গ্রাম আদালত আইনের ১৬(১) ধারার বিধান মতে মোকদ্দমা স্থানান্তরের প্রার্থনা।

মাননীয়,

        চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, ফেনী

         জেলা- ফেনী।

ইউ পি টি মামলা নং-     /২০২২ইং

বিষয়ঃ গ্রাম আদালত আইনের ১৬(১) ধারার বিধান মতে মোকদ্দমা স্থানান্তরের প্রার্থনা।

সাইফুল ইসলাম (৩৫), পিতা- মৃত রহিম উল্লাহ, সাং- পূর্ব শীবপুর, পোঃ- সওদাগর বাজার, থানা- ফেনী সদর, জেলা- ফেনী।

…………বাদী/প্রার্থী।

বনাম

১। তাফসীরুল ইসলাম প্রঃ মানিক (২৫),

২। জিয়াউদ্দিন (২৭),

৩। খুরশিদ আলম (৪০),

৪। সাইফুল ইসলাম (৩৫),

৫। নুর আলম (৩৭)

সর্ব-পিতা- মৃত বছির আহাম্মদ, সর্ব সাং- পূর্ব শীবপুর (লাল মজিদ সওদাগর বাড়ি), পো:- সওদাগর বাজার, থানা-ফেনী সদর, জেলা- ফেনী।

………আসামীগ/প্রতিপক্ষগণ

সূত্র- অত্র মামলার প্রার্থী বাদী হইয়া প্রতিপক্ষগণকে আসামী করিয়া ফেনী সদর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মূলে ফেনী সি/আর ৪৫৪৪/২০২০ইং মামলা আনয়ন করিয়াছিলেন। উক্ত মোকদ্দমায় বিজ্ঞ আদালত বিচার নিষ্পত্তির নিমিত্তে গ্রাম আদালতে প্রেরণ করিয়াছেন। উক্ত ফৌজদারী মামলাখানা গ্রাম আদালত আইনের ১৬(১) ধারার বিধানমতে অত্রাদালতে কিংবা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে কিংবা এখতিয়ার সম্পন্ন অন্য যে কোন আদালতে বিচারের নিমিত্তে স্থানান্তরের প্রার্থনা।

নিবেদন এই,

        অত্র মামলার প্রার্থী বাদী হইয়া প্রতিপক্ষগণকে আসামী করিয়া ফেনী সদর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে দন্ডবিধির ৩০৭/৩২৩/৩২৫/৩৫৪/৩৭৯/৫০৬ ধারায় মামলা আনয়ন করিলে বিজ্ঞ আদালত পি বি আইকে তদন্ত করিয়া প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলে বি বি আই

চলমান পাতা- ০২

পাতা-০২

আদৃষ্ট হইয়া তদন্তপূর্বক বিগত ১৭/০৯/২০২০ইং তারিখে দন্ডবিধির ৩২৩/৫০৬ ধারায় আসামীগণের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গিয়াছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তী আসামীপক্ষ একই ঘটনা ও স্থান, সময়কে কেন্দ্র করিয়া উল্লেখিত আদালতে পিটিশন ১৫১/২০২০ মূলে  পিসিআর ৪৫/২০২১ইং নং কাউন্টার মামলা আনয়ন করেন।  অতঃপর আসামীগণ বিজ্ঞ আদালতে হাজির হইয়া প্রতিযোগিতা করিতে থাকাবস্থায় মোকদ্দমা বিচার নিষ্পত্তির নিমিত্তে     নং ফাজিলপুর গ্রাম আদালতে প্রেরণ করেন। গ্রাম আদালতে বিগত বিগত ৩০/০৩/২০২২ইং তারিখ মোকদ্দমার দিন ধার্য ছিল। উক্ত  তারিখে বাদী/প্রার্থীক গ্রাম আদালতে যাইয়া মামলা সম্পর্কে ইউনিয়ন পরিষদের সেক্রেটারীকে মামলার বিষয়ে জিজ্ঞাস করিলে অত্র মামলা তাহাদের গ্রাম আদালতে বিচারে আসে নাই বলিয়া জানায়। বাদী/প্রার্থিক গ্রাম আদালত হইতে অদ্যাবদি কোন নোটিশ পায়নাই। পরবর্তী চেয়ারম্যানের সাথে যোগাযোগ করিলে চেয়ারম্যান ধমকের সাথে জানায় যে, আসামীগণের সাথে মামলা মিটিয়ে ফেলতে এবং ১০০ টাকা মূল্যের ৩টি অলিখিত স্টাম্পে স্বাক্ষর দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। প্রার্থী অলিখিত স্টাম্পে স্বাক্ষর করিতে অস্বীকার করিয়া ন্যায় বিচার করিতে অনুরোধ করা মাত্রই অত্র মামলা গোপনে খারিজ করিয়া দিবেন এবং কোন রায় পাইবেনা মর্মে জানায়। যাওয়ার সময় প্রার্থী কোন প্রকার ব্যবস্থা থাকিলে করিতে পারো উল্লেখে চলিয়া যাওয়ায় প্রার্থী কোন উপায়ন্ত না পাইয়া তফশীল বর্ণিত অজুহাত ও হেতুতে উক্ত মামলা উক্ত গ্রাম আদালত হইতে অত্রাদালতে কিংবা জুডিসিয়াল ২য় আদালত কিংবা অন্য কোন এখতিয়ার সম্পন্ন আদালতে স্থানান্তরের প্রার্থনা করিলেন।

হেতুসমূহঃ

১। যেহেতু গ্রাম আদালত হইতে প্রার্থীকে কোন ধরণের নোটিশ প্রেরণ করে নাই। মামলার খোজ খবর নেওয়ার জন্য গ্রাম আদালতের চেয়ারম্যানের সাথে আলাফ করিতে গেলে ৩টি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর করিতে চাপ প্রয়োগ বিধায় প্রার্থী গ্রাম আদালতে ন্যায় বিচার পাইবেনা মর্মে সন্দেহ করিতেছে হেতুতে মামলা অন্য আদালতে স্থানান্তর করা আবশ্যক।

২। যেহেতু একই সময়, স্থান ও ঘটনাকে কেন্দ্র করিয়া অত্র মামলা আসামী/প্রতিপক্ষগণের কাউন্টার মামলা অত্রাদালতের এখতিয়ারাধিন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে বিচারাধীন রহিয়াছে সেহেতু ন্যায় বিচারের স্বার্থে অত্র মামলা খানা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে স্থানান্তরের আদেশ আবশ্যক।

৩। যেহেতু গ্রাম আদালতে মামলার বিষয়ে খবর নিতে গেলে জানায় যে তাহারা এই মামলার বিচারার্থে পায়নাই, অথচ বিজ্ঞাদালতের সেরেস্থা ও জারিকারকের তথ্যমতে অত্র মামলা বিচারার্থ গ্রাম আদালতে গিয়াছে। অত্রা মামলার তথ্য গোপন করার গ্রাম আদালতের মামলা খানা বিজ্ঞাদালতের এখতিয়ারাধীন উপযুক্ত আদালতে স্থানান্তরের আদেশ আবশ্যক।

চলমান পাতা- ০২

পাতা-০২

৪। অত্র মামলার সংক্রান্ত মূল মামলায় দন্ডবিধির ৩০৭/৩২৩/৩২৫/৩৫৪/৩৭৯/৫০৬ ধারায় মামলা আনয়ন করলেও তদন্ত কর্মকর্তা সুষ্ঠ তদন্ত না করিয়া শুধুমাত্র  দন্ডবিধির ৩২৩/৫০৬ ধারার ঘটনার সত্যতার আলোকে প্রতিবেদন দাখিল করেন অথচ ৩০৭/০৫৪ ধারার অপরাধ অন্তভূর্ক্ত করার সুযোগ ছিল। কিন্তু গ্রাম আদালতের ৩০৭/৩৫৪ ধারার অপরাধ গ্রাম আদালতের বিচার করিবের সুযোগ না থাকায় উপযুক্ত আদালতে স্থানান্তরের আদেশ আবশ্যক।

বক্রী বাচনিক নিবেদন করা হইবে।

   অতএব বিনীত প্রার্থনা, বিজ্ঞাদালত দয়া বিতরেন ন্যায় বিচারের স্বার্থে উপরোক্ত অবস্থা ও কারণাধীনে গ্রাম আদালতের ১৬(১) ধারার বিধান মতে বর্তমান প্রার্থী বাদী হইয়া বর্তমান প্রতিপক্ষগণকে আসামী করিয়া ফেনী জুডিসিয়াল ম্যাজিষ্ট্র আদালতের ৪৫৪৪/২০ইং নং মামলা যাহা বর্তমানে    নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে বিচারাধীণ রহিয়াছে। উক্ত ফৌজদারী মামলার নথি তলবে আনিয়া অত্র আদালতে এখতিয়ারাধীন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালত কিংবা এখতিয়ার সম্পন্ন অন্য কোন আদালতে বিচার নিষ্পত্তির আদেশ দানে মর্জি হয়।

তফশীল নথির পরিচয়ঃ

জেলা-ফেনী, থানা- ফেনী সদর,     নং ফাজিলপুর ইউনিয়ন গ্রাম আদালতে সাইফুল ইসলাম (৩৫), পিতা- মৃত রহিম উল্লাহ, সাং- পূর্বশিবপুর, থানা- ফেনী সদর, জেলা- ফেনী বনাম  তাফসীরুল ইসলাম প্রকাশ মানিক (২৫), পিতা- মৃত বছির আহাম্মদ, সাং- পূর্বশিবপুর, থানা- ফেনী সদর, জেলা- ফেনী গং ৫ জন আসামী নামীয় ফেনী আমলী আদালত ৪৫৪৪/২০২০ইং মামলা যাহা বর্তমানে ,     নং ফাজিলপুর ইউনিয়ন গ্রাম আদালতে বিচারাধীন আছে তাহাই স্থানান্তরিত প্রার্থীত।

PDF link : Download

MS Word : Download


Our Official facebook id : https://www.facebook.com/landcalculation

Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla

Our Official Playstore ID: https://play.google.com/store/apps/dev?id=4698126341534001801

Our Official Apps: https://play.google.com/store/apps/details?id=com.landbookbangla.miazi