনো এলাকার সকল মৌজাপ্রতি বর্গ মিটারে ৫০০ (পাঁচশত) টাকাপ্রতি বর্গ মিটারে ৩০০ (তিনশত) টাকা

সারণী- ০২

ক্রমিক নংপরিসম্পদের বর্ণনাকরহার
(১)(২)(৩)
১।সিকিউরিটিজ, নগদ, ব্যাংকে গচ্ছিত অর্থ, আর্থিক স্কিম ও ইনস্ট্রুমেন্ট (financial schemes and instruments), সকল প্রকার ডিপোজিট বা সেভিং ডিপোজিটমোট পরিসম্পদের ১৫% (পনেরো শতাংশ)
২।সারণী-২ এর ক্রমিক নং ১ এবং সারণী-১ এ উল্লিখিত হয় নাই এইরূপ যেকোনো প্রকারের পরিসম্পদের ক্ষেত্রেপরিসম্পদের ন্যায্য বাজার মূল্যের ১৫% (পনেরো শতাংশ)

PDF link : Download

MS Word : Download


Our Official facebook id : https://www.facebook.com/landcalculation

Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla

Our Official Playstore ID: https://play.google.com/store/apps/dev?id=4698126341534001801

Our Official Apps: https://play.google.com/store/apps/details?id=com.landbookbangla.miazi