Welcome to your Barcouncil MCQ Test 02
২৬।----------------- ব্যতীত অন্য কোন বিচারক ১৯৫ ধারার অধীনে কোন অপরাধের বিচার করবেন না।
২৭। ৪৮০ এবং ৪৮২ ধারার অর্থ অনুসারে দেওয়ানী আদালত হিসেবে অন্তর্ভুক্ত হবে-
২৮। ১৯৫ ধারার অধীনে সুপ্রীম কোর্টের বিচারক কোন অপরাধের বিচারের ক্ষেত্রে কোন ধারাসমূহ অনুসরণীয়?
২৯। ৪৩৫ নং ধারার উদ্দেশ্যে সকল বিচারক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট------------- বলে গণ্য হবেন।
৩০। --------------- ৪৩৯ ধারা অনুযায়ী কারো বিরুদ্ধে কোন আদেশ দেওয়া যাবে না।
৩১। রিভিশনের ক্ষমতাসম্পন্ন আদালত রিভিশনের পক্ষগণের উপর নোটিশ জারী করার দিন থেকে--------রিভিশন নিষ্পত্তি করবেন।
৩২। ৪৩৯ ধারা অনুসারে হাইকোর্ট বিভাগ যেসব ক্ষমতা প্রয়োগ করতে পারেন সেই সকল ক্ষমতা দায়রা জজও প্রয়োগ করতে পারবেন। বিধানটি কত ধারার?
৩৩। একজন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের দন্ডাদেশের বিরুদ্ধে আপীল হবে
৩৪। একজন অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপীল করতে পারে-
৩৫। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপীল হবে-
৩৬। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দন্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়ের করতে হবে কোন আদালতে?
৩৭। যুগ্ন দায়রা জজ ৭ বছরের কারাদণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপীল দায়ের করতে হবে?
৩৮। জিআর মামলায় খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপীল না করলে সংবাদদাতার প্রতিকার হচ্ছে-
৩৯। একজন যুগ্ন দায়রা জজ সমন্বয়ে গঠিত স্পেশাল ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত ৪ বছরের সশ্রম কারাদণ্ডে বিরুদ্ধে আপীল করা যাবে-
৪০। অর্থদণ্ডের বিরুদ্ধে আপীল শুনানি চলাকালে আসামি মারা গেলে আপীলটি-
৪১। নিম্নের কোন চুক্তি সুনির্দিষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে?
৪২। সুনির্দিষ্ট প্রতিকার কত উপায়ে দেওয়া যায়?
৪৩। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীনে কোনো মামলা দায়ের করা যাবে না-
৪৪। কোনো স্থাবর সম্পত্তির বিক্রয়ের চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না যদি না চুক্তিটি হয়-
৪৫। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গের ফল কি হতে পারে?
৪৬। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলি প্রমাণ করতে হবে?
৪৭। কলেজের অধ্যক্ষ হিসেবে কোন ব্যক্তির অবস্থান অস্বীকৃত হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার পাওয়া সম্ভব?
৪৮। একটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায়, যখন-
৪৯। A একটি জমির বৈধ দখলে আছে। প্রতিবেশী গ্রামবাসী উক্ত সম্পত্তির উপর দিয়ে চলাচলের অধিকার দাবী করে। A মামলা করতে পারে-
৫০। দেওয়ানী আদালত কর্তৃক স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রী প্রচারের ক্ষমতা-