Welcome to your Barcouncil MCQ Test 03
৫১। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে?
৫২। অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত কি কি আদেশ দিতে পারে?
৫৩। আদালত প্রদত্ত অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ অমান্য করার ক্ষেত্রে অমান্যকারী পক্ষকে দেওয়ানী আটক রাখা যায় অনধিক-
৫৪। একাধিক বাদীর মধ্যে কেউ বেঁচে না থাকলে আদালত কি আদেশ দিবেন?
৫৫। ২২ আদেশের কত বিধিতে রয়েছে, কোন মহিলা বাদী বা বিবাদীর বিবাহের কারণে মোকদ্দমা বাতিল হবে না?
৫৬। ৯৫(১) ধারা অনুযায়ী আদালত বাদীকে কত টাকা ক্ষতিপূরণের আদেশ দিতে পারে?
৫৭। যে বিবাদীর বিরুদ্ধে কোন প্রতিকার চাওয়া হয়না তাকে কি বলে?
৫৮। কোন ক্ষেত্রে ডিক্রীদার দায়িকের বিরুদ্ধে জারী মামলা করতে পারে না?
৫৯। কৃষিজাত পণ্যের কোন অংশ ক্রোক বা ডিক্রীর অধীনে বিক্রয় অযোগ্য বলে ঘোষণা করতে পারে কে?
৬০। কোন মামলায় আদালত চূড়ান্ত শুনানির পূর্বে যে কোন এক পক্ষের প্রার্থনায় খরচসহ সময় প্রদান করতে পারে অনধিক-
৬১। নিম্নের কোন ক্ষেত্রে কোনো মামলা এবেট হবার কারণ উদ্ভব হতে পারে?
৬২। কোন মামলায় এ্যাবেটের আদেশ রদ করার জন্য মৃত বাদীর বৈধ প্রতিনিধি সরাসরি দরখাস্ত দায়ের করতে পারে কত দিনের মধ্যে?
৬৩। কোন ক্ষেত্রে মামলা এ্যাবেটের সম্ভাবনা রয়েছে?
৬৪। মোকদ্দমা দায়েরের অধিকার বিদ্যমান থাকলে পক্ষের মৃত্যুর কারণে মোকদ্দমা নষ্ট হয় না। বিধানটি কোথায় রয়েছে?
৬৫। দেওয়ানী মামলায় peremptory hearing এর পূর্ব পর্যন্ত খরচ ছাড়া কতটি মুলতবির আদেশ দেওয়া যায়?
৬৬। সাক্ষীর প্রদত্ত সাক্ষ্যের বিস্তারিত লিপিবদ্ধ করার প্রয়োজন নেই কোন ক্ষেত্রে?
৬৭। দেওয়ানী কার্যবিধির ২১ আদেশের ৯২ বিধি অনুসারে প্রদত্ত "Setting aside or refusing to set aside a sale" আদেশটি-
৬৮। ডিক্রী জারীমূলে কোন সম্পত্তি নিলামে বিক্রি হলে বিক্রির তারিখ হতে কত দিনের মধ্যে মূল্য আদালতে জমা দিতে হবে?
৬৯। দেওয়ানী কার্যবিধির Order XXI Rule 90 অনুযায়ী নিলাম রদের জন্য আবেদনকারীকে প্রমাণ করতে হবে-
৭০। বিবাদী মোকদ্দমার মুলতবীর খরচ দিতে না পারলে আদালত কি করতে পারেন?
৭১। যৌথভাবে চুক্তিকারী, অংশীদার, নির্বাহক, বন্ধকগ্রহীতাদের মধ্যে কারও প্রতিনিধির স্বাক্ষরিত কোন লিখিত স্বীকৃতির ক্ষেত্রে অপরজনকে কোন দেনার জন্য দায়ী করা যাবে না। এটি কত ধারার বিধান?
৭২। তামাদি আইনের কত ধারায় সুখাধিকার সম্পর্কে বলা হয়েছে?
৭৩। তামাদি আইনের তফসিলে কোন মামলার তামাদি সময়সীমা আলাদাভাবে উল্লেখ করা না থাকলে তার তামাদির মেয়াদ কত?
৭৪। সরকারী কোন সম্পত্তি ছাড়া অন্যকোন সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত জমি একনাগাড়ে কত বছর ধরে ভোগ করতে হবে?
৭৫। সরকারের বিপক্ষে বিরুদ্ধ দখলজনিত স্বত্বের দাবী প্রতিষ্ঠার ক্ষেত্রে বাদীকে প্রমাণ করতে হবে তার নিরবিচ্ছিন্ন দখল-