আসামীপক্ষে সময়ের আবেদন। Law Academy BD।

Post No-58

মোকাম বিজ্ঞ ১ম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম, আদালত নং-২, ঢাকা
বিমানবন্দর থানার মামলা নং- ০০ (০) ২০০০

ধারা- দন্ডবিধির ৩৮০ ধারা।

রাষ্ট্র

———-বাদী

বনাম

রাফিদা

————–আসামী

বিষয়ঃ আসামীপক্ষে সময়ের আবেদন।
দরখাস্তকারী আসামীপক্ষে বিনীত নিবেদন এই যে,
১। যেহেতু অদ্য উপরোক্ত নং মামলায় বিজ্ঞ আদালতে সাক্ষীর জন্য দিন ধার্য্য আছে বটে।
২। যেহেতু অত্র আসামী এবং তাহার কোলের শিশু সন্তান ঠান্ডা জনিত কারণে মারাত্মকভাবে শারিরীক অসুস্থ থাকায় অদ্য বিজ্ঞ আদালতে হাজির হইতে পারে নাই। বিধায় ন্যায় বিচারের স্বার্থে আসামীপক্ষে সময়ের আবশ্যক। অন্যথায় আসামীপক্ষ ন্যায় বিচার হইতে বঞ্চিত হইবে।

অতএব, বিনীত প্রার্থনা এই যে, ন্যায় বিচারের স্বার্থে উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে আসামীপক্ষের দাখিলকৃত সময়ের আবেদন মঞ্জুরের আদেশ দানে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়।

1 thought on “আসামীপক্ষে সময়ের আবেদন। Law Academy BD।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *