আবেদনকারীর মালিকানাধীন নিম্ন তফসীল বর্ণিত মোটরসাইকেল জিম্মায় নেওয়ার প্রার্থনা।

Post No-97

মাননীয়,

       অতিরিক্ত দায়রা জজ আদালত, ফেনী,

       জেলা- ফেনী।

দায়রা– ৭৯৯/২০২০ইং

                 রাষ্ট্র                 বনাম               মোঃ জাকির হোসেন

             ……বাদী                                        ……আসামী

মোঃ শওকত হোসেন, পিতা- মোঃ শফি, নেয়াজপুর, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী

                                                             ……… জিম্মাপ্রার্থী

বিষয়ঃ আবেদনকারীর মালিকানাধীন নিম্ন তফসীল বর্ণিত মোটরসাইকেল জিম্মায় নেওয়ার প্রার্থনা

নিবেদন এই,

        আবেদনকারী নিম্ন তফসীল উল্লেখিত মোটর সাইকেলের মালিক বটে। বিগত ১৫-০৮-২০২৩ইং তারিখে আবেদনকারী মোঃ শওকত হোসেন বিক্রেতা শামীম খান হইতে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার বিনিমনয়ে ক্রয় করিয়াছেন। আবেদনকারী নিম্ন তফসীল উল্লেখিত মোটর সাইকেলের মালিক হন। বিগত ২০/০৯/২০২০ইং তারিখ করোনাকালীন সময়ে আবেদনকারী অত্র মামলায় জব্দকৃত মোটর সাইকেলের জিম্মার দরখাস্ত আনায়ন করিলে, মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত মহোদয় মামলার এজাহার, জব্দ তালিকা ও দরখাস্তকারীর দরখাস্ত পর্যালোচনা করিয়া জব্দকৃত মোটর সাইকেলের মালিকানা যাচাই সংক্রান্ত BRTA মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করিয়াছেন। দীর্ঘ দুই বছরের বেশী সময়েও মালিকানা যাচাই প্রতিবেদন মূল নথিতে সামিল না হওয়ায়, পরবর্তীতে বিগত ০৭/১০/২০২২ইং তারিখে আবেদনকারী অত্রাদালতে এক খানা দরখাস্ত করিয়া ফেনী মডেল থানার তদন্তকারী কর্মকর্তাকে তাগাদা প্রদানের জন্য আবেদন করিলে, অত্র মাননীয় আদালত আবেদন খানা মঞ্জুর করিয়া বিগত ১১/১০/২০২২ইং তারিখে ৫০০নং স্বারকে তদন্তকারী কর্মকর্তাকে তাগাদা প্রদান করেন। এমতাবস্থায় অত্র মোটর সাইকেলখানা অযত্নে ফেনী মডেল থানার মাঠে নষ্ট হইয়া যাইতেছে বিধায়, মোটর সাইকেলখানার মালিকানা সংক্রান্ত দাখিলকৃত তদন্ত প্রতিবেদন গ্রহণ করিয়া এবং তাহা সুবিবেচনায় আনিয়া মোটর সাইকেলটি সঠিক মালিকের/অত্র প্রার্থীর জিম্মায় দেওয়া আবশ্যক। নচেৎ জিম্মা প্রার্থীর অপূরণীয় ক্ষতির কারণ হইবে।

        অতএব, বিনীত নিবেদন এই, উপরোক্ত কারণাধি বিবেচনা করিয়া মালিকানা যাচাই সংক্রান্ত প্রতিবেদন গ্রহণ করিয়া, অত্র জিম্মা প্রার্থীর অধীনে মোটর সাইকেলটি প্রদানের আদেশ দিয়া সু-বিচার করার মর্জি হয়।

                                                                          ইতি/তাং-

তফসীল মোটর সাইকেলের বিবরণঃ

মডেল- YAMAHA: 2017: 150 CC,  রেজিষ্ট্রেশন নং- DHAKA-METRO-LA-28-9000, ইঞ্জিন নং- G309E0487191, চেচিস নং – MEIRGO848k9547459, ইন্সুরেন্স- RICL/AGRA/MV/CERT-018404/02/2020, তৈরীর সন- ২০১৭, সিলিন্ডার ০১, অশ্বশক্তি- ১৫০ সিসি, আসন সংখ্যা- ০২জন (চালকসহ), গাড়ীর রঙ- মাল্টিকালার।

Related Posts

বিবিধ আপিল এর আর্জির নমুনা। Drafting।

সহকারী জজ আদালত থেকে জেলা জজ আদালতে আপিল। মাননীয়, ফেনী জেলা ও দায়রা জজ আদালত জেলা- ফেনী বি.আ………/২৪ ইং। (তাঁহার দেওয়ানী আপীল এখতিয়াধীন)। তায়দাদ মং- ৩,০০,০০০/- টাকা। ১। আবুল কালাম,…

Mileseey range finder

৪-৫ ঘন্টা ধরে ফিতা দিয়ে মেপে জমি পরিমাপ করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এই জমি পরিমাপের ব্যাপার সহজ করতে চলে এসেছে মাইল সি রেঞ্জ ফাইন্ডার/ টেলিস্কোপ মিটার ( Mileseey range finder…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -05. (APPEAL CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -05. (APPEAL CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -04. (APPEAL CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -04. (APPEAL CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -03. (MISCELLANEOUS CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -03. (MISCELLANEOUS CASE)

Criminal-Question No-02 (Criminal Part) with Application for bail.

Criminal-Question No-02 (Criminal Part) with Application for bail.

দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১/২নং রুলের বিধানমতে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা। injunction.

  • By admin
  • April 1, 2024
  • 135 views
দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১/২নং রুলের বিধানমতে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা। injunction.

বিবিধ আপিল এর আর্জির নমুনা। Drafting।

  • By admin
  • April 1, 2024
  • 91 views