post no – 147
মাননীয়,
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর আমলী আদালত, ফেনী
জেলা- ফেনী।
এফ.সি.আর মামলা নং- /২০২৪ইং।
কামরুন নেছা ( ), স্বামী- মোহাম্মদ মোস্তফা, বাড়ী- লাল মজিদ সওদাগর বাড়ি, সাং- নয়নপুর, পোঃ রাজাপুর, থানা- সোনাগাজী, জেলা- ফেনী।
……………বাদী।
==== বনাম ====
১। মোহাম্মদ শাহ্ জাহান (৫০), পিতা- সফিউল্লাহ,
২। সরওয়ার উদ্দিন বাবুল (৪৫), পিতা- সফিউল্লাহ,
৩। কুলছুম আক্তার (৩২), স্বামী- সরওয়ার উদ্দিন বাবুল ,
৪। পারভেজ হোসেন (২২), পিতা- শাহ্ আলম,
৫। মোঃ ফারুক (২৫), পিতা- শাহ্ জাহান ,
৬। ফরহাদ (১৯), পিতা- শাহ্ জাহান,
সর্ব-বাড়ী- লাল মজিদ সওদাগর বাড়ি, সাং- নয়নপুর, পোঃ রাজাপুর, থানা- সোনাগাজী, জেলা- ফেনী।
…………… আসামীগণ।
১। বাদিনী নিজে,
২। সফিউল্লাহ্ ( ), পিতা- ছমদ আলী,
৩। ফয়েজুন নেছা ( ), স্বামী- সফিউল্লাহ্,
সর্ব-সাং- আহাম্মদপুর (৪নং ওয়ার্ড), ইব্রাহিম কারী বাড়ী, থানা- সোনাগাজী, জেলা- ফেনী।
………… স্বাক্ষীগণ।
চলমান পাতা – ১/৩
পাতা-২
১ম ঘটনার তারিখ-২৮/১০/২০২৪ইং
ঘটনার সময়- বৃহঃপতিবার, সকাল ০৮.০০ ঘটিকা।
ঘটনার স্থান- বাদিনীর বসত ঘর।
ধারাঃ ১৪৩/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬/৩৫৪/৪৪৮/৪৪৯/৪৫০/৪৫১/৪৫২ দঃ বিঃ ।
নিবেদন এই,
উপরোক্ত মামলার বাদিনী একজন সহজ, সরল গ্রাম্য বধু ও আইনের প্রতি শ্রদ্ধাশীল । আসামীগণ জোর জুলুমবাজ, সন্ত্রাসী প্রকৃতির ও আইন অমান্যকারী বটে। বাদিনী ও আসামীগণ একই বাড়ির প্রতিবেশী হয়, ১/২নং আসামী বাদিনীর ভাসুর, ৩ নং আসামী বাদিনীর জা, ৪/৫/৬ নং আসামীগণ বাদিনীর ভাসুরপুত্র হয়। বাদিনীর স্বামী ও আসামীগণ পরস্পর আত্নীয়স্বজন হওয়ায় তাহারা সবাই একটি দেওয়ানী মামলায় বাদী পক্ষ হইয়া মামলা চালানোর কারণে তাহাদের মধ্যে কিছুদিন যাবত মামলার খরচ বহণ সম্পর্কিত তর্ক-বিতর্ক চলিতে থাকে। ঘটনার দিন সকাল ৭.৩০ ঘটিকার সময় বাদিনীর স্বামীর সহিত দেবর-ভাসুরগণের, সকাল ৮.০০ ঘটিকার সময় বাদিনীর স্বামী বাড়ী হইতে বাহির হইয়া গেলে ১নং আসামী বাদিনী স্বামীর নাম ধরিয়া চিৎকার চেঁচামেচি গালি দিতে দিতে বাদিনীর স্বামীগৃহে প্রবেশ করে। বাদিনী ১নং আসামীকে গালিগালাজ করিতে নিষেধ করিলে ১নং আসামী বাদিনীকে চড় থাপ্পড় মারিতে থাকে। ১নং আসামী বাদিনীর কাপড়ের আচল ধরে টান মারিয়া বাদিনীকে অর্ধনগ্ন করিয়া ফেলে। ১নং আসামী বাদিনীর সহিত ধস্তাধস্তি সময় ২নং আসামী পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে বাদিনীর মাথায় বাড়ি মারার সময় বাদিনী হাত দিয়ে প্রতিহত করায় ডান হাতের কনিষ্ট আংগুলে জখম হয়। ৩নং আসামী বাদিনীর গৃহে প্রবেশ করিয়া কাপড় বাদিনীর চোখ বদ্ধ করিয়া বুকে পিঠে এলো পাতাড়ি কিল-বুসি মারিতে থাকে। ৪/৫/৬ নং আসামী বাদিনীকে দা, বটি, লাঠিসোঁটা নিয়া দলবদ্ধ হইয়া গালিগালাজ করিতে থাকে এবং বাদিনীর বসত ঘরের দরজায় লাথি মারিয়া তান্ডব চালাইতে থাকে। বাদিনীর কণ্যাদ্বয় এহেন পরিস্থিত দেখিয়া কান্না করিতে লাগলে ৪/৫/৬নং আসামীগণ তাহাদের চড় থাপ্পর মারিতে থাকে এবং তাহাদের মুখে কাপড় গুজিয়া দেয়।
চলমান পাতা -২/৩
পাতা-৩
ঘটনার সময় ১নং বাদীনির পরনে থাকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন টান মারিয়া নিয়া যায়। ৩নং ও ৪নং আসামী বাদিনীর কণ্যাগণ জান্নাতুল ফেরদৌস (৮) ও জান্নাতুল মায়মুনা (৬) কে চড় থাপ্পড মারিতে থাকে এবং বাদিনীর ঘরে থাকে জিনিসপত্র ভাঙচুর করিতে থাকে। আসামীগন তান্ডব করিয়া চলিয়া যাওয়ার সময় ১নং স্বাক্ষীকে ঘুম করিয়া ফেলিবে বলিয়া ভীতি প্রদর্শন করিবে বলিয়া চলিয়া যায়। বাদিনীকে ফেনী সদর হাসপাতাল হইতে চিকিৎসা করানো হয়। যাহার রেজিঃ নং ২৫৬৫৪, তারিখ ২৮/১০/২০২৪ইং।
অতএব, হুজুরাদালত ন্যায় বিচারের জোর জুলুমবাজ প্রকৃতির আসামীগণের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে মর্জি হয়। ইতি তাং-
Our Official facebook id : https://www.facebook.com/landcalculation
Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla
Our Official Playstore ID: https://play.google.com/store/apps/dev?id=4698126341534001801
Our Official Apps: https://play.google.com/store/apps/details?id=com.landbookbangla.miazi
- Bar Enrollment Preparation
- Civil Case Drafing
- Criminal Case Drafting
- Family Case Drafting
- High Court Enrollment Preparation
- Income Tax
- Land Survey Study
- Law and Rules
- Necessary Document (Daily Life)
- Others Case Drafting
- Product Review
- Uncategorized
- অন্যান্য মামলার ড্রাফটিং
- অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট প্রস্তুতি
- আইন-কানুন
- আমিনশীপ গনিত প্রশিক্ষণ
- আমিনশীপ থিউরি
- আয়কর
- দেওয়ানী মামলার নমুনা
- নিম্ন আদালত তালিকাভুক্তি পরীক্ষা প্রস্তুতি
- পারিবারিক সংক্রান্ত
- প্রোডাক্ট রিভিউ
- প্রয়োজনীয় দৈনন্দিন কাগজপত্র
- ফৌজদারী মামলার ড্রাফটিং
- ভুমি জরিপ
- হাইকোর্ট তালিকাভুক্তি পরীক্ষা প্রস্তুতি
©All copyright reserved by Law Academy BD .