বায়নাকৃত জমির চুক্তিপত্র।

Post No-46

Disclaimer: বাদী-বিবাদীর নাম ঠিকানা পরিবর্তন করে বাস্তব ড্রাফটিং থেকে প্রস্তুত করা হলো ।

===বায়না চুক্তিপত্র===

সিএস ২৯নং বিএস ২৫নং ফেনী  মৌজার

রকম নাল বায়নাকৃত জমিন ০৬ (শূণ্য হয় )শতাংশ।

মোট মূল্য ৪,৭০,০০০/- (চার লক্ষ সত্তর হাজার) টাকা

বায়নাকৃত সম্যক নগদ মং- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।

০০০০০০০০০০, স্বামী: ০০০০০০০০, পিতা: ০০০০০০০০০ মাতা: ০০০০০০০ জন্ম তারিখঃ ১২/০৮/১৯৮১ইং, জাতীয় পরিচয়পত্র নং: ০০০০০০০০সাং:০০০০০০০০০, ডাকঘর: ০০০০০০, উপজেলা: ফেনী সদর, জেলা: ফেনী।

১ম পক্ষ বায়না চুক্তিকারী গ্রহিত্রী।

মো: ০০০০০০০০০০, পিতা: ০০০০০০০০০০০০০ মাতা: ০০০০০০০০, জন্ম তারিখঃ ০৭/০৮/১৯৭৮ ইং, জাতীয় পরিচয়পত্র: ০০০০০০০০০০০০, সাং: ডু০০০০০০০০০, ডাকঘর: রা০০০০০০, থানা: ০০০০০০০০, জেলা: ফেনী।

২য় পক্ষ বায়না চুক্তিকারী দাতা।

পরম করুণাময় আল্লার নামে বায়না চুক্তিপত্র লিখার উদ্দেশ্যে আরম্ভ করিতেছি যে, জেলা: ফেনী উপজেলা: ফেনী সদর অধিন ২নং পাঁচ গাছিয়া ইউনিয়নের অন্তর্গত সিএস ২৯নং বিএস ২৫নং ডুমুরিয়া মৌজার জমা জয়িন আন্দরে মুন্সি গোলামী চুনি নামীয় জমা জমিন আন্দরে হাছন আলী মিয়া ওয়ারিশ সূত্রে মালিক থাকিয়া তাহার দেওয়া বিগত ১৬/০৬/১৯৬৬ইং তারিখের ফেনী অফিসের রেজি:কৃত ৪৪৯৪নং সাফ কবলায় ০৮শতাংশ ও ঐ মৌজার ইদ্রিছ মিয়া গং নামীয় জমার মৌয়াজি ৩৯১শতাংশ জমিনের সনিক মং ১ টাকা ৩১ পয়সা জমা জমিন আন্দরে সি.এস ২৮৩নং খতিয়ানে ইউনুছ মিয়া মালিক থাকিয়া তাহার ত্যাজ্য বিত্তে উক্ত ইদ্রিছ মিয়া পিতৃ ওয়ারিশ সুত্রে মালিক থাকিয়া তাহার দেওয়া বিগত ১২/০৭/১৯৯৩ইং তারিখের ফেনী অফিসের রেজি:কৃত ৪৮৭৬নং সাফ কবলায় ০৬শতাংশ। একুণে উক্ত দুই কবলায় খরিদ সূত্রে ও বি.এস চুড়ান্ত-২৬৪নং খতিয়ানে আমার পিতা জালাল আহাম্মদ জালু মিয়া মালিক থাকিয়া তাহার দেওয়া বিগত ২৪/০৩/২০১৩ইং তারিখের ফেনী অফিসের রেজি:কৃত ২৪২১নং হেবার ঘোষণা দলিল মূলে ১৮শতাংশ জমিন আমি হেবা সুত্রে ও মিস: ৪৯৪-১২/১৬নং জমা খারিজ মামলার আলোকে ৭৮৯নং জমা খারিজ খতিয়ান আমার একনামে প্রস্তুত ও প্রচারিত করাইয়া ৭৯২নং হোল্ডিং এ খাজনাধি পরিশোধক্রমে উক্ত ০৮শতাংশ জমিন আমি মালিক থাকিয়া তদান্দরে বি.এস ৫০৫দাগে ০৬শতাংশ সম্যক ভূমি আপনার বরাবরে বায়না করিলাম। আমি আমার পারিবারিক বিশেষ প্রয়োজনে নগদ টাকার সংগ্রার্থে নিন তফসিলের ০৬ (শূণ্য ছয় শতাংশ ভূমি বিক্রয় করার প্রস্তাব করিলে আপনি ১ম পক্ষ বায়না চুক্তিকারী গ্রহিত্রী খরিদ করিতে ইচ্ছা প্রকাশ করায় তাহার থোক চুক্তি হারে মৌয়াজি ০৬শতাংশ জমিনের উচিত উচ্চ মোট মূল্য- ৪,৭০,০০০/- (চার লক্ষ সত্তর হাজার) টাকা স্থিরতরে বায়নাকৃত সম্যক নগদ মং-১,০০,০০০/- (এক লক্ষ) টাকা প্বার্শে লিখিত স্বাক্ষীগণের উপস্থিতে মৌয়াজি ০৬ (শূন্য ছয় শতাংশ জমিন আপনার নিকট বায়না করিলাম। উক্ত বায়নাকৃত ভূমি রেজিষ্টি করিয়া দিয়া অবশিষ্ট টাকা বুঝিয়া নিব। বায়নাকৃত ভূমি অদ্য বায়নার তারিখ হইতে আগামী ৩১/০৯/২০২২ ইং তারিখের মধ্যে রেজিস্ট্রি করিয়া দিতে বাধ্য থাকিব। অত্র বায়নাকৃত সম্পত্তি কাহারো নিকট বায়না বা দায়সংযোগে দায়াবদ্ধ করি নাই। করিলে তাহা অত্র বায়না চুক্তিপত্র দ্বারা আইনত অগ্রাহ্য বা বাতিল বলিয়া গণ্য হইবে। ইতি-২২/১১/২০২১ইং ।

তফসিল বায়নাকৃত সম্পত্তির বিবরণ

সিএস ২৯ নং বিএস ২৫নং ডুমুরিয়া মৌজার সিএস ১৪৪, ২৮৩ নং বিএস চূড়ান্ত-২৬৪ নং জমা খারিজ ৭৮৯নং খতিয়ানের ভূমি আন্দরে।

দাগ: সিএস ৮২৩ দাগ এসএ ১৬২৩ দাগ বিএস ৫০৫ (পাঁচশত পাঁচ) দাগ রকন নাম মোট জনিন ১০ শতাংশ আন্দরে ০৬(শূন্য হয়) শতাংশ সম্যক বায়নাকৃত ভূমি বটে ।

চৌহদ্দি: উত্তরে:                                              দক্ষিণে:

পূর্ব:                                                          পশ্চিমে:

ইসাদী:

১। নামঃ

পিতার নাম: আর বায়না চুক্তিপত্র পাঠ করিয়া / পাঠ করাইয়া উহার সাং: মর্ম অবগত হইলাম।

২। নাম:

পিতার নাম:

৩। নামঃ                                                                           মুসাবিদাকারক

পিতার নাম:                                                                        (এম.শাহাদাত হোসেন)

সাং:                                                                                সাং-নদীর গাঁও।

সাং:                                                                  

Related Posts

বিবিধ আপিল এর আর্জির নমুনা। Drafting।

সহকারী জজ আদালত থেকে জেলা জজ আদালতে আপিল। মাননীয়, ফেনী জেলা ও দায়রা জজ আদালত জেলা- ফেনী বি.আ………/২৪ ইং। (তাঁহার দেওয়ানী আপীল এখতিয়াধীন)। তায়দাদ মং- ৩,০০,০০০/- টাকা। ১। আবুল কালাম,…

চেকের মামলার আপীল এর নমুনা।

Post No- 118 মোকাম বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত, ঢাকা ফৌজদারী আপীল  নং-            /২০১৮ উদ্ভুতঃ দায়রা মামলা নং- ৪৩৫৩/১৪ সি. আর মামলা নং- ৪৫৬/১৩ ধারাঃ এন, আই, অ্যাক্টের ১৩৮ ধারা।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -05. (APPEAL CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -05. (APPEAL CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -04. (APPEAL CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -04. (APPEAL CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -03. (MISCELLANEOUS CASE)

HIGH COURT PERMISSION EXAM. CRIMINAL DRAFTING -03. (MISCELLANEOUS CASE)

Criminal-Question No-02 (Criminal Part) with Application for bail.

Criminal-Question No-02 (Criminal Part) with Application for bail.

দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১/২নং রুলের বিধানমতে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা। injunction.

  • By admin
  • April 1, 2024
  • 132 views
দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১/২নং রুলের বিধানমতে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা। injunction.

বিবিধ আপিল এর আর্জির নমুনা। Drafting।

  • By admin
  • April 1, 2024
  • 86 views