সাধারণ ডায়রীভূক্তির আবেদন। GD । General Diary।

বরাবর,

        অফিসার ইন-চার্জ,

        ছাগলনাইয়া থানা, জেলা-ফেনী।

        বিষয়ঃ সাধারণ ডায়রীভূক্ত করিবার আবেদন,

জনাব,

       যথাবিহীত সম্মান পূর্বক নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মিজানুর রহমান, পিতাঃ ইকবাল, গ্রাম- পাঠানগড়, জেলা- ফেনী। বিগত ১৫-জানুয়ারি-২০২২ইং তারিখে জিয়াউল আলম মিস্টারের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো কয়েকজন সন্ত্রাসী আমার খামারের অফিসে আসিয়া আমাকে এক সপ্তাহের মধ্যে তাহাকে ১ কোটি টাকা চাঁদা ও প্রতি মাসে ৫০ হাজার টাকা মাসোয়ারা চাঁদা প্রদান করিবার জন্য হুমকি ধমকি প্রদান করেন। অদ্য ১০ ফেব্রুয়ারী ২০২২ইং তারিখে আনুমানিক বিকাল ০১:১৫ ঘটিকার সময় আমার কণ্যা ইভা রহমান (৮) কে স্কুল হইতে রিকশাযোগে আনিবার সময় আমার বাসা হইতে ৪০০ মিটার দূরে আফজাল মুন্সী রোডের তিন রাস্তার মোড়ের নিকটে মোবাইল টাওয়ারের সামনে ২টি মোটর সাইকেলযোগে সন্ত্রাসীরা আসিয়া পথিমধ্যে আমার স্ত্রী-কণ্যার রিকশার পথ রোধ করিয়া দাঁড়ায়। চারজন সন্ত্রাসী ২টি মোটরসাইকেলে বসা অবস্থায় আমার স্ত্রী তাহামিনা  আক্তারকে  ভয় দেখাইয়া বলে যে, তাহারা আমার মেয়েকে এক্ষুনী ছিনিয়া নিবে এবং তাহাদেরকে কেউ ঠেকাইতে পারিবেনা। তাহারা আমার স্ত্রীকে আরো হুমকি দিয়া বলে যে, তোর স্বামী আমাদের দাবীকৃত ০১ কোটি টাকা এখনো প্রদান করে নাই কেন, তার কি স্ত্রী-সন্তানদের প্রতি মায়া নাই? শেষবারের মত ১ সপ্তাহের সময় দিচ্ছি, তোর স্বামী যেন আমাদের এক সপ্তাহের মধ্যে ০১ কোটি টাকা পৌঁছাইয়া দেয়, তাহা না হইলে তোর স্বামীসহ তোকে এবং তোদের সন্তানদের মারিয়া ঘুম করিয়া ফেলিবো। ইহা বলিয়া সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। উল্লেখ্য যে, আমার স্ত্রী হুমকি দাতা তানভির হাছান কে চিনিতোনা, ঘটনার সময় আশেপাশের উপস্থিত লোকজন হইতে জানিতে পারে যে হুমকিদাতার নাম তানভির হাছান। ঘটনার সময় স্থানীয় প্রতিবেশীগন উপস্থিত ছিল। আমার স্ত্রী বাসায় আসিয়া অত্যন্ত ভয় ও অস্থিরতা লইয়া অত্র হুমকি-ধমকির ঘটনা বর্ণনা করিলে আমি অত্র ঘটনা জানিতে পারিয়া বর্তমানে আমিসহ আমার স্ত্রী-সন্তানদের জীবনের নিরাপত্তাহীনতায় ভূগিতেছি বিধায় বিষয়টি আপনার থানায় সাধারণ ডায়েরীভূক্ত করা একান্ত প্রয়োজন।

        অতএব, মহোদয় উপরোক্ত অবস্থা ও কারণাধীনে বিষয়টি সাধারণ ডায়রীভূক্ত করার জন্য আপনার একান্ত মর্জি কামনা করছি।

তারিখঃ ১০-ফেব্রুয়ারী-২০২২ইং                                        

নিবেদক,

(মিজানুর রহমান),

গ্রাম- পাঠানগড়,

থানা-ছাগলনাইয়া,

জেলা- ফেনী, ফোনঃ ০১