বাদীপক্ষে ১/২নং বিবাদীর বিরুদ্ধে দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১/২নং রুলের বিধানমতে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা।

post no- 008

মাননীয়,

           দাগনভূঁঞা সিনিয়র সহকারী জজ আদালত, ফেনী

          জেলা- ফেনী।

দেওয়ানী মামলা নং-     / ২০২২ ইং

  সাইফুদ্দিন রিফাত                                      —- বনাম —-                                           আবু জাহের

            —-বাদী                                                                                                       ——– বিবাদী

বাদীপক্ষে ১/২নং বিবাদীর বিরুদ্ধে দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১/২নং রুলের বিধানমতে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা।

নিবেদন এই,

১) অত্র আদালতের এলাকাধীন ফেনী জেলার দাগনভূঞা থানাধীন সি.এস/ এস.এ ১৩৭ বি.এস ৫৩নং জায়লস্কর মৌজার সিএস ১৪৫ নং খতিয়ানের ভূমি আন্দরে চারআনা অংশে জান বক্স মালিক ছিলেন, উক্ত খতিয়ানের ১৯০৮ দাগের ৭ডিং এবং ১৮৮৫ দাগের ৩ডিং ভূমিতে খতিয়ানের মন্তব্য কলামের লিপিমতে জানবক্স একক দখলকার ছিলেন। জানবক্স মৃত্যুকালে নুরুলহক, আবদুর রব, নুরুল আমিন, নুরের জামান ও আবদুল কাদেরকে ৫ পুত্র ওয়ারিশ রাখিয়া গেলে ১৯০৮ দাগের ৭ডিং আন্দরে প্রত্যেক পুত্র ১.৪০ ডিং এবং ১৮৮৫ দাগে ৩ডিং আন্দরে প্রত্যেক পুত্র ০.৬০ ডিং হারে মালিক হন। তদাবস্থায় ১১/১১/১৯৫৮ ইং তারিখে ৪৯৯৩ নং এওজ দলিল মূলে নুরুল হক ও আবদুর রব তাহাদের মালিকানাধীন ১৯০৮ দাগের ২.৮০ ডিং এবং ১৮৮৫ দাগে ০.৬০ ডিং ভূমি নুর আহম্মদ ও মকবুল আহম্মদকে এওজ প্রদান করেন। নুরুল আমিন বিগত ২৫/০৪/১৯৫৯ইং তারিখ ২৫০৫ নং ছাপ কবলা মূলে ১৯০৮ দাগের ১.৪০ ডিং ১৮৮৫ দাগের ০.৬০ ডিং ভূমি নুর আহম্মদ গং ৪ জনের নিকট বিক্রি করেন। উক্তরূপে নুর আহম্মদ মকবুল আহম্মদ এবং তাদের অপর দুই ভ্রাতা ১৯০৮ দাগের ৪.২০ ডিং ১৮৮৫ দাগের ১.২০ ডিং ভূমিতে মালিক হইয়া পারিবারিক আপোষে বাদীগণকে উক্ত ভূমি এককভাবে দখল প্রদান করিলে বাদীগণ তাহাতে বসতবাড়ীর কাছারীঘরের সামনের উঠান হিসাবে ভোগ দখলে রহিয়াছেন। বাদীগণ বিএস জরিপ সমসাময়িককালে প্রবাসে থাকায় নালিশী ভূমি বিবাদীগণ অন্যায়ভাবে তাহাদের নামীয় বি.এস ১৩৮ খতিয়ানে ৪৩৯৫ দাগ স্বরূপ সাবেক ১৯০৮ দাগে বাদীগণের মালিকানাধীন ৪.২০ ডিংসহ ৭ ডিং ভূমি এবং বি.এস ১০০৯ নং খতিয়ানে ৪৩৭৯ দাগ স্বরূপ সাবেক ১৮৮৫ দাগে বাদীগণের মালিকানাধীন ১.২০ ডিংসহ ১.৩৭ ডিং ভূমি রেকর্ড করাইয়া রাখায় বাদীগণের স্বত্ত্বের উপর কালিমা আরোপিত হইয়াছে বিধায় বাদীগণ স্বীয় স্বত্ব ঘোষণার প্রার্থনায় অত্র মামলা আনয়ন করিয়াছেন। ইতোমধ্যে ১/২নং বিবাদী নিম্ন (তফছিল বর্ণিত ভূমিতে অভিনব গৃহ নির্মাণের উদ্দেশ্যে ১৮/০৬/২০২৩ইং তারিখে ইট, বালু আনিয়া স্তুপ করিয়া নির্মাণ কাজের জন্য নালিশী ভূমিতে মাটি খনন করিতে দেখিয়া বাদীগণ চেয়ারম্যান সাহেবের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করিলে বিবাদীগণ নির্মাণ কাজ বন্ধ রাখিলেও যে কোন সময় পুণরায় গায়ের জোরে নির্মাণ কাজ আরম্ভ করার সমূহ সম্ভাবনা রহিয়াছে বিধায় বিবাদীগণ যেন পুণরায় নির্মাণ কাজ করিয়া নালিশী ভূমির আকার আকৃতি পরিবর্তন করিতে না পারে বা অন্যত্র হস্তান্তর না করিতে পারে তৎমর্মে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হওয়া আবশ্যক। প্রার্থীতমতে বাদীগণ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ না পাইলে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হইবেন যাহা অর্থ দ্বারা পরিমাপ যোগ্য নহে। বাদী পক্ষে Strong Prima facie and agruable case রহিয়াছে। Blance of convenience and inconvenience consideration এ Blance বাদীর অনুকূলে বিদ্যমান থাকায় বাদী বর্তমান মোকদ্দমায় অস্থায়ী নিষেধাজ্ঞা পাওয়ার হকদার বটে।

অতএব, বিনীত প্রার্থনা উপরোক্ত অবস্থার আলোকে প্রার্থী পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়া সুবিচার করার মর্জি হয়।

 ইতি/তাং- ০৮/০১/২০২*

অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থীত ভূমির পরিচয়

ফেনী জেলার দাগনভূঞা থানাধীন সি.এস/ এস.এ ১৩৭ বি.এস ৫৩ নং জায়লস্কর মৌজার সি.এস ১৪৫ এস এ ১৪৮ বি.এস ১৩৮ খতিয়ানের সাবেক ১৯০৮ হাল ৪৩৯৫ দাগ ভিটি ৭ডিং আন্দরে ৪.২০ ডিং যাহার উত্তরে চলাচলের পথ, দক্ষিণে- ইছমাইল গং, পূর্বে- ইছমাইল গং, পশ্চিমে- বাদীগণ, কাছারীঘর। এই চৌহুদ্দীস্থ ৪.২০ ডিং নিষেধাজ্ঞা প্রার্থীত বটে।

 সত্যপাঠ

অত্র দরখাস্তের যাবতীয় বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাসমতে সত্য। অত্র সত্যতা ও শুদ্ধস্বীকারে নিয়ে নিজ নাম স্বাক্ষর করিলাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *