মাননীয়,
দায়রা জজ আদালত, ফেনী
জেলা- ফেনী।
ফৌজদারী রিভিশন /১৮ ইং
ফৌজদারী কার্য্যবিধি আইনের ৪৩৫/৪৩৬/
৪৩৯ (এ) ধারার বিধান মতে প্রার্থনা।
প্রসঙ্গেঃ- মনোয়ারা বেগম স্বামীঃ মোঃ শহীদ উল্যাহ ওরপে শহীদুল ইসলাম সাং- পশ্চিম রামপুর
থানাঃ- লেমুয়া , জেলা – ফেনী।
= ১ম পক্ষ /প্রার্থী
বনাম
১। ফজল হক
২। শাহাজাহান আরা সর্ব পিতা- মৃত মজল হক
৩। জেসমিন আক্তার স্বামীঃ ফজল হক, সর্ব সাং- সুলতানপুর, থানা- সোনাগাজী জেলা- ফেনী
৪। খুরশিদ পিতা- মৃত অলি আহম্মদ সাং- দক্ষিন চাঁদপুর, পোঃ- লেমুয়া বাজার, থানা ও জেলা
ফেনী।
=২য় পক্ষ / প্রতিপক্ষ
এবং
সূত্রঃ- মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত ফেনীর পিটিশন মামলা নং ৪৫২/১৭ইং মোঃ
ফৌজদারী কার্য্যবিধি আইনের ১৪৫ ধারা উক্ত মামলার বিগত ১১/২/১৮ ইং তারিখের তর্কিত
আদেশ দ্বারা প্রার্থীর আনীত মামলা নথিজাত করিবার অসম্মতিতে অত্র ফৌজদারী রিভিশন মামলা
প্রার্থী আনয়ন করিতেছেন।
পূর্বোক্ত ১ম পক্ষ/ প্রার্থীনি নিম্ম লিখিত রুপ বর্ণনা করিতেছেন।
নিবেদন এই,
১ম পক্ষ প্রার্থীনি হইয়া মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত ফেনীতে
২৬/১১/১৭ইং তারিখের সকাল ১০.০০ ঘটিকায় প্রার্থীনির তফসিল বর্ণিত ভ‚মিতে ঘটনা দেখিয়ে
বর্ণিত ধারায় অভিযোগ করেন যে, ১-৪নং প্রতিপক্ষগন নিঃসত্ত¡বান ও দখল বিহীন লোক হয়।
তফসিল বর্ণিত ১৭ শতক ভ‚মি প্রার্থীনি তাহার মাতাপিতা হইতে মতিগঞ্জ এস.আর অফিসে
৬৩২৭ নং তাং ২/১১/০৫ইং হেবা মুলে মালিক দখলকার হন। প্রার্থীনির নানী মায়মুনা খাতুনের
নামে হাল বিএস ৬৩১ নং খতিয়ান ভ‚লভাবে রেকর্ড হওয়ার কারণে উক্ত মায়মুনা খাতুন ২৯/১২/০৯ইং
তারিখে ৬৩৯১নং কবলামূলে নাদাবী দলিল প্রার্থীনি বরাবরে সম্পাদান করিয়াছেন। প্রার্থীনির
স্বামী ২০/১১/০৮ইং তারিখে ছাপকবলা নং ৬৫০৩ মূলে প্রার্থীনির নানী মায়মুনার ৩০ শতক হইতে
সম্পত্তি খরিদ মূলে মালিক দখলকার হন। প্রার্থীনি ও তদ্বীয় স্বামী ১৭+৩০=৪৭ শতক ভ‚মিতে
মালিক দখলকার হয় ও রহিয়াছেন। প্রার্থীনির স্বামী কর্মউপলক্ষ্যে সৌদি আরব থাকায়
প্রার্থীনি উক্ত সম্পত্তি দেখাশুনা করিয়া আসিতেছেন। প্রার্থীনি ও তার স্বামীর মালিকীয়
তফসিল ভ‚মিতে মালিক দখলকার থাকিয়া ভ‚মির উত্তর পাশে ও পশ্চিম পাশে ৩০টি লম্বূ গাছ রোপন
করেন যার বর্তমান বয়স ১০/১১ বছর হইয়াছে। তফসিল ভ‚মির নাল অংশে ১নং স্বাক্ষী কালাম
বর্গাদার হিসাবে বর্তমান শীত মৌসুমে সবজি বাগান সৃজন করিয়াছে। প্রার্থীনির
স্বামী বিদেশ থাকায় এবং প্রার্থীনি ফেনী শহরে বসবাস করার সুবাধে প্রতিপক্ষগন
প্রতিনিয়ত প্রার্থীনিকে তফসিল ভ‚মি থেকে বেদখল করিবার পাঁয়তারা করিয়া আসিতেছে।তারই
ধারাবাহিকতায় উল্লেখিত ঘটনার তারিখ ও সময়ে প্রতিপক্ষগন সহ অজ্ঞাতনামা লোকজন নিয়া
তফসিল ভ‚মির উত্তর পার্শ্বে প্রার্থীনির লাগানো লম্বু গাছ কাটিয়া বাউন্ডারি ওয়াল বরাবর
নির্মিত বেইস কাটা শুরু করিলে প্রার্থীনি লোক মারফতে বিষয়টি জানিতে পারিয়া তফসিল ভ
‚মিতে উপস্থিত হইয়া গাছ কাটা ও বেইস কাটা সর্ম্পকে জিজ্ঞাসা করিলে প্রতিপক্ষগন
প্রার্থীনিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতঃ মারধর করার জন্য তেড়ে আসে প্রার্থীনির শৌর
চিৎকারে স্বাক্ষীগন আাগাইয়া আসিয়া প্রার্থীনিকে প্রতিপক্ষগনের কবল হইতে উদ্ধার করিলেও
প্রতিপক্ষগন প্রার্থীনিকে তফসিল ভ‚মিতে আসিলে প্রাণে মারিয়া ফেলার হুমকি দেয়।
প্রার্থীনি ও স্বাক্ষীগনের বাধার কারণে প্রতিপক্ষগন তফসিল ভ‚মিতে বেইস কাটা সাময়িক ভাবে
বন্ধ রাখিলেও প্রতিপক্ষগন যে কোন সময় প্রার্থীনির অনুপস্থিতির সুযোগে তাহার তফসিল ভ
‚মিতে পুনরায় বেইস কাটা সহ খনন ভরাট করিতে গেলে এবং প্রার্থীনি তাহাতে বাধা দিতে
গেলে দারুন শান্তি ভঙ্গের আশংকা থাকায় প্রার্থীনি প্রতিপক্ষগনের বিরুদ্ধে বর্নিত ধারায়
প্রতিকার দাবী করিয়া ১৭/১১/১৭ইং অত্র মামলা আনয়ন করিলে বিজ্ঞ নিম্ম আদালতের নির্দেশে
মাননীয় সহকারী কমিশনার (ভ‚মি) সোনাগাজী তাহার অধিনস্থ ভ‚মি সহকারী কর্মকর্তাকে
দিয়া তদন্ত করিয়া নালিশী ভ‚মিতে শান্তি ভংগের আশংকা আছে এবং বিরোধীয় ভ‚মি প্রতিপক্ষের
দখলে রহিয়াছে মর্মে ৩১/১২/১৭ ইং তারিখে তর্কিত সত্যের বিপরীত প্রতিবেদন দাখিল করিলে
তদবিরুদ্ধে প্রার্থীনি বিগত ১১/১/১৮ইং তারিখে লিখিত নারাজী দাখিল করিলে উক্ত তারিখে বিজ্ঞ
নিম্ম আদালতের অধিবেশন না হওয়ায় পরবর্তী তারিখ ১৮/২/১৮ইং ধার্য্য করিলে উক্ত তারিখে
প্রার্থীনি আসিয়া হাজিরা দিলে জানিতে পারেন যে, কজ লিষ্টের তারিখ ১৮/২/১৮ইং দোকর
করিয়া ১১/২/১৮ইং প্রার্থীনির অজ্ঞাতে ও অসাক্ষাতে তাহার আনিত নারাজি দরখাস্ত শুনানী না হইয়া
প্রার্থীনির আনিত মামলা তর্কিত আদেশ দ্বারা খারিজ হওয়ার বিষয় জানিতে পারিয়া
প্রার্থীনি তাহার নিযুক্তীয় বিজ্ঞ আইনজীবির মাধ্যমে নথি উপস্থাপন সহ বিশেষ প্রার্থনা
আনয়ন করিলে বিজ্ঞ নিম্ম আদালত উক্ত দুইটি দরখাস্ত ঝববহকরিয়া প্রার্থীনি বরাবরে ফেরৎ দেন
এই মর্মে যে ইতিপূর্বে ১১/২/১৮ইং আদেশ হইয়াছে বর্তমানে আদালতের নতুন ভাবে করণীয়
কিছু নাই এবং প্রয়োজনে এ ব্যাপারে উ”চ আদালতের দারস্থ হওয়ার ব্যাপারে প্রার্থীনি কে
পরামর্শ দেন।
বিজ্ঞ নিম্ম আদালতের বিগত ১১/২/১৮ইং তারিখের
তর্কিত আদেশ দ্বারা প্রার্থীনি পক্ষ নেহায়েত ক্ষুব্ধ ও
ক্ষতিগ্রস্থ হইয়া বিজ্ঞ আদালতে উক্ত রিভিশন মামলা
নিম্ম হেতুতে আনয়ন করিতেছেন।
হেতু সমূহ
১। বিজ্ঞ নিম্ম আদালত আইন, নজিরের পরিপন্থি ভাবে ভ‚ল সিদ্ধান্তে উপনীত হইয়াছেন।
২। বিজ্ঞ নিম্ম আদালতের একান্ত বিশ্বাস করা উচিত ছিল যে, প্রার্থীনির আনিত
মামলায় ভ‚মি সহকারী কর্মকর্তাকে দিয়া মাননীয় সহকারী কমিশনার (ভ‚মি) সোনাগাজী তদন্ত
করিয়াছেন যার কারণে প্রতিপক্ষগন দ্বারা অবৈধ ভাবে বাধ্য হইয়া ৩১/১২/১৭ইং নালিশী সম্পত্তি
প্রতিপক্ষগনের দখলে এবং শান্তিভঙ্গের আশংকা রহিয়াছে মর্মে তর্কিত প্রতিবেদন দাখিল করেন।
যার কারণে প্রার্থীনি তদ বিরুদ্ধে ১১/১/১৮ইং লিখিত নারাজি দরখাস্ত দাখিল করার পর উক্ত তারিখে
বিজ্ঞ নিম্ম আদালতের অধিবেশন না হওয়ায় পরবর্তী তারিখ ১৮/২/১৮ইং কজলিষ্টে উল্লেখ করিয়া
পরবর্তীতে উক্ত তারিখ দোকর করতঃ ১১/২/১৮ ইং তারিখে প্রার্থীনি অজ্ঞাতে অসম্মতিতে নারাজি
দরখাস্তের উপর শুনানী না দিয়া প্রার্থীনির আনিত মামলা নিয়ম নীতি বর্হিভ‚ত ভাবে খারিজ
করা হয়। উক্ত খারিজের বিষয় প্রার্থীনি ধার্য্য তারিখ ১৮/২/১৮ইং তারিখে বিজ্ঞ নিম্ম আদালতে
হাজিরা দিতে আসিয়া নথি উপস্থাপনের দরখাস্ত সহ বিশেষ প্রার্থনা আনয়ন করিলে তাহা ঝববহ
করার পর প্রার্থীনিকে ফেরৎ প্রদান করা হয়। তদবিপরীতে সিদ্ধান্ত রদ ও রহিত যোগ্য।
৩। বিজ্ঞ নিম্ম আদালতের কজ লিষ্টে মামলার পরবর্তীতে তারিখ ১৮/২/২০১৮ইং তারিখ লিপি
ছিল। উক্ত তারিখে প্রার্থীনি নিযুক্তীয় বিজ্ঞ আইনজীবীর কাছে হাজির হইলে ১১/২/১৮ইং তারিখে
দোকর দেখিতে পান এবং প্রার্থীনির আনিত মামলা নারাজি দরখাস্ত অর্থাৎ ১১/১/১৮ইং তারিখের
দাখিলী নারাজির দরখাস্তের উপর প্রার্থীনি পক্ষে কিংবা তার আইনজীবী শুনানীতে অংশগ্রহন
করিতে পারিলে প্রার্থীনির আনিত নারাজি দরখাস্ত মঞ্জুর হইত। বিজ্ঞ নিম্ম আদালত নিয়ম
বর্হিভ‚ত ভাবে প্রার্থীনি ও তাহার নিযুক্তীয় বিজ্ঞ আইনজীবীর অজ্ঞাতে ও অসাক্ষাতে শুনানী ছাড়াা
প্রার্থীনির আনিত মামলা নথিজাত করা উচিৎ হয়নি। যার কারণে তর্কিত আদেশ সর্বাবস্থায়
বাতিল যোগ্য।
৪। বিজ্ঞ নিম্ম আদালতের একান্ত বিশ্বাস করা উচিত ছিল যে, প্রার্থীনি পক্ষ তাহার
আনিত মামলায় আমিরাবাদ ইউনিয়ন ভ‚মি অফিসের ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা
(ভারপ্রাপ্ত) কুমোদ বিহারী দাসের ৩১/১২/১৭ইং তারিখের দাখিলী তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে
প্রার্থীনি পক্ষ ১১/০১/১৮ইং নারাজী দাখিল করেন। অথচ উক্ত নারাজি দরখাস্তের বিষয়ে ১১/২/১৮ইং
তারিখ অর্ডার সীটে না আনিয়া এবং ধার্যকৃত তারিখ ১৮/২/১৮ইং ঙাবৎ ডৎরঃঃরহম করিয়া
১১/২/১৮ইং দেখাইয়া প্রার্থীনির আনিত মামলা তদন্ত প্রতিবেদনের আলোকে খারিজ করা উচিত
হয় নাই। তদবিপরীত সিদ্ধান্ত বাতিল যোগ্য।
৫। বিজ্ঞ নিম্ম আদালত আইন, নজির,নথিস্থ স্বাক্ষ্য প্রমান উপকরন উপদানাদির পরিপন্থি
ভাবে ভ্রমাতœক সিদ্ধান্তে উপনীত হইয়াছেন।
৬। বিজ্ঞ নিম্ম আদালতের বিগত ১১/২/১৮ইং তারিখের তর্কিত আদেশ কোন অবস্থাতেই
টিকিতেও রক্ষা পাইতে পারেনা।
৭। বক্রী বাচনিক নিবেদন করা হইবে।
অতএব,বিনীত প্রার্থনা মহোদয় অত্র ফৌজদারী রিভিশন মামলা গ্রহন করতঃ
বিজ্ঞ নিম্ম আদালতের নতি তলবক্রমে প্রতিপক্ষকে নোটিশ দানে জারী অন্তে শুনানী দিয়া অত্র
ফৌজদারী রিভিশন মামলা মঞ্জুর করতঃ তর্কিত ১১/২/১৮ইং তারিখের আদেশ বাতিল ক্রমে প্রার্থীনি
পক্ষকে দাখিলী ১১/১/১৮ ইং তারিখের নারাজি দরখাস্তের উপর শুনানীর সুযোগ দিয়া অথবা
প্রার্থীনি অন্য যে যে উপকার কি প্রতিকার পাইতে পারে তদমর্মে আদেশ দিয়া সু-বিচার করার
মর্জি হয়।
ইতি তাং-
Our Official facebook id : https://www.facebook.com/landcalculation
Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla
Our Official Playstore ID: https://play.google.com/store/apps/dev?id=4698126341534001801
Our Official Apps: https://play.google.com/store/apps/details?id=com.landbookbangla.miazi
- Bar Enrollment Preparation
- Civil Case Drafing
- Criminal Case Drafting
- Family Case Drafting
- High Court Enrollment Preparation
- Income Tax
- Land Survey Study
- Law and Rules
- Necessary Document (Daily Life)
- Others Case Drafting
- Product Review
- Uncategorized
- অন্যান্য মামলার ড্রাফটিং
- অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট প্রস্তুতি
- আইন-কানুন
- আমিনশীপ গনিত প্রশিক্ষণ
- আমিনশীপ থিউরি
- আয়কর
- দেওয়ানী মামলার নমুনা
- নিম্ন আদালত তালিকাভুক্তি পরীক্ষা প্রস্তুতি
- পারিবারিক সংক্রান্ত
- প্রোডাক্ট রিভিউ
- প্রয়োজনীয় দৈনন্দিন কাগজপত্র
- ফৌজদারী মামলার ড্রাফটিং
- ভুমি জরিপ
- যৌতুক
- হাইকোর্ট তালিকাভুক্তি পরীক্ষা প্রস্তুতি