Barcouncil MCQ Test 05

Welcome to your Barcouncil MCQ Test 05

১। কোন অপরাধে অভিযুক্ত বা গ্রেফতারযোগ্য ব্যক্তিকে গ্রেফতার করতে বা আটক রাখতে দায়িত্বপ্রাপ্ত কোন সরকারী কর্মচারী স্বেচ্ছায় উক্ত ব্যক্তিকে গ্রেফতার না করলে তা কত ধারায় অপরাধ?

২। ১৮ বছরের কম বয়স্ক ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করলে তার সর্বোচ্চ শাস্তি কি?

৩। কোন যুদ্ধবন্দী বা Protected Person-কে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কাজ করতে বাধ্য করলে তার শাস্তি রয়েছে কত ধারায়?

৪। দাস ব্যবসার সর্বোচ্চ শাস্তি কি?

৫। আত্মহত্যার ক্ষেত্রে ৩০৬ ধারা প্রযোজ্য হয় কখন?

৬। গোপনে ও বেআইনীভাবে আটকের উদ্দেশ্যে অপহরণ বা মনুষ্যহরণ করলে তার শাস্তি কত ধারায় রয়েছে?

৭। কত বয়সের স্ত্রীর সাথে যৌনমিলন ধর্ষণ নয়?

৮। অপহরণ বা মনুষ্যহরণের সর্বোচ্চ শাস্তি আছে কত ধারায়?

৯। দাস হিসেবে কাউকে ক্রয়-বিক্রয় করলে তার শাস্তি অর্থদণ্ডসহ.....................যে কোন বর্ণনার কারাদণ্ড-

১০। ৩১২ ধারা অপরাধ হবে না-

১১। আঘাত, আক্রমণ, অবৈধ আটক করার বা এগুলোর ভয় দেখানোর প্রস্তুতি গ্রহণের পর রাতে গৃহে অপথে প্রবেশ বা গৃহে অনধিকার প্রবেশ করলে কত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে?

১২। সঙ্গোপনে গৃহে অনধিকার প্রবেশকালে স্বেচ্ছায় গুরুতর আঘাত বা মৃত্যু ঘটালে তার সর্বোচ্চ শাস্তি কি? ক) মৃত্যুদণ্ড

১৩। গুরুতর আঘাত হিসেবে দণ্ডবিধিতে চিহ্নিত করা হয়েছে কত ধরনের আঘাত?

১৪। কোন স্বীকারোক্তি আদায়ের জন্য কোন পুলিশ সদস্য কাউকে গুরুতর আঘাত করলে তার শাস্তি হবে-

১৫। কখন গর্ভপাত যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ -

১৬। দণ্ডবিধির কোন ধারায় ইভটিজিং এর শাস্তির বিধান আছে?

১৭। ব্যাভিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায়-

১৮। যুক্তরাজ্যে বসবাসকারী X একজন বাংলাদেশী নাগরিক। সে উগান্ডায় একজন ব্যক্তিকে হত্যা করে। বাংলাদেশের যোগ্যতাসম্পন্ন আদালত X এর বিচার করতে পারে যদি থেকে পাওয়া যায়-

১৯। নির্বাচন সংক্রান্ত ব্যয়ের হিসাব রাখতে বাধ্য ব্যক্তি তা করতে ব্যর্থ হলে তার শাস্তি কি?

২০। ছদ্মবেশ ধারণ করে সরকারী কর্মচারীর কোন কাজ অন্য কেউ করলে প্রযোজ্য কত নং ধারা?

২১। দায়রা জজ কর্তৃক মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপীল পুনঃশুনানি সংক্রান্ত তামাদির বিধান তামাদি আইনের কত অনুচ্ছেদে বর্ণিত?

২২। "৮৯ ধারার বিধান মোতাবেক কোন ব্যক্তির আবেদনপত্র খারিজ করে দিলে তিনি সেই আদালতে আপীল করতে পারেন খারিজকারী আদালতের আদেশের বিরুদ্ধে যে আদালতে আপীল করা যায়" উক্ত বিধানটি কত ধারার?

২৩। ৪১৫ নং ধারার অধীনে জরিমানা অনাদায়ে কারাদণ্ড----------- হিসেবে গণ্য হবে না।

২৪। ফৌজদারী কার্যবিধির বিধান অনুযায়ী হাইকোর্টের Direction of the nature of a habeas corpus ইস্যু করার ক্ষমতা রয়েছে কত ধারায়?

২৫। পাবলিক প্রসিকিউটর আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করতে পারে-