বিবাহ সংক্রান্ত এ্যাফিডেভিট।

Post No-45

Disclaimer: বাদী-বিবাদীর নাম ঠিকানা পরিবর্তন করে বাস্তব ড্রাফটিং থেকে প্রস্তুত করা হলো ।

মোকামঃ বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়, বরিশাল
এ্যাফিডেভিট
(মামলা আপোষ মিমাংসা সংক্রান্ত)

আমি , বয়স- ০০ বছর, পিং-, সাং- , থানা ও জেলা- —। জাতী- ইসলাম, জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম- সম্প্রদায় সুন্নী।

আমি প্রতিজ্ঞা পূর্বক ঘোষনা করিতেছি যে, আমার পিতা- , এজাহারকারী হইয়া গত ০০/০০/০০০০ ইং তারিখের …….. আমাকে () দর্শাইয়া গত ০০/০০/০০০০ ইং তারিখে —- থানায় —— থানার মামলা নং- ০০, তাং- ০০/০০/০০০০ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৭/৩০ ধারায় ১নং আসামী –সহ ০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন যার জি, আর মামলা নং ০০০/০০ (এন)। আমি একজন স্বাবালিকা মহিলা। আমি ভালোবেসে ১নং আসামী —— এর সহিত বিবহ বন্ধনে আবদ্ধ হইয়াছি। আমি বর্তমানে অন্তঃস্বত্তা হইতেছি। যে কোন সময় আমার সন্তান প্রসব করিতে পারে বলিয়া সম্ভবনা রহিয়াছে। আমি স্বেচ্ছায় গিয়া তাকে ভালবাসিয়া বিবাহ করিয়াছি। আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ঘটনার দিন, তারিখ ও সময়ে বা অন্য কোন সময় অপহরণ করিয়া লয় নাই। আমি আমার স্বামীর কাছে অবস্থা করিতেছি। আমি আমার স্বামীর সাথে থাকিতে চাই। ইহাই আমার ঘোষনা। অন্যের প্ররোচনা ব্যতিরেকে স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থ্য শরীরে সুস্থমনে অত্র এ্যাফিডেভিট করিলাম।
সত্যপাঠ
উপরোক্ত বর্ণনাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ও সঠিক। অত্র সত্যতায় অত্র মোকামে বসিয়া নিজ নামে সহি সম্পাদন করিলাম।
……………………………


এফিডেভিটকারীদ্বয়ে স্বাক্ষর
এফিডেভিটকারী আমার সম্মুখে তাহার নিজ নাম সহি করিয়াছেন।

            এ্যাডভোকেট 
        জর্জ কোর্ট. বরিশাল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *