Welcome to your Barcouncil MCQ Test 04
৭৬। দরখাস্তকারীর সংজ্ঞায়ন করা হয়েছে কত ধারায়?
৭৭। তামাদি আইন সর্বপ্রথম কার্যকর হয় কত সালে?
৭৮। মামলা দায়েরের জন্য একজন নাবালক নির্ধারিত তামাদির অতিরিক্ত সময় পায় কতদিন?
৭৯। জমির স্বত্ব ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলা দায়েরের তামাদির মেয়াদ কত?
৮০। তামাদি আইন মূলত কি প্রকৃতির বিষয় সংশ্লিষ্ট?
৮১। সাক্ষ্য আইনে একজন সাক্ষীকে পুনঃজেরা করা যায়-
৮২। একটি দেওয়ানী মামলায় কোন ঘটনা প্রমাণের জন্য সর্বনিম্ন যে কজন সাক্ষীর প্রয়োজন হয় তা-
৮৩। কোন পক্ষ নিয়ে সাক্ষীকে একবার পরীক্ষার পর কোন কারনে পুনঃপরীক্ষা করতে পারে?
৮৪। কোন সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে-
৮৫। "No particular number of witness shall in any case be required for the proof of any fact" বাক্যটি সাক্ষ্য আইনের কত ধারায় বর্ণিত হয়েছে?
৮৬। ৩০ বছরের পুরাতন দলিল বিষয়ে অনুমান গ্রহণের বিধান সাক্ষ্য আইনের কোন ধারায়?
৮৭। ৩০ বছরের পুরাতন দলিল সঠিক বলে ধরে নেওয়া যেতে পারে যদি সেটি উদ্ধার হয়-
৮৮। সাক্ষ্য আইন আদালত May Presume করবে নিম্নোক্ত কোন ধারায়?
৮৯। ৩০ বছরের পুরাতন দলিল বিষয়ে আদালতের অনুমানের উল্লেখ রয়েছে কত ধারায়?
৯০। যে ব্যক্তির নামে টেলিগ্রাফ পাঠানো হয় ও টেলিগ্রাফ অফিস হতে যে বার্তা প্রাপকের কাছে অর্পণ করা হয় তা অভিন্ন বলে আদালত-------
৯১। সাক্ষ্য আইনের ৬০ ধারা অনুযায়ী Oral evidence must be
৯২। ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়...... এর ক্ষেত্রে
৯৩। "No particular number of witness shall in any case be required for the proof of any fact" বাক্যটি সাক্ষ্য আইনের কত ধারায় বর্ণিত হয়েছে?
৯৪। কোন বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞাসা করার অনুমতি আদালত দিতে পারেন?
৯৫। Dying Declaration (মৃত্যুকালীন বিবৃতি) করা যায় এর নিকট?
৯৬। আইনজীবীদের তালিকাভুক্তির বিষয় সংশ্লিষ্ট বিধি কোনগুলো
৯৭। আইনজীবী সনদের জন্য কোন আবেদনকারীকে Pupilage Diary তে অন্যূন কয়টি দেওয়ানী মামলার নোট থাকতে হবে?
৯৮। আইনজীবী হওয়ার জন্য আবেদন করতে মোট কয়টি মামলার বিবরণ আবেদনে সংযুক্ত করতে হবে?
৯৯। ৬০(৩) বিধি অনুযায়ী কোন একজন আইনজীবী------------ শিক্ষানবিশ আইনজীবীকে নিতে পারবেন না, বার কাউন্সিলের অনুমতি ব্যতীত।
১০০। রেজিস্ট্রেশনের কত বছরের মধ্যে প্রার্থীকে পাস করতে হবে অন্যথায় তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে?