Welcome to your Barcouncil MCQ Test 01
১। Assault of criminal force to deter public servant from discharge of his duty অপরাধের শাস্তি কি?
২। নিম্নবর্ণিত অভিব্যক্তিগুলির মধ্যে কোনটি দণ্ডবিধিতে উল্লিখিত আছে এবং তা Mens Rea কে নির্দেশ করে?
৩। .........................ধারার বিধান মোতাবেক মুদ্রা জাল করলে বা জেনে জাল করার কোন প্রক্রিয়া সম্পাদন করলে, অর্থদণ্ডসহ ৭ বছর পর্যন্ত যে কোন বর্ণনার কারাদণ্ড৷
৪। ২৫৩ ধারা প্রযোজ্য হয় প্রতারণা করার উদ্দেশ্যে--------------ধারায় বর্ণিত অপরাধ হওয়া মুদ্রা জেনে নিজ দখলে নিলো।
৫। আইনানুগ কর্তৃত্ত্ব ব্যতীত, আইনানুগভাবে প্রতিষ্ঠিত টাকশাল থেকে মুদ্রা তৈরির যন্ত্র বা সরঞ্জাম বাইরে নিয়ে আসলে অর্থদণ্ডসহ.............. পর্যন্ত যে কোন বর্ণনার কারাদণ্ড৷
৬। X, Y কে একটি ঘরে যেতে বাধ্য করতঃ সেখানে তালাবদ্ধ করে রাখে, ক কি অপরাধ করেছে?
৭। দণ্ডবিধির ৩২০ ধারা অনুসারে কত শ্রেণীর আঘাতকে গুরুতর আঘাত বলে গণ্য করা হয়েছে?
৮। Y এর কর্মচারী X জনসাধারণের চলাচলের রাস্তায় একটি আংটি কুড়িয়ে পৈয়ে নিয়ে যায়। X এর অপরাধ-
৯। X, Y এর চলার পথে গর্ত করে মৃত্যুর ফাঁদ পেতে রাখায় Y ঐ ফাঁদে পড়ে আহত হয়ে মারা যায়। X এর অরপাধ –
১০। দণ্ডবিধিতে কয়টি ব্যতিক্রমের উল্লেখ আছে যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না?
১১। জীবন বিপন্ন হতে পারে এরূপভাবে বোঝাই করে নৌযানে বহন করলে বা তা হতে দিলে…………………………।
১২। বেপরোয়াভাবে বা অবহেলাবশত কোন যান বা আরোহন সড়কে চালালে কত টাকা অর্থদণ্ড হতে পারে?
১৩। যে অপরাধের একমাত্র শাস্তি রয়েছে জরিমানা সেক্ষেত্রে যদি কোন ব্যক্তি জরিমানা দিতে ব্যর্থ হয় তখন কোনটি হবে?
১৪। অবহেলাবশত ২২৫ক ধারায় অপরাধ করলে....................... পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড৷
১৫। আইনবিরুদ্ধভাবে কোন মামলায় জুরী বা এসেসর হিসেবে নির্বাচিত হওয়া কত ধারা অনুযায়ী অপরাধ?
১৬। নির্বাচনাধীকার প্রয়োগে প্ররোচিত করার জন্য নিম্নের কোনটি অপরাধ নয়?
১৭। কার সমন, নোটিশ বা আদেশ জারী এড়ানোর জন্য আত্মগোপন করলে সেটি অপরাধ?
১৮। বেআইনী কি-না তা বুঝতে অক্ষম এমন অপ্রকৃতিস্থ ব্যক্তির কাজ-
১৯। অর্থদণ্ড কত বছরের মধ্যে যেকোন সময় আদায় করা যায়?
২০। A অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায়। মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই A তা বিক্রি করে। A যে অপরাধে দোষী হবে তা হল-
২১। দায়রা জজ নিম্নোক্ত কোন আদেশের বিরুদ্ধে রিভিশনের ক্ষমতা প্রয়োগ করতে পারেন?
২২। ফৌজদারী কার্যবিধির ৪৭৬ ধারার অধীন Complaint দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানী আদালত কর্তৃক প্রদত্ত আদেশ-
২৩। ফৌজদারী কার্যবিধির ৪৭৬ ধারার অধীনে Complaint দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানী আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে-
২৪। ৪৮১ ধারা অনুযায়ী আদালত রেকর্ড করবেন অপরাধীর যদি কোন বিবৃতি থাকে তবে----------।
২৫। ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইনের অধীনে নিযুক্ত কোন রেজিস্ট্রার, বা সাব-রেজিস্ট্রার ফৌজদারী কার্যবিধির-----------অর্থ অনুসারে দেওয়ানী আদালত হিসেবে গণ্য হবে।