Post No-92
মাননীয়,
যুগ্ম জিলা জজ ২য় আদালত , ফেনী
জেলা- ফেনী।
মানিডিং ৪৫/১৬ইং।
মোঃ মোস্তফা বনাম আবুল কালাম
ডিক্রীদার দায়ীক
ডিক্রীদার পক্ষে দায়ীকের স্থাবর সম্পত্তি ক্রোকাবদ্ধ করার আদেশের প্রার্থনা।
নিবেদন এই,
উপরোক্ত মামলা অত্রাদালতে দায়েরী মানি ০১/১১ ইং মামলার বিগত ২৮/১০/২০১৪ইং তারিখের রায়ে ডিক্রীদার পক্ষে ৩৬৮৬৪৮/= টাকা ডিক্রী প্রদান করিয়া উক্ত তারিখ হইতে আগামী ৪৫ দিনের মধ্যে তাহা ডিক্রীদার পক্ষে পরিশোধ করার জন্য রায় ডিক্রী দিয়া থাকেন। দায়ীক বিজ্ঞ আদালতের রায় ডিক্রী মোতাবেক ডিক্রীকৃত টাকা পরিশোধ না করায় ডিক্রীদার ডিক্রীকৃত টাকা পাওয়ার নিমিত্তে¡ অত্রাদালতে অত্র ডিক্রী জারী মামলা আনয়ন করিয়া থাকে। ডিক্রী জারী মামলায় দায়ীক হাজির হইয়া দীর্ঘদিন যাবত আপত্তি দাখিলের জন্য সময় প্রার্থনা করিয়া আপত্তি দাখিল না করিয়া কালক্ষেপন করিতে থাকে। এমতাবস্থায় ডিক্রীদার দায়ীকের নামীয় খরিদা বিগত ০৭/০৭/২০১০ ইং তারিখে রেজিষ্ট্রিকৃত ২৬২৬ নং কবলার সহিমোহর নকল বিগত ০৭/০৩/২০১৮ ইং তারিখে দাখিল করিয়া উক্ত খরিদা দলিলের আবৃত ২০ শতক ভূমি ক্রোকাবদ্ধ করিয়া নিলামের আদেশ দেওয়ার নিমিত্ত্বে ডিক্রীদার বিগত ০৭/০৩/২০১৮ইং তারিখে দরখাস্ত আনয়ন করিয়া থাকেন। বিজ্ঞ আদালত ডিক্রীদারের দাখিলীয় দরখাস্তের পরিপ্রেক্ষিতে উক্ত তারিখে ১০ দিনের কারণ দর্শানোর আদেশ দিয়া থাকেন। বিজ্ঞ আদালত হইতে দায়ীকের প্রতি বিগত ০৮/৩/২০১৮ ইং তারিখে কারণ দর্শানোর নোটিশ জারী হইয়া নথির সামিল আছে। কিন্তু দায়ীক নোটিশ প্রাপ্ত হওয়ার পর ও ডিক্রীদারের টাকা পরিশোধ করে নাই এবং কারণ দর্শানোর কোন জবাবও প্রদান না করিয়া দৃষ্টতা প্রদর্শন করিয়া আসিতেছে। এমতাবস্থায় ডিক্রীদারের টাকা পাওয়ার নিমিত্ত্বে দায়ীকের নামীয় খরিদা ভূমি ক্রোকাবদ্ধ করা একান্ত আবশ্যক। তদার্থে ডিক্রীদার হুজুরাদালতে অত্র প্রার্থনা আনয়ন করিতেছে।
অতএব বর্নিত অবস্থা ও কারণাধীনে ডিক্রীদারের ডিক্রীকৃত পাওনা ৩৬৮৬৪৮/= টাকা পাওয়ার নিমিত্বে দায়ীকের নামীয় নিম্ম তফসিল বর্নিত ভ‚মি ক্রোকাবদ্ধ করিয়া নিলাম আদেশ দানের মর্জি হয়।
তফসিল ভূমি
জেলা- ফেনী, উপজিলা- ছাগলনাইয়া, মৌজা-সেকান্তপুর , মধ্যে জেএল নং এসএ ১৩৫ বিএস ৯ নং বিএস খতিয়ান নং ৭২২ খারিজী খতিয়ান নং ৯৩৬ সাবেক ১৩৩৪ দাগ হাল বিএস ৮৫৭ দাগে ৪১ শতক আন্দরে ২০.৫০ শতক নাল যাহার চৌহুদ্দীঃ-
উত্তরেঃ হাজী সফিকের রহমান
দক্ষিনেঃ দলিলের রহমান
পূর্বেঃ সুলতান আহাম্মদ
পশ্চিমেঃ আবদুল মুনাফ
যাহা দায়ীক বিগত ০৭/০৭/২০১০ ইং তারিখে ২৬২৬ নং সাফ কবলা মূলে খরিদ সূত্রে মালিক দখলকার আছে।
সত্যপাঠ
অত্র দরখাস্তের যাবতীয় বিবরণ সত্য
জ্ঞানে নিম্মে নিজ নাম স্বাক্ষর করিলাম
ইতি তাং-
Our Official facebook id : https://www.facebook.com/landcalculation
Our Official Youtube Channel : https://www.youtube.com/@7MinutesBangla
- Bar Enrollment Preparation
- Civil Case Drafing
- Criminal Case Drafting
- Family Case Drafting
- High Court Enrollment Preparation
- Income Tax
- Land Survey Study
- Law and Rules
- Necessary Document (Daily Life)
- Others Case Drafting
- Product Review
- Uncategorized
- অন্যান্য মামলার ড্রাফটিং
- অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট প্রস্তুতি
- আইন-কানুন
- আমিনশীপ গনিত প্রশিক্ষণ
- আমিনশীপ থিউরি
- আয়কর
- দেওয়ানী মামলার নমুনা
- নিম্ন আদালত তালিকাভুক্তি পরীক্ষা প্রস্তুতি
- পারিবারিক সংক্রান্ত
- প্রোডাক্ট রিভিউ
- প্রয়োজনীয় দৈনন্দিন কাগজপত্র
- ফৌজদারী মামলার ড্রাফটিং
- ভুমি জরিপ
- হাইকোর্ট তালিকাভুক্তি পরীক্ষা প্রস্তুতি
©All copyright reserved by 7 minutes Bangla .