L.S.T মামলার তামাদি মওকুফের দরখাস্ত।Law Academy BD.

Post No-88

মাননীয়,

ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত, ফেনী

জেলা-ফেনী ।

এল.এস.টি মামলা নং       / ২০২৩ ইং

রহিমা আক্তার সুনিয়া গং           

……….. বাদীগণ।

==বনাম==

        কামরুল হাছান শান্ত গং

     ………..   বিবাদীগণ

বিষয়ঃ এস.এ.টি অ্যাক্ট ১৪৫(ক) ধারার বিধানমতে ৩৬৩ দিনের তামাদি মওকুফের প্রার্থনা।

নিবেদন এই,

   নালিশী রামপুর মৌজায় বি.এস খতিয়ানের চূডান্ত গেজেট প্রকাশের তারিখ ২৩/০৯/২০২১ইং হইতে অত্র ট্রাইবুনালে অত্র মামলা দায়ের করার কারণ উদ্ভব হইয়াছে। বাদী বি.এস খতিয়ানের ভুল রেকর্ড সম্পর্কে অবগত না থাকায় বিজ্ঞ ট্রাইব্যুনালে অত্র মামলা আনয়নে গ্যাজেট প্রকাশের তারিখ হইতে বিগত ২২/০৯/২০২২ইং তারিখ পর্যন্ত ট্রাব্যুনালের নির্দিষ্ট সময়-সীমা ০১ বৎসর শেষ হইয়াছে। বিগত ০২/০৮/২০২৩ইং তারিখে ২নং বাদী জমির খাজনা প্রদানের জন্য তহশীল অফিসে যোগাযোগ করিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় যে অত্র ভূমি বিবাদীগণের নামীয় অত্র মৌজাস্থ্য বি/এস ৪৮৮৮/৪৮৫নং খতিয়ানে রেকর্ড হইয়া রহিয়াছে। বাদীগণ গ্রাম্য সহজ সরল ও নিরক্ষর ব্যক্তি হওয়ায় সর্বশেষ বি.এস রেকর্ড সংক্রান্ত বিষয় অবগত না থাকায় অত্র নালিশী খতিয়ান সংক্রান্ত সার্চিং পাওয়া পর্যন্ত এবং অত্র মোকদ্দমা সংশ্লিষ্ট আইনজীবীর সহিত যোগাযোগসহ মোট ৩৬৩ দিন অনিচ্ছাকৃত বিলম্ব হইয়াছে।  এমতাবস্থায় বাদীগণের পক্ষে অত্র মোকদ্দমা দাখিলের অনুমতি আদেশ একান্ত আবশ্যক। নচেৎ বাদীপক্ষে অপূরণীয় ক্ষতি হইবে।

      অতএব, বিনীত প্রার্থনা এই যে, উপরোক্ত অবস্থা ও কারণাধীনে ৩৬৩ দিনের তামাদি মার্জনা পূর্বক অত্র মোকদ্দমা গ্রহণের আদেশ দানে বিজ্ঞ আদালতের মর্জি হয়।

                                                      ইতি তাং-     /    /২০২৩ইং