Post No.34
Disclaimer: বাদী-বিবাদীর নাম ঠিকানা পরিবর্তন করে বাস্তব ড্রাফটিং থেকে প্রস্তুত করা হলো ।
বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, বরিশাল
সূত্রঃ- বরিশাল সদর থানা, মামলা নং- ০০, তারিখঃ ০০-০০-২০২১ ইং। জি, আর- ১৭৯/২১ (ঘ)
ধারাঃ ৪০৬/৪১৯/৪২০/৪৬৫/৪৬৭/৪৭১/১০৯
দঃবঃ এবং পাসপোর্ট আইনের ১১(৩)
শাহানুর রহমান সবুজ ————-বাদী
বনাম
১। আনোয়ারুল ইসলাম
২। সামসুল আরেফিন —————আসামী
বিষয়ঃ মাননীয় আদালতে অত্র দরখাস্তকারী বাদীপক্ষে আসামীদের জামিন বাতিল পূর্বক জেল-হাজতে প্রেরণের আবেদন।
১। অত্র মামলার দরখাস্তকারী বাদী অত্যান্ত সহজ সরল ও শান্তিপ্রিয় মানুষ।
২। অত্র মামলার আসামীগণ খুবই খারাপ প্রকৃতির লোক এবং এলাকার চিহ্নিত মাস্তান।
৩।অত্র মামলার আসামীদের মাননীয় আদালত বিগত ০০/০০/০০০ ইং তারিখে দৈনিক হাজিরার শর্তে অর্ন্তবর্তীকালীন জামিনে মুক্তি দেন এবং তাহারা জামিনে মুক্তি পাইয়া ঐ দিন রাতেই অত্র মামলার ৫ জন আসামী সহ ৭/৮ জন মাস্তান প্রকৃতির যুবক বাদীর বাসায় ঢুকিয়া বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মামলা প্রত্যাহার না করিলে বাদী সহ তাহার স্ত্রী ও ছেলেকে প্রাণে শেষ করিয়া দিবে বলিয়া হুমকি দেয় । ঘটনাটি উল্লেখ করিয়া বাদী বিগত ০০/০০/০০০০ ইং তারিখে রবিশাল থানায় একটি সাধারণ ডায়েরী করে যাহার নং ০০০০
৪। যেহেতু দরখাস্তকারী অত্যন্ত গরিব এবং কাচামাল ব্যবসায়ী এবং একমাত্র উপাজর্নক্ষম ব্যক্তি।তাহাদের ভয়ে বাদী তাহার স্ত্রী ও ছেলে অত্যন্ত ভীত সন্ত্রস্ত।
৫। জামিন বাতিলের অন্যন্য কারণ মাননীয় আদালতে শুনানীর সময় পেশ করা হইবে।
অতএব, প্রার্থনা মাননীয় আদালত দয়া পরবশঃ দরখাস্ত গ্রহণ করতঃ আসামীদের জামিন বাতিল পূর্বক জেল-হাজতে প্রেরণ করিয়া ন্যায় বিচার করিতে মর্জি হয়।
ইতি
Our Official facebook id : https://www.facebook.com/landcalculation
Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla
- Bar Enrollment Preparation
- Civil Case Drafing
- Criminal Case Drafting
- Family Case Drafting
- High Court Enrollment Preparation
- Income Tax
- Land Survey Study
- Law and Rules
- Necessary Document (Daily Life)
- Others Case Drafting
- Product Review
- Uncategorized
- অন্যান্য মামলার ড্রাফটিং
- অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট প্রস্তুতি
- আইন-কানুন
- আমিনশীপ গনিত প্রশিক্ষণ
- আমিনশীপ থিউরি
- আয়কর
- দেওয়ানী মামলার নমুনা
- নিম্ন আদালত তালিকাভুক্তি পরীক্ষা প্রস্তুতি
- পারিবারিক সংক্রান্ত
- প্রোডাক্ট রিভিউ
- প্রয়োজনীয় দৈনন্দিন কাগজপত্র
- ফৌজদারী মামলার ড্রাফটিং
- ভুমি জরিপ
- হাইকোর্ট তালিকাভুক্তি পরীক্ষা প্রস্তুতি
©All copyright reserved by 7 minutes Bangla .