Post No-022
বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, বরিশাল
সূত্রঃ- বরিশাল সদর থানা, মামলা নং- ০০, তারিখঃ ০০-০০-২০২১ ইং। জি, আর- ১৭৯/২১ (ঘ)
ধারাঃ ৪০৬/৪১৯/৪২০/৪৬৫/৪৬৭/৪৭১/১০৯
দঃবঃ এবং পাসপোর্ট আইনের ১১(৩)
রাষ্ট্র
—————বাদী
বনাম
আনোয়ারুল ইসলাম
—————আসামী
বিষয়ঃ আসামী পক্ষে আত্মসমর্পন পূর্বক জামিনের আবেদন।
উপরোক্ত মামলার আসামী পক্ষের বিনীত নিবেদন এই যে,
১। আসামী একজন বাংলাদেশের দায়িত্বশীল সুনাগরিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বটে।
২। আসামী সম্পূর্ণ নির্দোষ এবং তাহাকে ষড়যন্ত্রমূলক অত্র মামলায় জড়িত করা হইয়াছে।
৩। আসামী অত্র মামলার অন্যান্য আসামীদের সহিত কোন পরিচয় কিংবা যোগসূত্র নাই।
৪। আসামী একজন চাকুরীজীবি হিসাবে স্থায়ী ঠিকানা আছে এবং জামিনে মুক্তি পাইলে পালানোর সম্ভাবনা নাই উপযুক্ত জামিনদারের সুব্যবস্থা আছে।
৫। সহযোগী আসামী (১) কবির হোসেন (২) রুবেব মোল্যা (৩) সানোয়ার কবির জামিনে মুক্তি আছে। শুনানীকালে অন্যান্য বক্তব্য উপস্থাপিত হইবে।
অতএব হুজুরদালতে নিকট বিনীত প্রার্থনা এই যে, উপরোক্ত অবস্থাধীনে আসামীকে জামিন দিয়া সুবিচার করিতে মর্জি হয়।
Our Official facebook id : https://www.facebook.com/landcalculation
Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla