বিবিধ প্রশ্নমালা । প্রতি একর ১০,০০০০০ টাকা মূল্যে এক ব্যক্তি ৩০ একর জমি ক্রয় করিলেন। কিছুদিন পর প্রমাণিত হইল যে জমিটি যেই ১০০ ফুট শিকল দ্বারা মাপিয়া দেওয়া হইয়া ছিল তাহা প্রকৃত পক্ষে ৩” (ইঞ্চি) কম ছিল ক্রেতা ইহা জানিয়া বিক্রেতার বিরুদ্ধে কোর্টে প্রতারনার মামলা দায়ের করিলেন। কোট বিক্রেতাকে ৫০,০০০ টাকা জরিমানা সহ অতিরিক্ত মূল্য ফেরত দেওয়ার নির্দেশ দিলে বিক্রেতা কত টাকা ফেরত দিবে।

Post No. 18

সমস্যা : প্রতি একর ১০,০০০০০ টাকা মূল্যে এক ব্যক্তি ৩০ একর জমি ক্রয় করিলেন। কিছুদিন পর প্রমাণিত হইল যে জমিটি যেই ১০০ ফুট শিকল দ্বারা মাপিয়া দেওয়া হইয়া ছিল তাহা প্রকৃত পক্ষে ৩” (ইঞ্চি) কম ছিল ক্রেতা ইহা জানিয়া বিক্রেতার বিরুদ্ধে কোর্টে প্রতারনার মামলা দায়ের করিলেন। কোট বিক্রেতাকে ৫০,০০০ টাকা জরিমানা সহ অতিরিক্ত মূল্য ফেরত দেওয়ার নির্দেশ দিলে বিক্রেতা কত টাকা ফেরত দিবে।

আমরা জানি,

১ একর                             = ৪৩৫৬০               বর্গফুট

৩০ একর                             = (৪৩৫৬০*৩০)

                                                     = ১৩০৬৮০০    বর্গফুট

এবং ৩´´(ইঞ্চি)                       = ০.২৫ ফুট

শুদ্ধ শিকলের ১ চেইন                 = ১০০  ফুট

  ‘‘     ‘‘    ১ বর্গ চেইন          = (১০০*১০০)

                                                   = ১০,০০০ বর্গফুট

ভুল শিকলের চেইন                   = (১০০ – ০.২৫) ফুট

= ৯৯.৭৫

ভুল শিকলের ১ বর্গ চেইন                = (৯৯.৭৫ × ৯৯.৭৫ ) বর্গফুট

= ৯৯৫০         বর্গফুট

১০,০০০ বর্গফুটে কমদেয়                  = (১০,০০০-৯,৯৫০) বর্গফুট।

                                                         = ৫০ বর্গফুট

১০,০০০ বর্গফুটে কমদেয়                  = ৫০ বর্গফুট

১ বর্গফুটে কমদেয়                         = ৫০/১০,০০০

১৩০৬৮০০ বর্গফুটে কমদেয়             = ৫০*১৩০৬৮০০/১০,০০০

= ৬৫৩৪

৪৩৫৬০ বর্গফুটে মূল্য                     = ১০,০০০০০ টাকা

১ বর্গফুটে মূল্য                            = ১০,০০,০০০/৪৩৫৬০ টাকা

৬৫৩৪ বর্গফুটে মূল্য                     = ১০,০০০০০*৬৫৩৪/৪৩৫৬০ টাকা

= ১,৫০,০০০ টাকা

উত্তর : বিক্রেতা জরিমানাসহ ফেরত দিতে হইবে    = ১,৫০,০০০ টাকা + ৫০,০০০ টাকা

= ২,০০,০০০ টাকা ।