দাখিলীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে  লিখিত নারাজী গ্রহণের প্রার্থনা

Post-154

মাননীয়,

        সিনিয়র  জুড়িসিয়াল  ম্যাজিষ্ট্রেট    সোনাগাজী আমলী  আদালত,  ফেনী,

        জেলা- ফেনী।

 

সোনাগাজী সি.আর মামলা নং- ১৮২/২০২১ইং

 

      মনোয়ারা বেগম                বনাম                শরিফ আহাম্মদ গং

            বাদী                                               আসামীগণ

       ধারাঃ ১৪৩/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬/৩৫৪/৪৪৮/৪৪৯/৪৫০/৪৫১/৪৫২ দঃ বিঃ ।

 

বিষয়ঃ- বাদী পক্ষে বিগত ১৬/০৬/২০২১ ইং তারিখে দাখিলীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে           লিখিত নারাজী গ্রহণের প্রার্থনা।

 

নিবেদেন এই,

১। ১নং আসামী ১ম ঘটনার দিন তাহার কিশোর গ্যাং নিয়া বাদিনীর বড় ছেলে ২নং সাক্ষীকে মারধর করে এবং ২য় ঘটনার দিন ১নং আসামী বাদিনীর গৃহে অনধিকার প্রবেশ করিয়া বাদিনীকে এবং ২নং সাক্ষীকে এলোপাতাড়ি কিলবুশি মারিতে থাকে অথচ তদন্তকারী কর্মকর্তা অত্র বিষয়ে সাক্ষীদের জবানবন্দী না নিয়ে নিজের অফিস রুমেই মনগড়া প্রতিবেদন সৃজন করে অত্রাদালতে দাখিল করেন।

২। ২য় ঘটনার দিন ২নং আসামী বাদীনীর গৃহে অনধিকার প্রবেশ করিয়া বাদিনীর পরনের কাপড় চোপড় টানা হেঁচড়া করিয়া ছিঁড়িয়া শ্লীলতা হানি করিয়াছে এবং ১ ভরি ওজনের স্বর্ণের চেইন টান মারিয়া নিয়া যায় মর্মে সুনির্দিষ্ট অভিযোগ আছে কিন্তু তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদনে তাহা উল্লেখ না করিয়া মন গড়া প্রতিবেদন দাখিল করিয়াছে। ৩নং ও ৪নং  আসামী ১নং সাক্ষীকে চড় থাপ্পড মারাসহ বাদিনীর ঘরের জিনিসপত্র ভাংচুর করিয়া চলিয়া যাওয়ার সময় ১নং সাক্ষীকে ঘুম করিয়া জানে মারিয়া ফেলিবার হুমকি প্রদর্শনের সুনির্দিষ্ট অভিযোগ থাকা শর্তেও তদন্তকারী কর্মকর্তা সঠিক তদন্ত না করেই মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিল করিয়াছেন।

৩। তদন্তকারী কর্মকর্তা সঠিক ও নিরপেক্ষ তদন্ত করেন নাই। স্বাক্ষীগণ হইতে জবানবন্দি গ্রহণ করে নাই, স্বাক্ষীগণ হইতে শুধুমাত্র একটি ছাপা ফরমে স্বাক্ষর গ্রহণ করিয়াছেন।

৪। বাদিনী আর্থিক ভাবে সচ্ছল না হওয়ায় তদন্তকারী কর্মকর্তার চাহিদামত আর্থিকভাবে খুশি করিতে না পারায় তদন্ত কারী কর্মকর্তা সত্য ঘটনা গোপন করিয়া মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিল করিয়াছেন।

৫। তদন্তকারী কর্মকর্তা বাদীনিকে সঠিকভাবে পরীক্ষা করে নাই এবং কোন আলামত জব্দ করে নাই।

৬। তদন্তকারী কর্মকর্তা নিতান্ত মনগড়াভাবে দায়সারা গোছের একখানা তদন্ত প্রতিবেদন দাখিল করিয়া সুনির্দিষ্ট অভিযোগ থাকিবার পরও দঃ বিঃ ১৪৩/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬/৩৫৪/৪৪৮/৪৪৯/৪৫০/৪৫১/৪৫২ ধারা বাদ দিয়া চরম অন্যায় করিয়াছে।

৭। তদন্তকারী কর্মকর্তা আসামীগণ দ্বারা প্রভাবিত হইয়া তর্কিত প্রতিবেদন দাখিল করিয়াছে যাহা বিজ্ঞাদালত কর্তৃক বাতিল হওয়া আবশ্যক।

৮। বক্রী বাচনিক শুনানীকালে নিবেদন করা হইবে।

             অতএব বিনীত প্রার্থনা, হুজুরাদালত দয়া করিয়া অত্র নারাজী দরখাস্ত গ্রহণপূর্বক আসামীগণের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর আদেশ অথবা যেকোন নিরপেক্ষ তদন্ত সংস্থাকে পুনঃতদন্তের আদেশ দানে সদয় মর্জি হয়।       

               ইতি/তাং-২০/০৯/২০২১ইং