Welcome to your Barcouncil MCQ Test 06
২৬। Complaint প্রত্যাহার করা হলে আসামি-
২৭। ফৌজদারী কার্যবিধির ৪৯১ ধারা অনুযায়ী হেবিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশনামূলক আদেশ প্রদানের ক্ষমতা কোন আদালতের এখতিয়ারভুক্ত-
২৮। ৪৯১ নং ধারার ১ নং উপধারা মোতাবেক হেবিয়াস কর্পাস সংক্রান্ত আদেশ দিতে পারেন কে?
২৯। পাবলিক প্রসিকিউটর নিয়োগ দান করেন-
৩০। বিচারিক আদালত একজন দণ্ডিতকে জামিন দিতে পারে যদি তার কারাদণ্ডের মেয়াদ হয় অনধিক-
৩১। বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানো যে অপরাধ হয় তা-
৩২। জামিনঅযোগ্য অপরাধের ক্ষেত্রে একজন আসামি জামিন দাবী করতে পারে যদি তার বয়স হয়-
৩৩। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামিদের জামিন প্রাপ্তির সুবিধা-
৩৪। ৪৯৬ নং ধারা--------------- ক্ষেত্রে প্রযোজ্য।
৩৫। জামিনঅযোগ্য মামলায় ৪৯৭ ধারামতে আদালত অক্ষম ব্যক্তির ক্ষেত্রে কি নির্দেশ দিতে পারে?
৩৬। ৪৯৭ নং ধারা প্রযোজ্য হয়----------অপরাধের ক্ষেত্রে।
৩৭। জামিনঅযোগ্য মামলায় জামিন দেওয়া যায় কাকে?
৩৮। দায়রা আদালত কোন আসামিকে ৪৯৭ নং ধারায় মুক্তি দিলে অন্য কোন আদালত তাকে গ্রেফতার করতে পারবেন। বিধানটি কত ধারার?
৩৯। একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব হলো-
৪০। পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে জেলা ম্যাজিস্ট্রেট কোন------------- পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিতে পারেন।
৪১। ১ম ব্যক্তির কাছ থেকে ২য় ব্যক্তি একখন্ড জমি ক্রয় করল এটা জেনেও যে ৩য় ব্যক্তি জমিটি দখল করে আছে। ১ম ব্যাক্তি ৩য় ব্যাক্তির বিষয়ে তদন্তের ব্যাপারটি উপেক্ষা করল। উক্তক্ষেত্রে ২য় ব্যক্তি, ৩য় ব্যক্তির জন্য জিম্মাদার কতটুকু পরিমান জমির জন্য?
৪২। কোন নির্দিষ্ট সম্পত্তি বিক্রয় বা ভাড়ার চুক্তি করা ব্যক্তি ত্রুটিপূর্ণ স্বত্বের অধিকারী হলে প্রযোজ্য কত নং ধারা?
৪৩। সুনির্দিষ্টভাবে বাস্তবায়নযোগ্য নয় নিম্নের কোন চুক্তি?
৪৪। সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না-
৪৫। একটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায়, যখন-
৪৬। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়?
৪৭। A একটি জমির বৈধ দখলে আছে। প্রতিবেশী গ্রামবাসী উক্ত সম্পত্তির উপর দিয়ে চলাচলের অধিকার দাবী করে।
৪৮। চুক্তি বলবৎকরনের মামলা দায়ের করার তামাদির মেয়াদ তামাদি আইনের প্রথম তফসিলের কত অনুচ্ছেদে বর্ণিত?
৪৯। A একটি জমির বৈধ দখলে আছে। প্রতিবেশী গ্রামবাসী উক্ত সম্পত্তির উপর দিয়ে চলাচলের অধিকার দাবী করে। A মামলা করতে পারে-
৫০। দেওয়ানী আদালত কর্তৃক স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রী প্রচারের ক্ষমতা-