Welcome to your Barcouncil MCQ Test 07
৫১। "কৃষিপণ্য ব্যতীত দেনাদারের দখলে কোন অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে সেই সম্পত্তি ক্রোক করে ক্রোককারী কর্মকর্তা তার নিজের বা তার অধীনস্ত কোন অফিসারের তত্ত্বাবধানে রাখতে পারবে" এটি কত বিধির বিধান?
৫২। ২১ আদেশের ৪৯ বিধি অনুযায়ী কোন পার্টনারশিপের সম্পত্তি ক্রোক বা বিক্রয় করা যাবে না উক্ত পার্টনারশিপের-----------ডিক্রী ব্যতীত।
৫৩। রায় প্রচারের পূর্বে শর্তাধীন বিবাদী পক্ষের কোন সম্পত্তি ক্রোক সংক্রান্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় বর্ণিত আছে?
৫৪। কোন মামলায় আদালতের রায়ের পূর্বে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে?
৫৫। ৩৭ আদেশের বিধি-বিধান শুধুমাত্র-----------উপর প্রযোজ্য।
৫৬। বিনিময়পত্র, হুন্ডি, বা প্রমিসরি নোট সংক্রান্ত কোন মোকদ্দমায় বাদী সংক্ষিপ্ত বিচারপদ্ধতিতে মোকদ্দমা পরিচালনা করতে চাইলে আরজি দাখিল করতে পারে নির্ধারিত ফর্মে। বিধানটি কোথায় রয়েছে?
৫৭। "ডিক্রী জারীতে পরিচালিত প্রত্যেক বিক্রয় প্রকাশ্য নিলামে হবে" বিধানটি কোথায় রয়েছে?
৫৮। চূড়ান্ত শুনানির কত দিনের মধ্যে আদালত মামলার শুনানি শেষ করবে?
৫৯। কত ধারায় রয়েছে, ৬৩ ধারার কোন কিছুই ডিক্রী জারীর জন্য আদালতের কোন কার্যক্রমকে অবৈধ করবে না?
৬০। বাদীর আরজি সংশোধনীর দরখাস্ত নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে প্রতিকার কী?
৬১। কোন আদালত একতরফা অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করবে না-
৬২। দেওয়ানী আদালত কর্তৃক স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রী প্রচারের ক্ষমতা-
৬৩। ৩৯ আদেশে নোটিশ বিনা জারীতে ফেরত আসলে আদালত নোটিশটি---------- আবার জারীর ব্যবস্থা করবে।
৬৪। অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়-
৬৫। যে পক্ষের আবেদনে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয় সেই পক্ষের বিরুদ্ধেই সিদ্ধান্ত গ্রহণ করা হলে আদালত অন্যপক্ষকে কত টাকা ক্ষতিপূরণ মূলক খরচ প্রদানের আদেশ দিবেন?
৬৬। দেওয়ানী মামলায় আদেশের বিরুদ্ধে আপীল দেওয়ানী কার্যবিধির কত ধারায়?
৬৭। পক্ষদ্বয়ের সম্মতির ভিত্তিতে আদালত কোন ডিক্রী প্রদান করলে সে ক্ষেত্রে--------করা যাবে না।
৬৮। ভুল বা অনিয়মের দ্বারা মোকদ্দমার সিদ্ধান্ত প্রভাবিত হলে সেটা কোথায় উল্লেখ করতে হবে?
৬৯। দেওয়ানী রিভিশন দেওয়ানী কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?
৭০। একজন সহকারী জজের কোন ডিক্রীর বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে-
৭১। তামাদি আইনের ৫ ধারায় বর্ণিত তামাদির মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিম্নের কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়?
৭২। ক দখল পুনরুদ্ধারের একটি মামলা দায়ের করেছে। মামলা দায়েরের সময় ছিল ৬ মাস। ১২ মাস পর মামলা দায়ের করেছে, বিবাদী পক্ষ তামাদির মেয়াদ নিয়ে কোন প্রশ্ন উত্থাপন করেনি। এক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন ধরনের সিদ্ধান্ত দিতে পারে?
৭৩। তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হয় যেখানে কোন-
৭৪। কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না?
৭৫। একটি অক্ষমতার অবসানের পূর্বেই অন্য একটি অক্ষমতায় পতিত হলে তামাদির মেয়াদ গণনা করতে হবে------------অবসানের পরে।